Ajker Patrika

সিটি পেল টটেনহামকে, চেলসির প্রতিপক্ষ ভিলা

ক্রীড়া ডেস্ক
সিটি পেল টটেনহামকে, চেলসির প্রতিপক্ষ ভিলা

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ড্রয়ে ম্যানেচস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ ফুটবলের আরেক জায়ান্ট টটেনহামকে। চেলসি পেয়েছে এবারের প্রিমিয়ার লিগের শিরোপার অন্যতম দাবিদার অ্যাস্টন ভিলাকে। 

গতবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছিল সিটি। তবে ২০১৯ সালের পর থেকে স্পার্সদের নতুন স্টেডিয়ামে পেপ গার্দিওলার শিষ্যরা যে পাঁচ খেলেছে তার প্রত্যেকটিতে হেরেছে। এমনকি করতে পারেনি একটি গোলও। এবারও সিটি একই মাঠে খেলবে। 

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচগুলো হতে পারে ২৬-২৯ জানুয়ারির মধ্যে। 

এফএ কাপ চতুর্থ রাউন্ডের ড্র: 
ওয়াটফোর্ড-সাউদাম্পটন
ব্ল্যাকবার্ন-রেক্সহাম
বোর্নমাউথ-সোয়ানসি
ওয়েস্ট ব্রম-বেন্টফোর্ড/উলভস
ওয়েস্ট হাম/ব্রিস্টল সিটি-নটিংহাম ফরেস্ট/ব্ল্যাকপুল
লেস্টার সিটি-হাল/বার্মিংহাম
শেফিল্ড ওয়েডনেসডে-কভেন্ট্রি
চেলসি-অ্যাস্টন ভিলা
ইপসউইচ-মেইডস্টোন
লিভারপুল-নরউইচ/ব্রিস্টল রোভার্স
টটেনহাম-ম্যানচেস্টার সিটি
লিডস-প্লাইমাউথ
ক্রিস্টাল/এভারটন-লুটন/বোল্টন
নিউপোর্ট/ইস্টলেই-উইগান/ম্যানচেস্টার ইউনাইটেড
শেফিল্ড ইউনাইটেড-ব্রাইটন
ফুলহাম-নিউক্যাসল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত