Ajker Patrika

কোপায় কোয়ার্টার ও সেমিফাইনালে থাকছে না অতিরিক্ত সময়

ক্রীড়া ডেস্ক
কোপায় কোয়ার্টার ও সেমিফাইনালে থাকছে না অতিরিক্ত সময়

গ্রুপ পর্ব শেষ। আগামীকাল সকালে হিউস্টনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। তবে নকআউটে কোনো ম্যাচেই থাকছে না অতিরিক্ত সময়। কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে এমনটাই জানানো হয়েছে।

নির্ধারিত ৯০ মিনিটের পরও যদি সমতায় থাকে তবে ম্যাচ যাবে সরাসরি টাইব্রেকারে। থাকবে না দুই অর্ধের ১৫ মিনিট করে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। পেনাল্টি কিকে বিজয়ী দলই যাবে পরের রাউন্ডে।

অবশ্য এই নিয়ম থাকছে শুধু টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে। ফাইনালে নির্ধারিত সময় ড্রয়ে শেষ হলে ম্যাচে দেওয়া হবে আরও অতিরিক্ত ৩০ মিনিট। সেখানেও সমতায় থাকলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে নির্ধারিত হবে ম্যাচের ফল।

আগামী ১৫ জুলাই সকালে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হবে এবারের কোপার ফাইনাল। এর আগে দুই সেমিফাইনাল হবে ১০ ও ১১ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত