ক্রীড়া ডেস্ক
লা লিগার শীর্ষস্থান নিয়ে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা। গত সপ্তাহে রিয়ালকে হটিয়ে মগডালে চড়েছিল বার্সা। গত রাতে আবার চূড়ায় ফিরেছে লস ব্লাঙ্কোরা।
আগামী রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিগের প্রথম এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মহারণ নিয়ে খুব একটা ভাবছেন না কার্লো আনচেলত্তি। বরং মঙ্গলবার রাতে শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিকেই গুরুত্ব দিচ্ছেন বেশি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ক্লাব শাখতার নিজেদের মাঠে খেলতে পারছে না। ম্যাচটি তারা আয়োজন করছে প্রতিবেশী দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশের আর্মি স্টেডিয়ামে। আয়োজন করতে পারছে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। আর এক ম্যাচ জিতলেই নকআউট পর্বের টিকিট কেটে ফেলবে তারা।
সে কারণে দলের কোচ আনচেলত্তির চোখ আপাতত এ ম্যাচেই, ‘ক্ল্যাসিকো এখনো বহুদূরে। তার আগে আমাদের আরেকটি ম্যাচ আছে। কয়েকজন ক্লান্ত খেলোয়াড়কে (গত রাতের ম্যাচে) বিশ্রাম দিতে চেয়েছিলাম। আশা করি করিম বেনজেমা, ফার্লান্ড মেন্ডিকে মঙ্গলবার ওয়ারশে পাব।’
হেতাফের মাঠে গত রাতে ১-০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই একমাত্র গোলটি করেন এদের মিলিতাও। এবারের লা লিগায় যা রিয়ালের প্রথম ক্লিনশিট। এ ম্যাচ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ‘কোচদের ডন’ খ্যাত আনচেলত্তির, ‘দল যথেষ্ট ভালো না খেললেও আমি সন্তুষ্ট। জয় প্রাপ্য ছিল। তবে আমরা আরও গোল করতে পারতাম। প্রথম ক্লিন শিট পাওয়া ভালো ব্যাপার।’
লা লিগার শীর্ষস্থান নিয়ে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা। গত সপ্তাহে রিয়ালকে হটিয়ে মগডালে চড়েছিল বার্সা। গত রাতে আবার চূড়ায় ফিরেছে লস ব্লাঙ্কোরা।
আগামী রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিগের প্রথম এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে রিয়াল-বার্সা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মহারণ নিয়ে খুব একটা ভাবছেন না কার্লো আনচেলত্তি। বরং মঙ্গলবার রাতে শাখতার দোনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিকেই গুরুত্ব দিচ্ছেন বেশি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ক্লাব শাখতার নিজেদের মাঠে খেলতে পারছে না। ম্যাচটি তারা আয়োজন করছে প্রতিবেশী দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশের আর্মি স্টেডিয়ামে। আয়োজন করতে পারছে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। আর এক ম্যাচ জিতলেই নকআউট পর্বের টিকিট কেটে ফেলবে তারা।
সে কারণে দলের কোচ আনচেলত্তির চোখ আপাতত এ ম্যাচেই, ‘ক্ল্যাসিকো এখনো বহুদূরে। তার আগে আমাদের আরেকটি ম্যাচ আছে। কয়েকজন ক্লান্ত খেলোয়াড়কে (গত রাতের ম্যাচে) বিশ্রাম দিতে চেয়েছিলাম। আশা করি করিম বেনজেমা, ফার্লান্ড মেন্ডিকে মঙ্গলবার ওয়ারশে পাব।’
হেতাফের মাঠে গত রাতে ১-০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই একমাত্র গোলটি করেন এদের মিলিতাও। এবারের লা লিগায় যা রিয়ালের প্রথম ক্লিনশিট। এ ম্যাচ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ‘কোচদের ডন’ খ্যাত আনচেলত্তির, ‘দল যথেষ্ট ভালো না খেললেও আমি সন্তুষ্ট। জয় প্রাপ্য ছিল। তবে আমরা আরও গোল করতে পারতাম। প্রথম ক্লিন শিট পাওয়া ভালো ব্যাপার।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৯ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে