ক্রীড়া ডেস্ক
জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন নতুন দিশা খুঁজে পেয়েছে বার্সেলোনা। গতকাল আইবেরোস্টার স্টেডিয়ামে মায়োর্কাকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন জাভি। তবে জাভি মনে করেন, শিরোপা না জিতলে রেকর্ডের কোনো মূল্য নেই।
গতকালের জয়ের মাধ্যমে লা লিগায় অ্যাওয়েতে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জাভি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিপক্ষের মাটিতে হারেনি বার্সা। ৫ জয়ের বিপরীতে ১৩ ম্যাচে ড্র করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদানের রেকর্ড ভেঙেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ লা-লিগায় টানা ১৭ অ্যাওয়ে ম্যাচ অপরাজিত ছিল জিদানের অধীনে।
তবে জাভিকে এসব রেকর্ড টানছে না, তাঁর লক্ষ্য শিরোপায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আপনি রেকর্ড ভাঙলেন কিন্তু শিরোপা জিতলেন না, তাহলে ওসব রেকর্ড মূল্যহীন। ঘরের বাইরে জয় এই বার্তা দেয় যে আমরা ভালো খেলছি, কিন্তু যদি শিরোপা না জিতি, তাহলে তাঁর কোনো মূল্য নেই।
বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে রবার্ট লেভানডফস্কিকে নিজেদের দলে নিয়ে আসে বার্সেলোনা। বায়ার্নের গোলস্কোরিংয়ের ধারাবাহিকতা বার্সাতেও ধরে রেখেছেন তিনি। গতকাল মায়োর্কার বিপক্ষে দলের জয়সূচক গোলটি করেছেন লেভা। চলতি লা লিগায় এখন পর্যন্ত ৯ গোল করেছেন পোলিশ এই স্ট্রাইকার।
জাভির মতে, সে (লেভানডফস্কি) বিশ্বসেরা গোল স্কোরার। একই সঙ্গে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও প্রশংসা করেছেন জাভি। এই দুজন সম্পর্কে বার্সা কোচ বলেছেন, ‘স্টেগেন ও লেভাকে নিয়ে ব্যাখ্যা করাটা বোকামি হবে। এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো ম্যাচে ইমপ্যাক্ট রাখে। অবশ্য এটা ঠিক যে ওরা (টের স্টেগেন ও লেভা) পার্থক্য গড়ে দিয়েছে। মার্ক (টের স্টেগেন) দারুণ ফর্মে আছে। লেভান্ডফস্কি সেরা খেলোয়াড়। বিশ্বসেরা স্কোরার। সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার।’
জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন নতুন দিশা খুঁজে পেয়েছে বার্সেলোনা। গতকাল আইবেরোস্টার স্টেডিয়ামে মায়োর্কাকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন জাভি। তবে জাভি মনে করেন, শিরোপা না জিতলে রেকর্ডের কোনো মূল্য নেই।
গতকালের জয়ের মাধ্যমে লা লিগায় অ্যাওয়েতে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জাভি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিপক্ষের মাটিতে হারেনি বার্সা। ৫ জয়ের বিপরীতে ১৩ ম্যাচে ড্র করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদানের রেকর্ড ভেঙেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ লা-লিগায় টানা ১৭ অ্যাওয়ে ম্যাচ অপরাজিত ছিল জিদানের অধীনে।
তবে জাভিকে এসব রেকর্ড টানছে না, তাঁর লক্ষ্য শিরোপায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আপনি রেকর্ড ভাঙলেন কিন্তু শিরোপা জিতলেন না, তাহলে ওসব রেকর্ড মূল্যহীন। ঘরের বাইরে জয় এই বার্তা দেয় যে আমরা ভালো খেলছি, কিন্তু যদি শিরোপা না জিতি, তাহলে তাঁর কোনো মূল্য নেই।
বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে রবার্ট লেভানডফস্কিকে নিজেদের দলে নিয়ে আসে বার্সেলোনা। বায়ার্নের গোলস্কোরিংয়ের ধারাবাহিকতা বার্সাতেও ধরে রেখেছেন তিনি। গতকাল মায়োর্কার বিপক্ষে দলের জয়সূচক গোলটি করেছেন লেভা। চলতি লা লিগায় এখন পর্যন্ত ৯ গোল করেছেন পোলিশ এই স্ট্রাইকার।
জাভির মতে, সে (লেভানডফস্কি) বিশ্বসেরা গোল স্কোরার। একই সঙ্গে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও প্রশংসা করেছেন জাভি। এই দুজন সম্পর্কে বার্সা কোচ বলেছেন, ‘স্টেগেন ও লেভাকে নিয়ে ব্যাখ্যা করাটা বোকামি হবে। এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো ম্যাচে ইমপ্যাক্ট রাখে। অবশ্য এটা ঠিক যে ওরা (টের স্টেগেন ও লেভা) পার্থক্য গড়ে দিয়েছে। মার্ক (টের স্টেগেন) দারুণ ফর্মে আছে। লেভান্ডফস্কি সেরা খেলোয়াড়। বিশ্বসেরা স্কোরার। সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার।’
আচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
৪ মিনিট আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগে