ক্রীড়া ডেস্ক
১৪ শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপার রেকর্ড এখনো রিয়াল মাদ্রিদের দখলে। সেখানে কোয়ার্টার ফাইনাল এ আর কেমন কী তাদের কাছে। ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। তবু দলটির কোচ কার্লো আনচেলত্তি সন্তুষ্ট হতে পারছেন না।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ছিল আরবি লাইপজিগ। ১-০ গোলে এগিয়ে থেকেই খেলতে নামে রিয়াল। তবে ম্যাচে সেই অর্থে আক্রমণাত্মক খেলা দেখাতে পারেনি রিয়াল। ৫৪ শতাংশ বল দখলে রাখে রিয়াল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ৩টি। অন্যদিকে লাইপজিগের বল দখলে ছিল ৪৬ শতাংশ এবং ৪টি শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ, যার মধ্যে ৬৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ৬৮ মিনিটে উইলি অর্বানের গোলে সমতায় ফেরে লাইপজিগ।
শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচের আগেই অবশ্য ধাক্কা খায় রিয়াল। লা লিগায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে খেলতে নামেন জুড বেলিংহাম। সে কারণেই হয়তোবা গতকাল লাইপজিগের বিপক্ষে রিয়ালকে কিছুটা ছন্নছাড়া লেগেছে। দুই লেগ মিলে ২-১ গোলে এগিয়ে রিয়াল কোয়ার্টার ফাইনালে উঠলেও হতাশ আনচেলত্তি। ম্যাচ শেষে মুভিস্টারকে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা ভালো ছিল। গতি ছিল কম। মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকতে পারে। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা খেলেছি, যাদের হারানোর কিছু ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পায়ে শেকল পরানো ছিল। আমরা ভুগেছি।’
প্রথম লেগে এগিয়ে থাকায় রিয়াল উঠে যায় কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচের কথা বলতে গিয়ে দুই বছর আগের পুরোনো এক ম্যাচের কথা স্মরণ করেছেন আনচেলত্তি। ২০২২-এর এপ্রিলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জেতে রিয়াল। তবে দ্বিতীয় লেগে রিয়াল হেরে যায় ৩-২ গোলে। ৫-৪ গোলে এগিয়ে থেকে সেবার সেমিফাইনালে ওঠে রিয়াল। আনচেলত্তি বলেন, ‘রাতটা ভালো যায়নি অবশ্যই। এটা আমারই ব্যর্থতা। চ্যাম্পিয়নস লিগে এমনটা হয়ে থাকে। ঘরের মাঠে চেলসির বিপক্ষে এমনটা হয়েছিল (২০২২ এপ্রিল)। তবে মাঝেমধ্যে এমন ম্যাচ আপনাকে বাদও করে দিতে পারে।’
১৪ শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপার রেকর্ড এখনো রিয়াল মাদ্রিদের দখলে। সেখানে কোয়ার্টার ফাইনাল এ আর কেমন কী তাদের কাছে। ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। তবু দলটির কোচ কার্লো আনচেলত্তি সন্তুষ্ট হতে পারছেন না।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ছিল আরবি লাইপজিগ। ১-০ গোলে এগিয়ে থেকেই খেলতে নামে রিয়াল। তবে ম্যাচে সেই অর্থে আক্রমণাত্মক খেলা দেখাতে পারেনি রিয়াল। ৫৪ শতাংশ বল দখলে রাখে রিয়াল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ৩টি। অন্যদিকে লাইপজিগের বল দখলে ছিল ৪৬ শতাংশ এবং ৪টি শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ, যার মধ্যে ৬৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ৬৮ মিনিটে উইলি অর্বানের গোলে সমতায় ফেরে লাইপজিগ।
শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচের আগেই অবশ্য ধাক্কা খায় রিয়াল। লা লিগায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে খেলতে নামেন জুড বেলিংহাম। সে কারণেই হয়তোবা গতকাল লাইপজিগের বিপক্ষে রিয়ালকে কিছুটা ছন্নছাড়া লেগেছে। দুই লেগ মিলে ২-১ গোলে এগিয়ে রিয়াল কোয়ার্টার ফাইনালে উঠলেও হতাশ আনচেলত্তি। ম্যাচ শেষে মুভিস্টারকে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা ভালো ছিল। গতি ছিল কম। মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকতে পারে। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা খেলেছি, যাদের হারানোর কিছু ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পায়ে শেকল পরানো ছিল। আমরা ভুগেছি।’
প্রথম লেগে এগিয়ে থাকায় রিয়াল উঠে যায় কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচের কথা বলতে গিয়ে দুই বছর আগের পুরোনো এক ম্যাচের কথা স্মরণ করেছেন আনচেলত্তি। ২০২২-এর এপ্রিলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জেতে রিয়াল। তবে দ্বিতীয় লেগে রিয়াল হেরে যায় ৩-২ গোলে। ৫-৪ গোলে এগিয়ে থেকে সেবার সেমিফাইনালে ওঠে রিয়াল। আনচেলত্তি বলেন, ‘রাতটা ভালো যায়নি অবশ্যই। এটা আমারই ব্যর্থতা। চ্যাম্পিয়নস লিগে এমনটা হয়ে থাকে। ঘরের মাঠে চেলসির বিপক্ষে এমনটা হয়েছিল (২০২২ এপ্রিল)। তবে মাঝেমধ্যে এমন ম্যাচ আপনাকে বাদও করে দিতে পারে।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে