ক্রীড়া ডেস্ক
লুটনের কেনিলওয়ার্থ রোড স্টেডিয়ামে গতকাল হয়েছে গোলের বন্যা। আক্রমণ-প্রতি আক্রমণে লুটন টাউন-আর্সেনাল ম্যাচে গোল হচ্ছিল নিয়মিত বিরতিতে। কখনো লুটন টাউন, কখনো বা আর্সেনালের ফুটবলাররা করেছেন গোল। শেষ পর্যন্ত লুটন টাউন-আর্সেনাল ম্যাচে হয়েছে ৭ গোল। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ে ভিন্ন রকম এক রেকর্ড গড়েছে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রাতে লুটন টাউনের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। ২০ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি লুটন টাউনের। ২৫ মিনিটে লুটনের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ওশো হেডে লক্ষ্যভেদ করেন। এরপর প্রথমার্ধে শেষের দিকে দারুণ ১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪৫ মিনিটে বেন হোয়াইটের অ্যাসিস্টে হেডে দুর্দান্ত গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ২-১ গোলে এগিয়ে যাওয়ার সময় অন্য রকম এক রেকর্ড গড়েছে আর্সেনাল। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের টানা ১১ গোলের ১১টিই করেন ভিন্ন ১১ ফুটবলার, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে।
প্রথমার্ধে পিছিয়ে থাকা লুটন টাউন সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি। ৪৯ মিনিটে আলফি ডাউটির ক্রস থেকে দারুণ এক হেডে লুটনকে সমতায় ফেরান এলিজা আদেবায়ো। তারপর ৫৭ মিনিটে লুটনকে ৩-২ গোলে এগিয়ে নেন রস বার্কলি। বার্কলির গোলের পর দ্রুত সমতায় ফিরেছে আর্সেনাল। ৬০ মিনিটে হেসুসের অ্যাসিস্টে গোল করেন কাই হ্যাভার্টজ। ম্যাচ যখন ৩-৩ গোলে ড্র হওয়া সময়ের ব্যাপার ছিল, সেখানে শেষ মুহূর্তে ভেলকি দেখান আর্সেনালের ডিফেন্সিভ মিডফিল্ডার ডেকলান রাইস। অতিরিক্ত সময়ের ৭ মিনিটে মার্টিন ওডিগার্ডের ক্রসে হেডে জয়সূচক গোল করেন রাইস। শেষ পর্যন্ত ৪-৩ গোলে ম্যাচ জেতে আর্সেনাল।
রুদ্ধশ্বাস ম্যাচ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পাকাপোক্ত করেছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে গানার্সদের এখন ৩৬ পয়েন্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার পয়েন্ট যথাক্রমে ৩১, ৩০ ও ২৯। তিন দলের প্রত্যেকেই খেলেছে ১৪টি করে ম্যাচ। আর ১৫ ম্যাচে ২ জয়, ৩ ড্র ও ১০ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে লুটন এখন পয়েন্ট তালিকার ১৭ নম্বরে।
লুটনের কেনিলওয়ার্থ রোড স্টেডিয়ামে গতকাল হয়েছে গোলের বন্যা। আক্রমণ-প্রতি আক্রমণে লুটন টাউন-আর্সেনাল ম্যাচে গোল হচ্ছিল নিয়মিত বিরতিতে। কখনো লুটন টাউন, কখনো বা আর্সেনালের ফুটবলাররা করেছেন গোল। শেষ পর্যন্ত লুটন টাউন-আর্সেনাল ম্যাচে হয়েছে ৭ গোল। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ে ভিন্ন রকম এক রেকর্ড গড়েছে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রাতে লুটন টাউনের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। ২০ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি লুটন টাউনের। ২৫ মিনিটে লুটনের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ওশো হেডে লক্ষ্যভেদ করেন। এরপর প্রথমার্ধে শেষের দিকে দারুণ ১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪৫ মিনিটে বেন হোয়াইটের অ্যাসিস্টে হেডে দুর্দান্ত গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ২-১ গোলে এগিয়ে যাওয়ার সময় অন্য রকম এক রেকর্ড গড়েছে আর্সেনাল। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের টানা ১১ গোলের ১১টিই করেন ভিন্ন ১১ ফুটবলার, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে।
প্রথমার্ধে পিছিয়ে থাকা লুটন টাউন সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি। ৪৯ মিনিটে আলফি ডাউটির ক্রস থেকে দারুণ এক হেডে লুটনকে সমতায় ফেরান এলিজা আদেবায়ো। তারপর ৫৭ মিনিটে লুটনকে ৩-২ গোলে এগিয়ে নেন রস বার্কলি। বার্কলির গোলের পর দ্রুত সমতায় ফিরেছে আর্সেনাল। ৬০ মিনিটে হেসুসের অ্যাসিস্টে গোল করেন কাই হ্যাভার্টজ। ম্যাচ যখন ৩-৩ গোলে ড্র হওয়া সময়ের ব্যাপার ছিল, সেখানে শেষ মুহূর্তে ভেলকি দেখান আর্সেনালের ডিফেন্সিভ মিডফিল্ডার ডেকলান রাইস। অতিরিক্ত সময়ের ৭ মিনিটে মার্টিন ওডিগার্ডের ক্রসে হেডে জয়সূচক গোল করেন রাইস। শেষ পর্যন্ত ৪-৩ গোলে ম্যাচ জেতে আর্সেনাল।
রুদ্ধশ্বাস ম্যাচ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পাকাপোক্ত করেছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে গানার্সদের এখন ৩৬ পয়েন্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার পয়েন্ট যথাক্রমে ৩১, ৩০ ও ২৯। তিন দলের প্রত্যেকেই খেলেছে ১৪টি করে ম্যাচ। আর ১৫ ম্যাচে ২ জয়, ৩ ড্র ও ১০ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে লুটন এখন পয়েন্ট তালিকার ১৭ নম্বরে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে