নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচটা খেলার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আগে ভুবনেশ্বরে পৌঁছেছিল বসুন্ধরা কিংস। ছিল না কোনো অনুশীলন সেশনও। ভিসা জটিলতা, ভ্রমণক্লান্তি সামলে ম্যাচে দুবার মোহনবাগানের বিপক্ষে পিছিয়ে পড়া। প্রতিবারই পিছিয়ে পড়ে জয়ের সমান এক ড্র পেয়েছে বাংলাদেশের সেরা বসুন্ধরা কিংস।
এক বছর আগে সল্ট লেক স্টেডিয়ামে মোহনবাগানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বসুন্ধরা। আজ ভুবনেশ্বরে একই দলের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর এক ড্র তুলে নিয়েছে অস্কার ব্রুজোনের দল। দুবার বল লাগল ক্রসবারে, না হলে হয়তো ম্যাচটা জিততেও পারত বসুন্ধরা।
দর্শকহীন কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা। একই মাঠে প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া ক্লাবের বিপক্ষে ৬-১ গোলের জয় পেয়েছে স্বাগতিক ওডিশা এফসি। দ্বিতীয় ম্যাচে কোনো দর্শকই হলো না। তাতে একদিক দিয়ে বরং সুবিধাই হয়েছে বাংলাদেশের ক্লাবটির। দুর্গাপূজার ব্যস্ততায় নিজেদের সমর্থকদের সমর্থন পায়নি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী দল মোহনবাগান।
সমর্থনহীন মোহনবাগানকে শুরুতে ভালোই চাপে রেখেছিল বসুন্ধরা। এর পরও ২৮ মিনিটে গোলটা হজম করতেই হয়েছে বাংলাদেশের দলটাকে। ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা হুগো বোমোস অনেকটা এগিয়ে বক্সে বল বাড়ান। তা নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় কাটব্যাক করেন জ্যাসন কামিন্স; নিখুঁত শটে বাকি কাজ সারেন অজি ফরোয়ার্ড দিমিত্রি পেট্রাতোস।
বাংলাদেশের চ্যাম্পিয়নরা পাল্টা জবাব দিতে দেরি করেনি। ৩৩তম মিনিটে স্বদেশি ব্রাজিলিয়ান রবসন রবিনহোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা হেক্টর ক্যান্টনের প্রতিরোধ ভেঙে দারুণ শটে সমতা ফেরান দরিয়েলতন গোমেজ ।
দুই মিনিট পরই এগিয়ে যেতে পারত বসুন্ধরা। কিন্তু বক্সের একটু বাইরে থেকে রবসনের জায়গা করে নিয়ে জোরালো শট আটকে যায় ক্রসবারে।
বিরতি থেকে ফিরে আবারও একই দুর্ভাগ্য। এবার মাথায় হাত দরিয়েলতনের। মোহনবাগান গোলরক্ষককে একা পেয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট আটকায় ক্রসবারে লেগে।
বসুন্ধরা না পারলেও মোহনবাগান নিজেদের সুযোগ কাজে লাগিয়ে আবারও এগিয়ে যায় ৫৪ মিনিটে। বসুন্ধরার রক্ষণের ভুলে দিমিত্রি পেট্রাতোসের বাড়ানো বলে বাঁ প্রান্ত থেকে জোরালো শটে বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণের মাথার ওপর দিয়ে ব্যবধান বাড়ান আশিস রাই।
সেই আশিস রাই ৬৯ মিনিটে পেনাল্টি উপহার দিলেন বসুন্ধরাকে। বল পায়ে বক্সে ঢোকা রবসনকে ফেলে দেন আশিস। রেফারির বাঁশি পেনাল্টির। পরের মিনিটে নিজেই শট নিয়ে বসুন্ধরাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান অধিনায়ক।
এরপর আর কোনো দল গোল পায়নি। তাতে বসুন্ধরা পেয়েছে স্বস্তির এক পয়েন্ট। এই ড্রয়ে তিন ম্যাচে ৪ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে বসুন্ধরা। সমান ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে মোহনবাগান।
ম্যাচটা খেলার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আগে ভুবনেশ্বরে পৌঁছেছিল বসুন্ধরা কিংস। ছিল না কোনো অনুশীলন সেশনও। ভিসা জটিলতা, ভ্রমণক্লান্তি সামলে ম্যাচে দুবার মোহনবাগানের বিপক্ষে পিছিয়ে পড়া। প্রতিবারই পিছিয়ে পড়ে জয়ের সমান এক ড্র পেয়েছে বাংলাদেশের সেরা বসুন্ধরা কিংস।
এক বছর আগে সল্ট লেক স্টেডিয়ামে মোহনবাগানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বসুন্ধরা। আজ ভুবনেশ্বরে একই দলের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর এক ড্র তুলে নিয়েছে অস্কার ব্রুজোনের দল। দুবার বল লাগল ক্রসবারে, না হলে হয়তো ম্যাচটা জিততেও পারত বসুন্ধরা।
দর্শকহীন কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা। একই মাঠে প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া ক্লাবের বিপক্ষে ৬-১ গোলের জয় পেয়েছে স্বাগতিক ওডিশা এফসি। দ্বিতীয় ম্যাচে কোনো দর্শকই হলো না। তাতে একদিক দিয়ে বরং সুবিধাই হয়েছে বাংলাদেশের ক্লাবটির। দুর্গাপূজার ব্যস্ততায় নিজেদের সমর্থকদের সমর্থন পায়নি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী দল মোহনবাগান।
সমর্থনহীন মোহনবাগানকে শুরুতে ভালোই চাপে রেখেছিল বসুন্ধরা। এর পরও ২৮ মিনিটে গোলটা হজম করতেই হয়েছে বাংলাদেশের দলটাকে। ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা হুগো বোমোস অনেকটা এগিয়ে বক্সে বল বাড়ান। তা নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় কাটব্যাক করেন জ্যাসন কামিন্স; নিখুঁত শটে বাকি কাজ সারেন অজি ফরোয়ার্ড দিমিত্রি পেট্রাতোস।
বাংলাদেশের চ্যাম্পিয়নরা পাল্টা জবাব দিতে দেরি করেনি। ৩৩তম মিনিটে স্বদেশি ব্রাজিলিয়ান রবসন রবিনহোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গায়ের সঙ্গে সেঁটে থাকা হেক্টর ক্যান্টনের প্রতিরোধ ভেঙে দারুণ শটে সমতা ফেরান দরিয়েলতন গোমেজ ।
দুই মিনিট পরই এগিয়ে যেতে পারত বসুন্ধরা। কিন্তু বক্সের একটু বাইরে থেকে রবসনের জায়গা করে নিয়ে জোরালো শট আটকে যায় ক্রসবারে।
বিরতি থেকে ফিরে আবারও একই দুর্ভাগ্য। এবার মাথায় হাত দরিয়েলতনের। মোহনবাগান গোলরক্ষককে একা পেয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট আটকায় ক্রসবারে লেগে।
বসুন্ধরা না পারলেও মোহনবাগান নিজেদের সুযোগ কাজে লাগিয়ে আবারও এগিয়ে যায় ৫৪ মিনিটে। বসুন্ধরার রক্ষণের ভুলে দিমিত্রি পেট্রাতোসের বাড়ানো বলে বাঁ প্রান্ত থেকে জোরালো শটে বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণের মাথার ওপর দিয়ে ব্যবধান বাড়ান আশিস রাই।
সেই আশিস রাই ৬৯ মিনিটে পেনাল্টি উপহার দিলেন বসুন্ধরাকে। বল পায়ে বক্সে ঢোকা রবসনকে ফেলে দেন আশিস। রেফারির বাঁশি পেনাল্টির। পরের মিনিটে নিজেই শট নিয়ে বসুন্ধরাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান অধিনায়ক।
এরপর আর কোনো দল গোল পায়নি। তাতে বসুন্ধরা পেয়েছে স্বস্তির এক পয়েন্ট। এই ড্রয়ে তিন ম্যাচে ৪ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে বসুন্ধরা। সমান ম্যাচে ৭ পয়েন্টে শীর্ষে মোহনবাগান।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
২৫ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে