ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় তিন ক্লাব টুর্নামেন্টের ২০২৪-২৫ মৌসুমের সূচিতে আসবে বেশ কিছু পরিবর্তন। ৩২ দলের পরিবর্তে চ্যাম্পিয়নস লিগ হবে ৩৬ দল নিয়ে। পরিবর্তন আসবে ফরম্যাটেও। আগামী চ্যাম্পিয়নস লিগেও প্রথমবার দেখা যাবে বেশ কয়েকটি নতুন দলকে। অনেক বড় দলকে দর্শক বানিয়ে তারা জায়গা করে নিয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে—
১৯৮২-৮৩ মৌসুমের পর ভিলা:
আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? এর উত্তর পেতে অপেক্ষা করতে হচ্ছে মৌসুমের শেষ রাউন্ড পর্যন্ত। লিগ নিষ্পত্তি না হলেও ইতিমধ্যে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে আর্সেনাল, সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। এবারের ইংলিশ ফুটবলে চমক ভিলার প্রথমবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। ১৯৯১-৯২ মৌসুম থেকে ইউরোপিয়ান কাপের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেল ১৫০ বছরের পুরোনো ক্লাবটি।
জিরোনার প্রথম:
এবারের লা লিগা জয়ের দৌড়ে শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সমানতালে ছিল জিরোনাও। তবে প্রথম লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিলেও ৯৩ বছরের পুরোনো ক্লাবটি প্রথমবার খেলবে চ্যাম্পিয়নস লিগে। ২০১৮-১৯ মৌসুমে লা লিগা থেকে অবনমন হওয়া জিরোনা গত মৌসুমে ফিরেই কোচ মাইকেলের অধীনে লিগ শেষ করে ১০ নম্বরে থেকে। এবার তারা ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। ম্যানসিটি ও জিরোনা এবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। সিএফজির শতভাগ বিনিয়োগ আছে সিটিতে, আর জিরোনায় ৪৭ শতাংশ।
৬০ বছর পর বোলোনা:
সিরি আর এ মৌসুমে ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আতালান্তা। তবে এই স্থানে থাকলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে ক্লাবটি। কারণ, জিয়ান পিয়েরো গাসপেরিনির দল যে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে! উয়েফার নতুন নিয়মে, ইউরোপিয়ান পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দুটি দল চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে। তার একটি আতালান্তা, দ্বিতীয়টি বুন্দেসলিগায় পাঁচে থাকলেও এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা বরুসিয়া ডর্টমুন্ড। সেই হিসেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সিরি আ ও বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে পাঁচ দল। সিরি আয় অবশ্য এবার চমক দেখিয়েছে বোলোনা। ৬০ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে ক্লাবটিকে।
১৪ বছর পর স্টুর্টগার্ট:
অবিশ্বাস্য এক মৌসুম কাটল বুন্দেসলিগায়। বায়ার্ন মিউনিখের দাপট ভেঙে নিজেদের ইতিহাসে প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুজেন। এই দুই ক্লাবের পাশাপাশি আগামী চ্যাম্পিয়নস লিগে খেলবে স্টুটগার্টও। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে থাকা ক্লাবটি এই অবস্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে স্টুটগার্টকে, আর ২০০৯-১০ মৌসুমের পর প্রথম।
লিলে নাকি ব্রেস্ট:
লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়ন পিএসজির পাশাপাশি মোনাকোরও চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত। তবে তৃতীয় স্থানে থাকার লড়াই চলছে লিলে ও ব্রেস্টের মধ্যে। দুই দলের পয়েন্ট সমান ৫৮। গোলও সমান ৫০। তবে ব্রেস্টের (৩৪) চেয়ে দুটি কম গোল হজম করায় তিনে লিলে (৩২)। লিগে দুই দলের বাকি মাত্র এক রাউন্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লিগ আঁ থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায় শীর্ষ তিন দল। চারে থাকা দলকে খেলতে হয় বাছাইপর্ব।
ইউরোপীয় তিন ক্লাব টুর্নামেন্টের ২০২৪-২৫ মৌসুমের সূচিতে আসবে বেশ কিছু পরিবর্তন। ৩২ দলের পরিবর্তে চ্যাম্পিয়নস লিগ হবে ৩৬ দল নিয়ে। পরিবর্তন আসবে ফরম্যাটেও। আগামী চ্যাম্পিয়নস লিগেও প্রথমবার দেখা যাবে বেশ কয়েকটি নতুন দলকে। অনেক বড় দলকে দর্শক বানিয়ে তারা জায়গা করে নিয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে—
১৯৮২-৮৩ মৌসুমের পর ভিলা:
আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? এর উত্তর পেতে অপেক্ষা করতে হচ্ছে মৌসুমের শেষ রাউন্ড পর্যন্ত। লিগ নিষ্পত্তি না হলেও ইতিমধ্যে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে আর্সেনাল, সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। এবারের ইংলিশ ফুটবলে চমক ভিলার প্রথমবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। ১৯৯১-৯২ মৌসুম থেকে ইউরোপিয়ান কাপের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেল ১৫০ বছরের পুরোনো ক্লাবটি।
জিরোনার প্রথম:
এবারের লা লিগা জয়ের দৌড়ে শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সমানতালে ছিল জিরোনাও। তবে প্রথম লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিলেও ৯৩ বছরের পুরোনো ক্লাবটি প্রথমবার খেলবে চ্যাম্পিয়নস লিগে। ২০১৮-১৯ মৌসুমে লা লিগা থেকে অবনমন হওয়া জিরোনা গত মৌসুমে ফিরেই কোচ মাইকেলের অধীনে লিগ শেষ করে ১০ নম্বরে থেকে। এবার তারা ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। ম্যানসিটি ও জিরোনা এবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। সিএফজির শতভাগ বিনিয়োগ আছে সিটিতে, আর জিরোনায় ৪৭ শতাংশ।
৬০ বছর পর বোলোনা:
সিরি আর এ মৌসুমে ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আতালান্তা। তবে এই স্থানে থাকলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে ক্লাবটি। কারণ, জিয়ান পিয়েরো গাসপেরিনির দল যে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে! উয়েফার নতুন নিয়মে, ইউরোপিয়ান পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দুটি দল চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে। তার একটি আতালান্তা, দ্বিতীয়টি বুন্দেসলিগায় পাঁচে থাকলেও এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা বরুসিয়া ডর্টমুন্ড। সেই হিসেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সিরি আ ও বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে পাঁচ দল। সিরি আয় অবশ্য এবার চমক দেখিয়েছে বোলোনা। ৬০ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে ক্লাবটিকে।
১৪ বছর পর স্টুর্টগার্ট:
অবিশ্বাস্য এক মৌসুম কাটল বুন্দেসলিগায়। বায়ার্ন মিউনিখের দাপট ভেঙে নিজেদের ইতিহাসে প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুজেন। এই দুই ক্লাবের পাশাপাশি আগামী চ্যাম্পিয়নস লিগে খেলবে স্টুটগার্টও। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে থাকা ক্লাবটি এই অবস্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে স্টুটগার্টকে, আর ২০০৯-১০ মৌসুমের পর প্রথম।
লিলে নাকি ব্রেস্ট:
লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়ন পিএসজির পাশাপাশি মোনাকোরও চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত। তবে তৃতীয় স্থানে থাকার লড়াই চলছে লিলে ও ব্রেস্টের মধ্যে। দুই দলের পয়েন্ট সমান ৫৮। গোলও সমান ৫০। তবে ব্রেস্টের (৩৪) চেয়ে দুটি কম গোল হজম করায় তিনে লিলে (৩২)। লিগে দুই দলের বাকি মাত্র এক রাউন্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লিগ আঁ থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায় শীর্ষ তিন দল। চারে থাকা দলকে খেলতে হয় বাছাইপর্ব।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে