বিশ্বকাপের প্রাথমিক লিস্টে না থাকা দি হেয়াই টেন হাগের সেরা গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৬: ০৪
আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬: ১৯

কাতার বিশ্বকাপকে সামনে রেখে দুদিন আগে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে। এ তালিকায় পাঁচজন গোলরক্ষককে রাখলেও দাভিদ দে হেয়াকে রাখেননি এনরিকে এমনটা জানিয়েছে ডেইল মেইল।

এনরিকের চোখে বিশ্বকাপের জন্য দে হেয়া সেরা না হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের কাছে অভিজ্ঞ এই গোলরক্ষকেই সেরা। ওয়েস্ট হামের বিপক্ষে গতকাল ১-০ গোলে জয়ের ম্যাচে যেসব দুর্দান্ত সেভ করেছেন তা ছিল সত্যি অবিশ্বাস্য। এ জন্য দুরন্ত পারফরম্যান্সের প্রশংসাও পাচ্ছেন তিনি। কোচ এরিক টেন হাগের মতে, সে দুর্দান্ত একজন গোলরক্ষক।

ম্যাচ শেষে দে হেয়ার অবিশ্বাস্য পারফরম্যান্স নিয়ে এরিক টেন হাগ বলেছেন, ‘দাভিদের সঙ্গে কাজ করতে পেরে খুশি। সে দুর্দান্ত একজন গোলরক্ষক। তার বয়স মাত্র ৩১ বছর। সে শারীরিকভাবে সুস্থ। সে ইতিমধ্যে ক্লাবের হয়ে মনোমুগ্ধকর পারফরম্যান্স করেছে। আশা করি এমন পারফরম্যান্স সে ভবিষ্যতেও করবে।’

মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে গতকাল ওয়েস্ট হামকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যান ইউ। তবে এই ধারাটা অব্যাহত রাখা সম্ভব হতো না পোস্টের নিচে দি হেয়া না থাকলে। কেননা ম্যাচের শেষ দিকে নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক। কুর্ট জুমার হেড আর মাইকেল অ্যান্তোনি ও ডেক্লান রিচের দুর্দান্ত শট দুটিকে অবিশ্বাস্যভাবে সেভ করেছেন তিনি। বলা যায়, তাঁর বীরত্বেই ম্যাচ জিতেছে ম্যান ইউ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত