ক্রীড়া ডেস্ক
ফ্রান্সে গত রাতটা আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। গোল উদযাপনের পর সেটা বাতিল করে দেওয়া, ফুটবলারদের লক্ষ্য করে বাজি ছোঁড়া—কম নাটকীয় তো ছিল না। এমন ঘটনার পর ফিফার কাছে নালিশ দিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে ফিফার কাছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এএফএ লিখেছে, ‘আমাদের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে মরক্কোর ম্যাচে যা হয়েছে, সেটা নিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।’
আর্জেন্টিনা-মরক্কো অলিম্পিক ফুটবল ম্যাচের ৯০ মিনিটে ২-১ গোল ব্যবধানে এগিয়ে থাকে মরক্কো। ১৫ মিনিটের যোগ করা সময়ের পর ১৬ তম মিনিটে সমতাসূচক গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্টিয়ান মেদিনা। পাঁচবারের চেষ্টায় মরক্কোর জালে বল জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার। ঘণ্টাখানেক ম্যাচ বন্ধ থাকার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোল বাতিল করা হয়। কারণ আর্জেন্টাইন ডিফেন্ডার ব্রুনো অ্যামিওন গোল তৈরির সময় অফসাইডে ছিলেন। রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই মেসি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অবিশ্বাস্য।’ অবাক হলে মানুষের চোখ যখন ছানাবড়া হয়ে যায়, সেরকম একটি ইমোজি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ব্যাকগ্রাউন্ড রেখেছেন কালো।
মেদিনার গোল নিয়ে হট্টগোল শুরু হলে তৎক্ষণাৎ ম্যাচ স্থগিত করা হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর খেলা শুরু হলে ৩ মিনিট পর রেফারি শেষ বাঁশি বাজান। বাতিল গোলের পর আর্জেন্টিনা গোল করতে না পারলে মরক্কো জেতে ২-১ গোলে। ম্যাচ শেষে আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলের কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানো ক্ষোভ ঝেরেছেন। সাংবাদিকদের আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বড় তামাশা এটা।’
ফ্রান্সের স্টেড জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে রক্ষণভাগ সামলাতে হিমশিম খায় আর্জেন্টিনা। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে বিলাল এল খান্নোসের সহায়তায় ফরোয়ার্ড সুফিয়ানে রাহিমি গোলে ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় করলে উল্টো ৫১ মিনিটে পেনাল্টি হজম করে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি দ্বিতীয় গোল করা রাহিমি। ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা ব্যবধান কমায় ৬৮ মিনিটে। হুলিয়ো সোলারের দারুণ সহায়তায় সুযোগ পেয়ে যান বদলি নামা হুলিয়ানো সিমিওনে। সোলারের অসাধারণ ক্রসটি প্রায় গোললাইন পার হয়ে যাচ্ছিল তবে জোর পায়ে বল জালে পাঠিয়ে দেন সিমিওনে। শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় আলবিসেলেস্তেরা। ২৭ জুলাই আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইরাকের বিপক্ষে।
ফ্রান্সে গত রাতটা আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। গোল উদযাপনের পর সেটা বাতিল করে দেওয়া, ফুটবলারদের লক্ষ্য করে বাজি ছোঁড়া—কম নাটকীয় তো ছিল না। এমন ঘটনার পর ফিফার কাছে নালিশ দিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিকমাধ্যমে এক বিবৃতিতে ফিফার কাছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এএফএ লিখেছে, ‘আমাদের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে মরক্কোর ম্যাচে যা হয়েছে, সেটা নিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।’
আর্জেন্টিনা-মরক্কো অলিম্পিক ফুটবল ম্যাচের ৯০ মিনিটে ২-১ গোল ব্যবধানে এগিয়ে থাকে মরক্কো। ১৫ মিনিটের যোগ করা সময়ের পর ১৬ তম মিনিটে সমতাসূচক গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্টিয়ান মেদিনা। পাঁচবারের চেষ্টায় মরক্কোর জালে বল জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার। ঘণ্টাখানেক ম্যাচ বন্ধ থাকার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোল বাতিল করা হয়। কারণ আর্জেন্টাইন ডিফেন্ডার ব্রুনো অ্যামিওন গোল তৈরির সময় অফসাইডে ছিলেন। রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই মেসি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অবিশ্বাস্য।’ অবাক হলে মানুষের চোখ যখন ছানাবড়া হয়ে যায়, সেরকম একটি ইমোজি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ব্যাকগ্রাউন্ড রেখেছেন কালো।
মেদিনার গোল নিয়ে হট্টগোল শুরু হলে তৎক্ষণাৎ ম্যাচ স্থগিত করা হয়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর খেলা শুরু হলে ৩ মিনিট পর রেফারি শেষ বাঁশি বাজান। বাতিল গোলের পর আর্জেন্টিনা গোল করতে না পারলে মরক্কো জেতে ২-১ গোলে। ম্যাচ শেষে আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলের কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানো ক্ষোভ ঝেরেছেন। সাংবাদিকদের আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বড় তামাশা এটা।’
ফ্রান্সের স্টেড জিওফ্রয়-গুইচার্ড স্টেডিয়ামে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে রক্ষণভাগ সামলাতে হিমশিম খায় আর্জেন্টিনা। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে বিলাল এল খান্নোসের সহায়তায় ফরোয়ার্ড সুফিয়ানে রাহিমি গোলে ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় করলে উল্টো ৫১ মিনিটে পেনাল্টি হজম করে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি দ্বিতীয় গোল করা রাহিমি। ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা ব্যবধান কমায় ৬৮ মিনিটে। হুলিয়ো সোলারের দারুণ সহায়তায় সুযোগ পেয়ে যান বদলি নামা হুলিয়ানো সিমিওনে। সোলারের অসাধারণ ক্রসটি প্রায় গোললাইন পার হয়ে যাচ্ছিল তবে জোর পায়ে বল জালে পাঠিয়ে দেন সিমিওনে। শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় আলবিসেলেস্তেরা। ২৭ জুলাই আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইরাকের বিপক্ষে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে