Ajker Patrika

চেলসিই কি সালাহর নতুন ঠিকানা

ক্রীড়া ডেস্ক
চেলসিই কি সালাহর নতুন ঠিকানা

ঢাকা: নতুন মৌসুম শুরু হওয়ার আগেই জমে ওঠে গুঞ্জনের বাজার। কে থাকছেন, কে যাচ্ছেন এই গুঞ্জনে দলগুলো টাকা-পয়সার অঙ্ক মেলাতে ব্যস্ত থাকে। মেসি–রোনালদোর পর এবার আলোচনায় এসেছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড এবং তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে টমাস টুখেলের চেলসি।

৩৩ ম্যাচে ২০ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে সালাহ। এই পরিসংখ্যান বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের তেমন উপকারে আসছে না। প্রিমিয়ার লিগ জয় দূরে থাক, আগামী মৌসুমে অলরেডরা চ্যাম্পিয়নস লিগ খেলতে পারে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। ২০২৩ সালে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও নবায়নের ব্যাপারে কথা বলেনি লিভারপুল। চেলসি তাই সংক্ষিপ্ত তালিকায় রেখেছে মিশরীয় ফরোয়ার্ডকে।

চেলসি কোচ টুখেল স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এক মৌসুমে ২০ গোল করা স্ট্রাইকার কটা দলে আছে বলেন। চেলসি এমন তারকা খেলোয়াড় সব সময় কেনে।’

২০১৭ থেকে লিভারপুলে খেলছেন সালাহ। অলরেডদের হয়ে গোলের সেঞ্চুরির কাছাকাছি আছেন এই ফরোয়ার্ড। ১৫৪ ম্যাচে করেছেন ৯৫টি গোল। হয়তো লিভারপুলের হয়ে ১০০টি গোল করেও ফেলবেন। কিন্তু লিভারপুলের জার্সিতে এবারই তাঁর শেষ কি না, সে গুঞ্জনও জোরাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত