ক্রীড়া ডেস্ক
চলতি বছর বদলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জীবন। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতা মেসি বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছেন প্যারিসের সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। আর রোনালদো জুভেন্টাস ছেড়ে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই বদলের প্রভাব পড়েছে দুজনের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও।
ক্লাব বদলানোর পর নতুন করে উল্লম্ফন দেখা গেছে মেসি ও রোনালদোর জার্সি বিক্রি থেকে শুরু করে ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও। তবে দুটি ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। গতকাল বুধবার পর্যন্ত এ বছর রোনালদোর অনুসারীর সংখ্যা বেড়েছে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ)। দুই নম্বরে থাকা মেসির অনুসারীর সংখ্যা বেড়েছে ৯২ মিলিয়ন (৯ কোটি ২০ লাখ)।
ইনস্টাগ্রামে মোট অনুসারীর ক্ষেত্রেও মেসির চেয়ে বেশ এগিয়ে আছেন রোনালদো। রোনালদোর অনুসারী যেখানে ৩৪৬ মিলিয়ন, সেখানে মেসির অনুসারীর সংখ্যা ২৬৭ মিলিয়ন।
তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছর তাঁর অনুসারী বেড়েছে ৭০ মিলিয়ন (৭ কোটি)। আর সব মিলিয়ে কোহলির অনুসারীর সংখ্যা এখন ১৫৫ মিলিয়ন। কোহলির পরের স্থানটি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের। চলতি বছর ২৪ মিলিয়ন (২০ কোটি ৪০ লাখ) অনুসারী বেড়েছে লেবরনের। তাঁর অনুসারীর সংখ্যা এখন ৯৮ মিলিয়ন।
মোট অনুসারীর দিক থেকে এগিয়ে থাকলেও এ বছর কোহলি ও লেবরনের চেয়ে কম অনুসারী বেড়েছে নেইমারের। পিএসজি তারকার অনুসারী বেড়েছে ১৬ মিলিয়ন (১০ কোটি ৬০ লাখ)।
চলতি বছর বদলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জীবন। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতা মেসি বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছেন প্যারিসের সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। আর রোনালদো জুভেন্টাস ছেড়ে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই বদলের প্রভাব পড়েছে দুজনের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও।
ক্লাব বদলানোর পর নতুন করে উল্লম্ফন দেখা গেছে মেসি ও রোনালদোর জার্সি বিক্রি থেকে শুরু করে ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও। তবে দুটি ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। গতকাল বুধবার পর্যন্ত এ বছর রোনালদোর অনুসারীর সংখ্যা বেড়েছে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ)। দুই নম্বরে থাকা মেসির অনুসারীর সংখ্যা বেড়েছে ৯২ মিলিয়ন (৯ কোটি ২০ লাখ)।
ইনস্টাগ্রামে মোট অনুসারীর ক্ষেত্রেও মেসির চেয়ে বেশ এগিয়ে আছেন রোনালদো। রোনালদোর অনুসারী যেখানে ৩৪৬ মিলিয়ন, সেখানে মেসির অনুসারীর সংখ্যা ২৬৭ মিলিয়ন।
তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছর তাঁর অনুসারী বেড়েছে ৭০ মিলিয়ন (৭ কোটি)। আর সব মিলিয়ে কোহলির অনুসারীর সংখ্যা এখন ১৫৫ মিলিয়ন। কোহলির পরের স্থানটি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের। চলতি বছর ২৪ মিলিয়ন (২০ কোটি ৪০ লাখ) অনুসারী বেড়েছে লেবরনের। তাঁর অনুসারীর সংখ্যা এখন ৯৮ মিলিয়ন।
মোট অনুসারীর দিক থেকে এগিয়ে থাকলেও এ বছর কোহলি ও লেবরনের চেয়ে কম অনুসারী বেড়েছে নেইমারের। পিএসজি তারকার অনুসারী বেড়েছে ১৬ মিলিয়ন (১০ কোটি ৬০ লাখ)।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথম সিরিজেই বদলে গেল নিউজিল্যান্ডের অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার খেলবেন আইপিএলে। তিনিসহ আরও যাঁরা ভারতের লিগে খেলবেন, তাঁদের সবাইকে অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
২৪ মিনিট আগেনারীদের ক্রিকেট নিষিদ্ধ করায় আফগানিস্তান পুরুষ দলের বিপক্ষে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে আফগানিস্তান ম্যাচ বয়কটের করার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আহ্বান জানিয়েছিল ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ।
২ ঘণ্টা আগে১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ—১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। চার ভেন্যুতে হয়েছে মোট ১৫ ম্যাচ। তবে পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার পর থেকেই আলোচনা শুরু, সেটি চলছিল ট্রফি দেওয়া পর্যন্ত।
৩ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামছে বার্সেলোনা ও বেনফিকা। কাতালানরা প্রথম লেগে পর্তুগাল ক্লাবটির মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল। আজ নিজেদের মাঠে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা।
৩ ঘণ্টা আগে