Ajker Patrika

রিয়াল ছাড়ছেন জিদান!

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২১, ১৭: ১৩
রিয়াল ছাড়ছেন জিদান!

ঢাকা: গুঞ্জন চলছিল, খুব শিগগির জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ পরই রিয়ালকে বিদায় বলতে যাচ্ছেন জিজু। শোনা যাচ্ছে, ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে।

চলতি মৌসুমটা জিদানের কাছে হতাশার এক মৌসুমে পরিণত হয়েছে। চোটজর্জর দলকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন! ১০ মে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় রিয়াল। গত সোমবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র। মূলত এই ড্রয়েই লা-লিগার শিরোপা জয়ের কঠিন হয়ে ওঠে রিয়ালের। আর এটিই নাকি তাঁর পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শোনা যাচ্ছে। সান মেমিস স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘সময় থাকতে থাকতে পদত্যাগ করাই আমার কাছে যুক্তিযুক্ত।’

জিদানের কোচ হয়ে আসার পরই যেন বদলাতে শুরু করে রিয়াল। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০১৬, ২০১৭, ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ আর ২০১৭ ও ২০২০ লা লিগা শিরোপা।

জিদান যে রিয়াল থেকে এবারই প্রথম পদত্যাগ করেছেন তা নয়, ২০১৮ সালেও একবার করেছিলেন। এক বছর পর ২০১৯ সালে আবারও ফিরে আসেন চেনা ঘরে। রিয়াল লা-লিগার শিরোপা জিতুক আর না জিতুক, এই মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জিদান—এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বিকল্প অবশ্য আগে থেকেই ভেবে রেখেছে রিয়াল। এ তালিকায় সবার ওপরে আছেন রাউল গঞ্জেলস। আরও আছেন ম্যাসিমিলানো অ্যালিগ্রি ও জোয়াকিম লোর মতো তারকা কোচরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত