চোখের জলে রিয়ালকে বিদায় বললেন কাসেমিরো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ২০: ৩৯
আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০: ৪১

২০১৩ সালে রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে ধারে খেলতে এসেছিলেন কাসেমিরো। মূলত বিকল্প খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হচ্ছিল তাঁকে। তবে প্রতিভা ও মেধার জোরে নিজের পথটা নিজেই তৈরি করে নিয়েছিলেন তিনি। ‘বি’ টিম থেকে দ্রুতই উঠে এলেন মূল দলে। আর আজ রিয়ালকে বিদায় জানালেন কিংবদন্তি হিসেবে। বিদায়বেলায় অশ্রুসিক্ত কাসেমিরো জানিয়েছেন, আবার রিয়ালে ফিরে আসবেন তিনি। 

রিয়ালে আসার আগে খুব একটা পরিচিত মুখ ছিলেন না কাসেমিরো। সাও পাওলোতে খেললেও ইউরোপ তখনো অনেক দূরের পথ। তবে ফুটবলে প্রতিভার বার্তা ছড়াতে সময় লাগে না। কাসেমিরোরও তাই রিয়ালের চোখে পড়তে সময় লাগেনি। তবে মাদ্রিদে তিনি এসেছিলেন ধারে খেলতে। বিদায় বেলায় মাদ্রিদে আসার অভিজ্ঞতা নিয়ে কাসেমিরো বলেছেন, ‘যখন এখানে আসি আমার স্ত্রী এবং আমি কাউকে চিনতাম না। আমরা একাকী ছিলাম এবং এখানে নিজেদের গল্পটা বুনন করেছি।’ 

কাসেমিরোর রিয়ালে আসাটা হয়েছিল ধারে। তাও ‘বি’ দলে। এমন অনিশ্চিত যাত্রার শুরুটা কেমন ছিল জানাতে গিয়ে ব্রাজিলিয়ান এই ‘মিডফিল্ড জেনারেল’ বলেন, ‘আমি এসেছিলাম রিজার্ভ খেলোয়াড় হিসেবে। প্রথম দলে সুযোগ পেতে আমাকে লড়াই করতে হয়েছিল। একাডেমিতে কাজ করার সময় এই দলের মূল্যবোধ সম্পর্কে ধারণা পেয়েছিলাম।’ 

রিয়ালের সঙ্গে ৮ বছরের সম্পর্কে ৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং ৩টি লা লিগা শিরোপা জিতেছেন কাসেমিরো। তবে এসব অর্জনের চেয়ে রিয়ালের হয়ে খেলতে পারাটাকেই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি, ‘আমি এখানে অনেক কিছু জিতেছি। তবে আমি মনে করি, এখানে সবচেয়ে বড় সম্মান হচ্ছে প্রতিদিন দলের সঙ্গে কাজ করা।’ 

রিয়ালে সুখের সংসার ফেলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কঠিন সংগ্রামের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন কাসেমিরো। এমন সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে কাসেমিরো বলেছেন, ‘আমি এখন নতুন চ্যালেঞ্জ নিতে চাচ্ছি। নতুন একটা লিগ, দেশ এবং ভিন্ন সংস্কৃতিকে জানতে চাচ্ছি।’ 

ম্যান ইউনাইটেডে কাসেমিরো ফের জুটি বাঁধবেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। যাঁর সঙ্গে মিলে এক সময় অসংখ্য সাফল্য পেয়েছিলেন তিনি। রোনালদোর সঙ্গে ফের এক ক্লাবের হয়ে খেলার অনুভূতি জানাতে গিয়ে কাসেমিরো, ‘ক্রিস্টিয়ানো (রোনালদো) আমাকে প্রতিদিন বিস্মিত করে। কারণ, সে সব সময় চাইত আমি আরও বেশি কাজ করি। সে সব সময় আরও জেতার জন্য উন্মুখ হয়ে থাকত। সে পৃথিবীর সব ফুটবলারের অনুপ্রেরণা। একজন অসামান্য খেলোয়াড়। তাঁর সঙ্গে আবার কাজ করতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের হবে। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’ 

আবারও রিয়ালে ফিরে আসতে চান জানিয়ে কাসেমিরো যোগ করে বলেন, ‘আমি কখনো ভাবিইনি এমন গল্পে যাপন করেছি। আশা করি আবার ফিরে আসব, এটা সব সময় আমার ঘর হয়ে থাকবে।’ এ সময় অর্থের জন্য ক্লাব ছাড়েননি বলেও উল্লেখ করেন কাসেমিরো, ‘যারা মনে করে আমি অর্থের জন্য ক্লাব ছাড়ছি, তারা আমাকে চেনে না। এটা অর্থের জন্য না।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত