ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ড্র করে সাফের ফাইনালে উঠেছিল নেপাল। প্রথমবার সাফের ফাইনালে ওঠা নেপালকে ৩-০ গোলে হারিয়ে সাফের অষ্টম শিরোপা জিতল ভারত। ম্যাচে একটি করে গোল করেছেন সুনীল ছেত্রী, সুরেশ ওয়াঞ্জাম ও সাহাল আবদুল সামাদ।
নিজেদের শেষ ম্যাচে এই নেপালের বিপক্ষে ড্র করেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের। ফাইনালে সেই নেপালকে কাঁদাল ইগর স্টিমাচের দল।
এর আগে সাফে সাতবার শিরোপা জেতা ভারত আজ ফাইনালে নেমেছিল ফেবারিট হিসেবেই। ম্যাচের শুরু থেকে দাপটও দেখিয়েছে তারা। তবে প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে থাকা ভারত নেপালের রক্ষণ ভাঙতে পারেনি। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছে ভারতের আক্রমণভাগ। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ভারত। ম্যাচের ডেডলক ভাঙতে এবার আর কালক্ষেপণ করেননি ছেত্রী। ৪৯ মিনিটে প্রিতম কোটালের বাড়ানো বলে জাল কাঁপান ভারতীয় অধিনায়ক। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ওয়াঞ্জাম। নেপালও ম্যাচ থেকে ছিটকে যায়।
গোল শোধে মরিয়া নেপালকে আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি ভারত। উল্টো নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন সামাদ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়েন সামাদ-ছেত্রীরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সাফের শিরোপা নিশ্চিত করল ভারত।
বাংলাদেশের বিপক্ষে ড্র করে সাফের ফাইনালে উঠেছিল নেপাল। প্রথমবার সাফের ফাইনালে ওঠা নেপালকে ৩-০ গোলে হারিয়ে সাফের অষ্টম শিরোপা জিতল ভারত। ম্যাচে একটি করে গোল করেছেন সুনীল ছেত্রী, সুরেশ ওয়াঞ্জাম ও সাহাল আবদুল সামাদ।
নিজেদের শেষ ম্যাচে এই নেপালের বিপক্ষে ড্র করেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের। ফাইনালে সেই নেপালকে কাঁদাল ইগর স্টিমাচের দল।
এর আগে সাফে সাতবার শিরোপা জেতা ভারত আজ ফাইনালে নেমেছিল ফেবারিট হিসেবেই। ম্যাচের শুরু থেকে দাপটও দেখিয়েছে তারা। তবে প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে থাকা ভারত নেপালের রক্ষণ ভাঙতে পারেনি। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছে ভারতের আক্রমণভাগ। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ভারত। ম্যাচের ডেডলক ভাঙতে এবার আর কালক্ষেপণ করেননি ছেত্রী। ৪৯ মিনিটে প্রিতম কোটালের বাড়ানো বলে জাল কাঁপান ভারতীয় অধিনায়ক। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ওয়াঞ্জাম। নেপালও ম্যাচ থেকে ছিটকে যায়।
গোল শোধে মরিয়া নেপালকে আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি ভারত। উল্টো নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন সামাদ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়েন সামাদ-ছেত্রীরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সাফের শিরোপা নিশ্চিত করল ভারত।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৩ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৪ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৬ ঘণ্টা আগে