ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিন ধরে খেলছেন আনহেল দি মারিয়া। বেনফিকার হয়ে ইউরোপ পর্ব শুরু করেন ২০০৭ সালে। পর্তুগিজ ক্লাবটির পর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), জুভেন্টাস—চারটি ভিন্ন ভিন্ন ক্লাবে খেলেছেন দি মারিয়া। পরে আবার ফেরেন বেনফিকাতেই।
বেনফিকার সঙ্গে জুনেই চুক্তি শেষ হবে দি মারিয়ার। গত সপ্তাহের বৃহস্পতিবার ইএসপিএন আর্জেন্টিনা এক প্রতিবেদন প্রকাশ করে যে দি মারিয়াকে নিতে আলোচনা করছে ইন্টার মায়ামি। মায়ামিতে খেলছেন তাঁর (মায়ামি) আর্জেন্টিনা দলের সতীর্থ লিওনেল মেসি। মেসি ছাড়াও আছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসের মতো তারকারা। তবে ক্লাব ফুটবলে আপাতত মেসি-দি মারিয়ার এক সঙ্গে খেলা সম্ভব না। প্যারাগুয়ের রেডিও মনুমেন্টাল এএম ১০৮০ কে মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো বলেন, ‘আনহেলকে (দি মারিয়া) নিয়ে স্পোর্টিং ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিগের কিছু আর্থিক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমানে এমন কোনো খেলোয়াড়কে কেনা সম্ভব মনে হচ্ছে না। বিশেষ করে এমন খেলোয়াড় যখন থাকে। সত্যি বলতে আমার কোনো ধারণা নেই (দি মারিয়ার মায়ামিতে আসার সম্ভাবনা)। আর্থিকভাবে অথবা আইনি দিক থেকে তাকে আনার মতো অবস্থা আছে বলে আমি মনে করছি না।’
দি মারিয়ার জন্য মায়ামিতে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘এটা সত্যি যে ট্রান্সফার এখন বন্ধ আছে। জুলাইয়ের মাঝামাঝি সময় শুরু হয়। সময় এলেই দেখা যাবে কী করা যায়। ইন্টার মায়ামি ট্রান্সফার মার্কেট খুলবে। উন্নতি করার সুযোগ সব সময় থাকবে।’
ক্লাব ফুটবলে এখনো পর্যন্ত দি মারিয়া খেলেছেন ৭৬৬ ম্যাচ। ১৭৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৬৭ গোলে। পাঁচটি ইউরোপীয় ক্লাবের পাশাপাশি নিজের জন্মশহর রোজারিও সেন্ট্রালের হয়ে খেলেন তিনি। রোজারিওতে খেলেছেন ৩৯ ম্যাচ।
২০২২ বিশ্বকাপ ফাইনাল জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ফাইনালে দি মারিয়া ও মেসি একটি করে গোল করেন। এর আগে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেন দি মারিয়া। তাছাড়া আর্জেন্টিনার প্রয়োজনের সময় গোল করে অনেক ম্যাচ জিতিয়েছেন দি মারিয়া।
ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিন ধরে খেলছেন আনহেল দি মারিয়া। বেনফিকার হয়ে ইউরোপ পর্ব শুরু করেন ২০০৭ সালে। পর্তুগিজ ক্লাবটির পর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), জুভেন্টাস—চারটি ভিন্ন ভিন্ন ক্লাবে খেলেছেন দি মারিয়া। পরে আবার ফেরেন বেনফিকাতেই।
বেনফিকার সঙ্গে জুনেই চুক্তি শেষ হবে দি মারিয়ার। গত সপ্তাহের বৃহস্পতিবার ইএসপিএন আর্জেন্টিনা এক প্রতিবেদন প্রকাশ করে যে দি মারিয়াকে নিতে আলোচনা করছে ইন্টার মায়ামি। মায়ামিতে খেলছেন তাঁর (মায়ামি) আর্জেন্টিনা দলের সতীর্থ লিওনেল মেসি। মেসি ছাড়াও আছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসের মতো তারকারা। তবে ক্লাব ফুটবলে আপাতত মেসি-দি মারিয়ার এক সঙ্গে খেলা সম্ভব না। প্যারাগুয়ের রেডিও মনুমেন্টাল এএম ১০৮০ কে মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো বলেন, ‘আনহেলকে (দি মারিয়া) নিয়ে স্পোর্টিং ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিগের কিছু আর্থিক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমানে এমন কোনো খেলোয়াড়কে কেনা সম্ভব মনে হচ্ছে না। বিশেষ করে এমন খেলোয়াড় যখন থাকে। সত্যি বলতে আমার কোনো ধারণা নেই (দি মারিয়ার মায়ামিতে আসার সম্ভাবনা)। আর্থিকভাবে অথবা আইনি দিক থেকে তাকে আনার মতো অবস্থা আছে বলে আমি মনে করছি না।’
দি মারিয়ার জন্য মায়ামিতে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘এটা সত্যি যে ট্রান্সফার এখন বন্ধ আছে। জুলাইয়ের মাঝামাঝি সময় শুরু হয়। সময় এলেই দেখা যাবে কী করা যায়। ইন্টার মায়ামি ট্রান্সফার মার্কেট খুলবে। উন্নতি করার সুযোগ সব সময় থাকবে।’
ক্লাব ফুটবলে এখনো পর্যন্ত দি মারিয়া খেলেছেন ৭৬৬ ম্যাচ। ১৭৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৬৭ গোলে। পাঁচটি ইউরোপীয় ক্লাবের পাশাপাশি নিজের জন্মশহর রোজারিও সেন্ট্রালের হয়ে খেলেন তিনি। রোজারিওতে খেলেছেন ৩৯ ম্যাচ।
২০২২ বিশ্বকাপ ফাইনাল জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ফাইনালে দি মারিয়া ও মেসি একটি করে গোল করেন। এর আগে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেন দি মারিয়া। তাছাড়া আর্জেন্টিনার প্রয়োজনের সময় গোল করে অনেক ম্যাচ জিতিয়েছেন দি মারিয়া।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
৯ মিনিট আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২৯ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগে