Ajker Patrika

ডাকাতের হামলায় আহত হয়ে হাসপাতালে বাজ্জো

ক্রীড়া ডেস্ক
ডাকাতের হামলায় আহত হয়ে হাসপাতালে বাজ্জো

ইতালির ফুটবল প্রেমীরা তখনো ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে খেলা দেখায় মগ্ন। এ সময় একদল ডাকাত আজ্জুরিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো বাজ্জোর বাড়িতে হামলা চালায়। 
 
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নর্দান সিটির ভিসেনজার কাছে ৫ জন দুর্বৃত্ত বাজ্জোর বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে ডাকাতেরা। ডাকাতদের হামলায় আহত বাজ্জোকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। 

বাজ্জো একাই ৫ ডাকাতের সঙ্গে লড়াই করলেও পেরে ওঠেননি। শেষ পর্যন্ত তাঁকে এবং তাঁর স্ত্রীকে বেঁধে একাধিক ঘড়ি এবং গয়না নিয়ে পালায় তারা। ডাকাতেরা চলে যাওয়ার পর কোনোভাবে নিজেকে বাঁধনমুক্ত করে পুলিশে ফোন করেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড। পুলিশ এসে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাজ্জো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
 
ইতালির প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করা বাজ্জোর জাতীয় দলের হয়ে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক হওয়ার অভিজ্ঞতা আছে। ১৯৯৪ বিশ্বকাপে পাঁচ গোল করে প্রায় একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন তিনি। আবার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান বাজ্জো। 

ক্লাব ক্যারিয়ারে বাজ্জো খেলেছেন ইতালির তিন জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানে। ১৯৮২ সালে ভিসেনজার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ৫৭ বছর বয়সী এই তারকা। অবসর নেন ২০০৪ সালে, ব্রেসিয়ারে। ইতালির জার্সিতে ১৯৮৮-২০০৪ পর্যন্ত ৫৬ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত