Ajker Patrika

ব্যালন ডি’অর জিতেও সেরা একাদশে নেই মেসি, বাদ রোনালদোও

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১: ০১
ব্যালন ডি’অর জিতেও সেরা একাদশে নেই মেসি, বাদ রোনালদোও

কদিন আগেই সবাইকে পেছনে ফেলে সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে গত বছর তেমন কিছু না জিতলেও জাতীয় দলের মেসি জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। ব্যক্তিগত নৈপুণ্যেও পিছিয়ে ছিলেন না এই আর্জেন্টাইন মহাতারকা। এর পরও বিখ্যাত ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা মেসির।

শুধু মেসিই নন, এই তালিকায় জায়গা পাননি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও। গত মৌসুমটা অবশ্য ভুলে যাওয়ার মতোই কাটিয়েছেন রোনালদো। তাঁর বাদ পড়া অনুমেয় হলেও মেসির একাদশে না থাকার নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। 

লে’কিপের প্রকাশিত একাদশে সবচেয়ে বেশি দাপট ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল)। ইপিএল থেকেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন ৭ ফুটবলার। চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল থেকে জায়গা পেয়েছেন ২ জন করে ফুটবলার। পিএসজি, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন একজন করে ফুটবলার। মেসি, রোনালদো ছাড়াও এই তালিকায় জায়গা পাননি কিলিয়ান এমবাপ্পে। 
 
লে’কিপের বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: এদোয়ার্দো মেন্ডি। 
রক্ষণভাগ: থিও হার্নান্দেজ, মার্কুইনোস, রুবেন দিয়াজ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড। 
মধ্যমাঠ: জর্জিনিও, এনগলু কান্তে, কেভিন ডি ব্রুইন, মোহামেদ সালাহ। 
আক্রমণভাগ: করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত