ক্রীড়া ডেস্ক
ক্লোয়ি কেলি ম্যানচেস্টার সিটির। সিটিতে খেলেন বলেই হয়তো জার্সি ওড়ানোর ধরনটাও ছিল অনেকটা সার্জিও আগুয়েরোর মতো। ২০১২ সালের ইতিহাদে সিটিকে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জেতানো গোলের পরা জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আগুয়েরো। আর কাল প্রথমবারের মতো ইংল্যান্ডকে ইউরো সেরা বানিয়ে ওয়েম্বলিতে ইতিহাদে আগুয়েরোর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটাই যে মনে করালেন ক্লোয়ি।
ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিট বাকি তাকতে ইংল্যান্ডকে আনন্দে ভাসান ক্লোয়ি। তবে তাঁর গোলের চেয়ে গোলের পর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটুকু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ফুটবল ইতিহাসে জার্সি খোলার অমর ছবিগুলোর অ্যালবামে জায়গা করে নিয়েছেন ক্লোয়িও। কেউ কেউ অবশ্য এই তাঁর জার্সির খোলার দৃশ্যকে নারী ফুটবলের সবচেয়ে আইকনিক মুহূর্তের মর্যাদাও দিচ্ছে।
ছেলেদের ফুটবলে গোলের পর জার্সি খুলে উদ্যাপন হরহামেশায় দেখা যায়। কিন্তু নারীদের ফুটবলে এমন দৃশ্য খুব কম দেখা যায়। সবশেষে গত বছর মিলান ডার্বিতে এমনটা দেখা গিয়েছিল। ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে দেওয়া ম্যাচে এসি মিলান অধিনায়ক ভ্যালেন্টিনা জিয়াসিন্থি গোলের পর জার্সি খুলে উদ্যাপন করেছিলেন।
এর আগে ১৯৯৯ সালে নারীদের বিশ্বকাপ ফাইনালে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আমেরিকান ফুটবলার ব্রান্ডি চাস্টেইন। ও একই বছর নারীদের সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও গোলের পর জার্সি খোলার দৃশ্য দেখা গিয়েছিল। চেলসির স্যাম কেরি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের পর জার্সি খুলে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেটির মিল আছে গতকাল ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের সঙ্গে। জার্মানির বিপক্ষে ক্লোয়িও গোলে পেয়েছিলেন অতিরিক্ত সময়েই।
ক্লোয়ি কেলি ম্যানচেস্টার সিটির। সিটিতে খেলেন বলেই হয়তো জার্সি ওড়ানোর ধরনটাও ছিল অনেকটা সার্জিও আগুয়েরোর মতো। ২০১২ সালের ইতিহাদে সিটিকে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জেতানো গোলের পরা জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আগুয়েরো। আর কাল প্রথমবারের মতো ইংল্যান্ডকে ইউরো সেরা বানিয়ে ওয়েম্বলিতে ইতিহাদে আগুয়েরোর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটাই যে মনে করালেন ক্লোয়ি।
ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিট বাকি তাকতে ইংল্যান্ডকে আনন্দে ভাসান ক্লোয়ি। তবে তাঁর গোলের চেয়ে গোলের পর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটুকু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ফুটবল ইতিহাসে জার্সি খোলার অমর ছবিগুলোর অ্যালবামে জায়গা করে নিয়েছেন ক্লোয়িও। কেউ কেউ অবশ্য এই তাঁর জার্সির খোলার দৃশ্যকে নারী ফুটবলের সবচেয়ে আইকনিক মুহূর্তের মর্যাদাও দিচ্ছে।
ছেলেদের ফুটবলে গোলের পর জার্সি খুলে উদ্যাপন হরহামেশায় দেখা যায়। কিন্তু নারীদের ফুটবলে এমন দৃশ্য খুব কম দেখা যায়। সবশেষে গত বছর মিলান ডার্বিতে এমনটা দেখা গিয়েছিল। ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে দেওয়া ম্যাচে এসি মিলান অধিনায়ক ভ্যালেন্টিনা জিয়াসিন্থি গোলের পর জার্সি খুলে উদ্যাপন করেছিলেন।
এর আগে ১৯৯৯ সালে নারীদের বিশ্বকাপ ফাইনালে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আমেরিকান ফুটবলার ব্রান্ডি চাস্টেইন। ও একই বছর নারীদের সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও গোলের পর জার্সি খোলার দৃশ্য দেখা গিয়েছিল। চেলসির স্যাম কেরি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের পর জার্সি খুলে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেটির মিল আছে গতকাল ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের সঙ্গে। জার্মানির বিপক্ষে ক্লোয়িও গোলে পেয়েছিলেন অতিরিক্ত সময়েই।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১৭ মিনিট আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৩৪ মিনিট আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
২ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৪ ঘণ্টা আগে