ক্রীড়া ডেস্ক
দারুণ ছন্দে আছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় গতরাতে ওসাসুনার বিপক্ষে বার্সার জয় ৪-০ গোলে পেয়েছে বার্সা। সর্বশেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি জাভির হার্নান্দেজের শিষ্যরা।
নিজেদের শেষ ৬ ম্যাচের ৪টিতেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বার্সা। আগের চার ম্যাচের দুটিতেই বার্সা জিতেছে ৪-০ গোলে। গতরাতে ওসাসুনার বিপক্ষেও গোলের হালি পূর্ণ করেছে ফেরান তোরেস, এমেরিক অবামেয়াংরা।
ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়েছে তারা। যার মধ্যে ৯টি শট লক্ষ্যে ছিল গোল এসেছে ৪টিতে।
ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন পাবলো গাভি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। এর ৬ মিনিট পর উসমান দেম্বেলের থ্রু থেকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। প্রথমার্ধের ২৭তম মিনিটে তৃতীয় গোল পায় বার্সা। গোলটি করেন অবামেয়াং।
ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে উঠে ওসাসুনা। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৭৫তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে অতিথিরা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন জাভির শিষ্যরা।
এ জয়ের পর ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ওসাসুনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট।
দারুণ ছন্দে আছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় গতরাতে ওসাসুনার বিপক্ষে বার্সার জয় ৪-০ গোলে পেয়েছে বার্সা। সর্বশেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি জাভির হার্নান্দেজের শিষ্যরা।
নিজেদের শেষ ৬ ম্যাচের ৪টিতেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বার্সা। আগের চার ম্যাচের দুটিতেই বার্সা জিতেছে ৪-০ গোলে। গতরাতে ওসাসুনার বিপক্ষেও গোলের হালি পূর্ণ করেছে ফেরান তোরেস, এমেরিক অবামেয়াংরা।
ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়েছে তারা। যার মধ্যে ৯টি শট লক্ষ্যে ছিল গোল এসেছে ৪টিতে।
ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন পাবলো গাভি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। এর ৬ মিনিট পর উসমান দেম্বেলের থ্রু থেকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। প্রথমার্ধের ২৭তম মিনিটে তৃতীয় গোল পায় বার্সা। গোলটি করেন অবামেয়াং।
ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে উঠে ওসাসুনা। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৭৫তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে অতিথিরা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন জাভির শিষ্যরা।
এ জয়ের পর ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ওসাসুনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে