ক্রীড়া ডেস্ক
লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার হয়তো আফসোস করছেন, তাঁর ‘শিশুতোষ’ ভুলে গতকাল অ্যানফিল্ডে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি লিভারপুল। তার পরও অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ এ ব্যাপারে তেমন একটা ভাবছেন না।
অ্যানফিল্ডে গতকাল লিভারপুল-উলভারহ্যাম্পটন ম্যাচের ২৬ মিনিটের ঘটনা। লিভারপুল গোলরক্ষক বেকার পাস দিতে গিয়েছিলেন সতীর্থকে। তবে সেই পাস চলে যায় ডি-বক্সের ভেতর থাকা বিপক্ষ দলের খেলোয়াড় গনসালো গেদেসের কাছে। উলভস এই ফরোয়ার্ড গোল করে এগিয়ে নেন দলকে। এরপর লিভারপুলের গোল ২টি করেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। নুনেজ করেন ৪৫ মিনিটে ও সালাহ করেন ৫২ মিনিটে। আর ৬৬ মিনিটে হোয়াং হি চানের গোলে ২-২ সমতা করে উলভস। শেষ পর্যন্ত ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
বেকারের ভুলের আফসোস ক্লপ করছেন ঠিকই, তবে বেকারের আগের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি। লিভারপুল কোচ বলেন, ‘বেশ দারুণ শুরু করেছি আমরা। আমরা সত্যিই দারুণ খেলেছি। গোল হওয়াটা উচিত হয়নি। তবে আমরা জানি যে অ্যালিসন এর আগেও আমাদের অনেকবার বাঁচিয়েছে।’
গতকাল লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে কোডি গাকপোর। ডাচ এই তরুণ ফুটবলারের খেলা দেখে আশাবাদী ক্লপ বলেন, ‘প্রথম ম্যাচে খেলা অত সহজ হয় না। আমরা তার থেকে সেরাটা আশা করতে পারি না। তবে সে ভবিষ্যতে দারুণ খেলবে। তার সেরাটা শিগগিরই বেরিয়ে আসবে।’
লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার হয়তো আফসোস করছেন, তাঁর ‘শিশুতোষ’ ভুলে গতকাল অ্যানফিল্ডে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি লিভারপুল। তার পরও অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ এ ব্যাপারে তেমন একটা ভাবছেন না।
অ্যানফিল্ডে গতকাল লিভারপুল-উলভারহ্যাম্পটন ম্যাচের ২৬ মিনিটের ঘটনা। লিভারপুল গোলরক্ষক বেকার পাস দিতে গিয়েছিলেন সতীর্থকে। তবে সেই পাস চলে যায় ডি-বক্সের ভেতর থাকা বিপক্ষ দলের খেলোয়াড় গনসালো গেদেসের কাছে। উলভস এই ফরোয়ার্ড গোল করে এগিয়ে নেন দলকে। এরপর লিভারপুলের গোল ২টি করেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। নুনেজ করেন ৪৫ মিনিটে ও সালাহ করেন ৫২ মিনিটে। আর ৬৬ মিনিটে হোয়াং হি চানের গোলে ২-২ সমতা করে উলভস। শেষ পর্যন্ত ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
বেকারের ভুলের আফসোস ক্লপ করছেন ঠিকই, তবে বেকারের আগের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি। লিভারপুল কোচ বলেন, ‘বেশ দারুণ শুরু করেছি আমরা। আমরা সত্যিই দারুণ খেলেছি। গোল হওয়াটা উচিত হয়নি। তবে আমরা জানি যে অ্যালিসন এর আগেও আমাদের অনেকবার বাঁচিয়েছে।’
গতকাল লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে কোডি গাকপোর। ডাচ এই তরুণ ফুটবলারের খেলা দেখে আশাবাদী ক্লপ বলেন, ‘প্রথম ম্যাচে খেলা অত সহজ হয় না। আমরা তার থেকে সেরাটা আশা করতে পারি না। তবে সে ভবিষ্যতে দারুণ খেলবে। তার সেরাটা শিগগিরই বেরিয়ে আসবে।’
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে