বার্সার দুঃসময়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন আগুয়েরো 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ০৮
Thumbnail image

রোনাল্ড কোমান বরখাস্ত হয়েছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সার্হি বারহুয়ানও পারছেন না বার্সেলোনাকে পথে ফেরাতে। গতকাল রাতে আলাভেসের সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে বার্সা। এমন ম্যাচে ক্লাবকে বিপদে ফেলে হৃদযন্ত্রের সমস্যায় ম্যাচের প্রথমার্ধেই মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে সার্জিও আগুয়েরোকে! 

বার্সার হয়ে আলাভেসের বিপক্ষে গতকাল প্রথমবারের মতো মূল একাদশে ছিলেন ৩৩ বছর বয়সী আগুয়েরো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগের ম্যাচে গোল পেয়েছিলেন, তারই পুরস্কার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন মূল একাদশে। কিন্তু সুযোগ কাজে লাগানো তো হয়ইনি, উল্টো দলকে ভয় ধরিয়ে ম্যাচের ৪১ মিনিটে বুকের ব্যথায় ছেড়েছেন মাঠ। আগের মিনিটে মাঠের মধ্যে বুক চেপে ধরতে দেখে তাঁকে মাঠেই দ্রুত চিকিৎসা দেওয়া শুরু করেন চিকিৎসকেরা।  

প্রাথমিক চিকিৎসা শেষে হেঁটেই মাঠ ছেড়েছেন আগুয়েরো। টেলিভিশন পর্দায় দেখে বোঝা যাচ্ছিল বেশ যন্ত্রণায় আছেন। চোখে ছিল পানি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এক বিবৃতি দিয়ে বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ বুকের ব্যথায় অস্বস্তি বোধ হওয়ায় সার্জিও আগুয়েরোকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তাঁর পরীক্ষা হয়েছে।’ আগুয়েরোর সর্বশেষ অবস্থা সম্পর্কে অবশ্য বিস্তারিত আর কিছু জানায়নি বার্সা। 

এর পরও বার্সার বিপদ শেষ হয়নি। ৪৯ মিনিটে মেম্ফিস ডেপাইয়ের গোলে এগিয়ে গেলেও ৫২ মিনিটে সেই গোল শোধ করেন আলাভেস ফরোয়ার্ড লুইস রিয়োজা। সমতায় থাকা ম্যাচে দলের বিপদ বড় করে কাফ ইনজুরিতে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। সার্জি রবের্তো, উসমানে ডেম্বেলে, পেদ্রি, ফ্র্যাংকি ডি ইয়ং, আনসু ফাতি ও মার্টিন ব্র্যাথওয়েটের সঙ্গে পিকের চোট যোগ হওয়ায় বার্সা এখন যেন এক হাসপাতাল! পরের ম্যাচে কাদের নিয়ে দল সাজাবেন, সেই উত্তর খুঁজতে এখন বিপদেই পড়ার দশা আপৎকালীন কোচ  সার্হি বারহুয়ানের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত