নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি। শুরুর ম্যাচেই পাকিস্তানের সঙ্গে ড্র। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। কিন্তু ড্র করে শেষ চারের জটিল সমীকরণের সামনে তাঁরা।
গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারে যেতে হলে নিদেনপক্ষে আটকাতে হবে ভারতকে; জিততে দেওয়া যাবে না।
২০১০ সালে প্রবর্তিত মেয়েদের দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে একক আধিপত্য ভারতের। টানা পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে সবশেষ নেপালে হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বাইরে মেয়েদের এই টুর্নামেন্ট বিজয়ী একমাত্র দল বাংলাদেশই। সেই হিসাবে দুই চ্যাম্পিয়নের লড়াইটা জমজমাট হওয়ার কথা। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স সেই আভাস দেয় না। দুই বছর আগে সাফে বাংলাদেশের যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বড় একটা অংশই নেই এবারের সাফে। তাঁদের জায়গায় এসেছেন নতুনেরা; যে কারণে কেউ কেউ নতুন বাংলাদেশও বলছেন এবারের দলটিকে।
যে পাকিস্তানকে ভারত ৫-২ গোলে হারিয়েছে, সেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টেনেটুনে ড্র করে বাংলাদেশ। তাই জয় নয়, ভারতের বিপক্ষে কোনোক্রমে ড্র করলেই রক্ষা সাবিনাদের। শেষ চারে যেতে এই ড্রটাই দরকার দলের। তবে ভারতের কাছে হেরে গেলেও সেটা যদি হয় ন্যূনতম ব্যবধানে, তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে সাবিনাদের।
বাংলাদেশে দলের ডিফেন্ডার কোহাতি কিসকু অবশ্য জয়ের কথাই বললেন। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘চেষ্টা থাকবে ভালো খেলার। জয়ের জন্যই খেলব আমরা।’
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ১৩৯। শুধু র্যাঙ্কিংয়েই নয়, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
জয়ের সংখ্যাটা ১ থেকে ২ করতে পারবে বাংলাদেশ? নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।
টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি। শুরুর ম্যাচেই পাকিস্তানের সঙ্গে ড্র। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। কিন্তু ড্র করে শেষ চারের জটিল সমীকরণের সামনে তাঁরা।
গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারে যেতে হলে নিদেনপক্ষে আটকাতে হবে ভারতকে; জিততে দেওয়া যাবে না।
২০১০ সালে প্রবর্তিত মেয়েদের দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে একক আধিপত্য ভারতের। টানা পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে সবশেষ নেপালে হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বাইরে মেয়েদের এই টুর্নামেন্ট বিজয়ী একমাত্র দল বাংলাদেশই। সেই হিসাবে দুই চ্যাম্পিয়নের লড়াইটা জমজমাট হওয়ার কথা। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স সেই আভাস দেয় না। দুই বছর আগে সাফে বাংলাদেশের যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বড় একটা অংশই নেই এবারের সাফে। তাঁদের জায়গায় এসেছেন নতুনেরা; যে কারণে কেউ কেউ নতুন বাংলাদেশও বলছেন এবারের দলটিকে।
যে পাকিস্তানকে ভারত ৫-২ গোলে হারিয়েছে, সেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টেনেটুনে ড্র করে বাংলাদেশ। তাই জয় নয়, ভারতের বিপক্ষে কোনোক্রমে ড্র করলেই রক্ষা সাবিনাদের। শেষ চারে যেতে এই ড্রটাই দরকার দলের। তবে ভারতের কাছে হেরে গেলেও সেটা যদি হয় ন্যূনতম ব্যবধানে, তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে সাবিনাদের।
বাংলাদেশে দলের ডিফেন্ডার কোহাতি কিসকু অবশ্য জয়ের কথাই বললেন। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘চেষ্টা থাকবে ভালো খেলার। জয়ের জন্যই খেলব আমরা।’
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ১৩৯। শুধু র্যাঙ্কিংয়েই নয়, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
জয়ের সংখ্যাটা ১ থেকে ২ করতে পারবে বাংলাদেশ? নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩ ঘণ্টা আগে