Ajker Patrika

ভারতবাধা পেরিয়ে সেমিতে যেতে পারবে কি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৪: ১৮
ভারতবাধা পেরিয়ে সেমিতে যেতে পারবে কি বাংলাদেশ

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি। শুরুর ম্যাচেই পাকিস্তানের সঙ্গে ড্র। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। কিন্তু ড্র করে শেষ চারের জটিল সমীকরণের সামনে তাঁরা।

গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারে যেতে হলে নিদেনপক্ষে আটকাতে হবে ভারতকে; জিততে দেওয়া যাবে না।

২০১০ সালে প্রবর্তিত মেয়েদের দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে একক আধিপত্য ভারতের। টানা পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে সবশেষ নেপালে হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বাইরে মেয়েদের এই টুর্নামেন্ট বিজয়ী একমাত্র দল বাংলাদেশই। সেই হিসাবে দুই চ্যাম্পিয়নের লড়াইটা জমজমাট হওয়ার কথা। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স সেই আভাস দেয় না। দুই বছর আগে সাফে বাংলাদেশের যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বড় একটা অংশই নেই এবারের সাফে। তাঁদের জায়গায় এসেছেন নতুনেরা; যে কারণে কেউ কেউ নতুন বাংলাদেশও বলছেন এবারের দলটিকে।

যে পাকিস্তানকে ভারত ৫-২ গোলে হারিয়েছে, সেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টেনেটুনে ড্র করে বাংলাদেশ। তাই জয় নয়, ভারতের বিপক্ষে কোনোক্রমে ড্র করলেই রক্ষা সাবিনাদের। শেষ চারে যেতে এই ড্রটাই দরকার দলের। তবে ভারতের কাছে হেরে গেলেও সেটা যদি হয় ন্যূনতম ব্যবধানে, তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে সাবিনাদের।

বাংলাদেশে দলের ডিফেন্ডার কোহাতি কিসকু অবশ্য জয়ের কথাই বললেন। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘চেষ্টা থাকবে ভালো খেলার। জয়ের জন্যই খেলব আমরা।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ১৩৯। শুধু র‍্যাঙ্কিংয়েই নয়, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।

জয়ের সংখ্যাটা ১ থেকে ২ করতে পারবে বাংলাদেশ? নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত