ভিয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: ডেভিড ভিয়া ও লুইস সুয়ারেজ কি তবে এক বিন্দুতে মিলে যাবেন? উত্তর জানতে কেবল একটি ম্যাচের অপেক্ষা! ২০১৩ সালে স্প্যানিশ স্ট্রাইকার ভিয়া বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে এসেই জিতেছিলেন শিরোপা। লা লিগায় সেই একই গল্প এবার লেখার সুযোগ সুয়ারেজের সামনে। নিজেদের শেষ ম্যাচে জিতলেই লিগ শিরোপা ঘরে তুলবে আতলেতিকো। ড্র করলেও অবশ্য সম্ভাবনা থাকবে, তবে তাকিয়ে থাকতে হবে রিয়াল মাদ্রিদের দিকে।

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত সুয়ারেজ ছিলেন বার্সেলোনায়। ন্যূ ক্যাম্প ছেড়ে আতলেতিকোতে যোগ দিয়েই এখন দলকে শিরোপার কাছাকাছি নিয়ে গেছেন তিনি। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা আতলেতিকো এখন এগিয়ে শিরোপার দৌড়ে। কাল রাতেই শিরোপার মীমাংসা হয়ে যেতো, যদি পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়ালকে হারাতে পারত আতলেতিকো বিলবাও। তবু নিজেদের ম্যাচে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয়ে এখন শিরোপার খুব কাছে আতলেতিকো।

কাল রাতে আতলেতিকোর হয়ে জয়সূচক গোলটা এসেছে সুয়ারেজের পা থেকেই। তবে ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ওসাসুনাই। অন্তে বুদিমির গোলে ম্যাচের ৭৫ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। সাত মিনিট পরেই দারুণ এক শটে বল জালে জড়ান রেনান লোদি। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে জয়সূচক গোল করেন সুয়ারেজ।

আতলেতিকো-ওসাসুনা ম্যাচের হাইলাইটস যেন বার্সা-সেল্টা লড়াই। ওসাসুনার মতো আগে গোল করেও হেরেছে বার্সেলোনা। ২৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। ১০ মিনিট পরের সমতায় ফিরে সেল্টা। ম্যাচের অন্তিমলগ্নে নিজের দ্বিতীয় গোল করে শিরোপার দৌড় থেকে বার্সেলোনাকে ছিটকে দেন সান্তি মিনা।

কাল রাতে লিগের শিরোপা নির্ধারণ না হলেও একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, শিরোপার সম্ভাবনা শেষ লিওনেল মেসির বার্সেলোনার। লিগের শেষ সপ্তাহে চোখ থাকবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল-আতলেতিকোর দিকে। যেখানে রিয়ালের চেয়ে আতলেতিকোর জন্য কাজটা তুলনামূলক সহজ। আর সেই সহজ কাজটা করতে পারলেই ছয় বছর আগের ঘটনার পুনরাবৃত্তি দেখবে লা লিগা। ২০১৪-তে শেষবারের মতো লা লিগা শিরোপা জিতেছিল আতলেতিকো । এবার সুয়ারেজ আরেকটি শিরোপা এনে দিতে পারবেন কিনা সেটিই এখন দেখার অপেক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত