Ajker Patrika

চেলসির সার্কাসের ‘বলি’ জিয়েশ

ক্রীড়া ডেস্ক
চেলসির সার্কাসের ‘বলি’ জিয়েশ

শীতকালীন দলবদলে একের পর এক ফুটবলার কিনে চমক দেখিয়েছে চেলসি। গতকাল শেষ দিনে ক্লাবটি আরো বড় চমক দিয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৪০০ কোটি টাকায় সর্বোচ্চ দামে এনজো ফার্নান্দেজকে কিনেছে।

ফুটবলার কেনার ব্যস্ততায় হয়তো হাকিম জিয়েশের কথা ভুলেই গিয়েছিল চেলসি। তা না হলে মরোক্কান ফরোয়ার্ডকে নিয়ে এমন নাটক হতো না। জিয়েখকে পিএসজিতে ধারে পাঠানোর কথা ছিল চেলসির। সবকিছু ঠিক ঠিক হচ্ছিল বলেই ফরাসির ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষাও দিতে গিয়েছিলেন এই ফুটবলার। কিন্তু পশ্চিম লন্ডনের ক্লাবটির ভুলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা আর দেওয়া হয়নি। 

দলবদলের শেষ সময়ের আগ পর্যন্ত পিএসজির কাছে সঠিক কাগজপত্র জমা দিতে না পারায় জাতীয় দলের সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে খেলা হচ্ছে না জিয়েখের। তবে কাগজ যে পাঠায়নি এমনটা নয়। তিনবার কাগজ পাঠিয়েছিল লিগ ১ চ্যাম্পিয়নদের কাছে। কিন্তু প্রতিবারই ভুল পাঠিয়েছে চেলসি। তাদের এমন কাণ্ডকে স্পোর্টস ওয়েবসাইট দ্য আথলেটিক ‘প্রথম শ্রেণির সার্কাস’ বলে জানিয়েছে। 

এমন কাণ্ডে শুধু জিয়েশই নয় পিএসজিও ধাক্কা খেয়েছে। দলটির মিডফিল্ডার পাবলো সারাবিয়ার জায়গা মরোক্কান তারকাকে খেলানোর কথা ভাবছিলেন ফরাসি ক্লাব। কিন্তু চেলসির ভুলে বিপদে পড়েছে তারা। তবে এখনো আশা ছাড়ছে না তারা। 

জিয়েশকে পেতে ফরাসির ফুটবল কর্তৃপক্ষ লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) আপিল করবে বলে জানিয়েছে পিএসজি। তবে অতীত অভিজ্ঞতা জানাচ্ছে এতে কোনো কাজ হবে না। কেননা এর আগেও এমন ঘটনায় ছাড় দেয়নি এলএফপি। তাই জিয়েশ ও পিএসজিকে নতুন দলবদলের প্রহর গুনতে হবে। 

চেলসির হয়ে সময়টা ভালো কাটছে না জিয়েশের। তাই নিজেও চেয়েছিলেন পিএসজিতে ধারে যেতে। গত মার্চ মাস থেকেই গোল পান না তিনি। ক্লাবের হয়ে ভালো না খেললেও বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। 

বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করার পরও জিয়েশের ভাগ্যে বদল আসেনি। ক্লাবের হয়ে গোল না পাওয়ায় এ মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত