নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেফারির ‘প্রশ্নবিদ্ধ’ এক সিদ্ধান্ত। তাতেই ভাঙল ১৬ বছর পর সাফের ফাইনাল খেলার স্বপ্ন। ৯ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যাওয়ার পরও নেপালের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে হৃদয় ভাঙার দায়টা উজবেক রেফারি রিসকুলায়েভ আখরোলের কাঁধেই চাপালেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন।
মালেতে গতকাল বাংলাদেশ-নেপাল ম্যাচের ৮৬ মিনিটের খেলা চলছিল তখন। তাজ তামাংয়ের ক্রসে হেড নিতে লাফিয়ে উঠেছিলেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। বাংলাদেশের সাদ উদ্দিন ও বিশ্বনাথ ঘোষের মাঝখান থেকে হেড নিতে গিয়ে বিস্তা পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান উজবেক রেফারি। ঠিক কিসের ভিত্তিতে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন তিনি সেটা পরিষ্কার ছিল না। টিভি রিপ্লেতে দেখা গেছে, হেডে লাফানোর সময় নিয়ন্ত্রণ ছিল না অঞ্জন বিস্তার। এমনকি বল লাগেনি হাতেও। বাজে রেফারিংয়ের প্রতিবাদ করে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বললেন, ‘রেফারি আমাদের প্রতি অবিচার করেছে। সে সঠিক সিদ্ধান্ত দেয়নি। এর আগে ভারত ম্যাচেও রেফারির সিদ্ধান্ত ঠিক ছিল না। আজও (গতকাল) সেটাই হলো।’
ভারত ম্যাচে ডি-বক্সের বাইরে লিস্টন কোলাকোকে ফাউল করায় লাল কার্ড দেখেছিলেন বিশ্বনাথ ঘোষ। অস্কারের দাবি ছিল, সেটা লাল কার্ড দেখার মতো ফাউল ছিল না। গতকাল ম্যাচের ৭৯ মিনিটে রাকিব হোসেনের এক ভুল পাসে ডি-বক্সের বাইরে হঠাৎ বল পেয়ে যান নায়ুগ শ্রেষ্ঠা। বিপদ বুঝতে পেরে বক্সের বাইরে এসে হ্যান্ডবল করে বল থ্রো-লাইনের বাইরে পাঠান বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বক্সের বাইরে এসে ফাউল করার দায়ে জিকোকে লাল কার্ড দেখান উজবেক রেফারি। জিকো লাল কার্ড দেখার মতো কোনো অপরাধ করেননি বলেও কাল দাবি করলেন অস্কার ব্রুজোন,
রেফারি আমাদের প্রতি অবিচার করেছে। সে সঠিক সিদ্ধান্ত দেয়নি। এর আগে ভারত ম্যাচেও রেফারির সিদ্ধান্ত ঠিক ছিল না।
অস্কার ব্রুজোন কোচ, বাংলাদেশ
‘বল আগে জিকোর পায়ে লেগেছে, পরে হাতে। এটা লাল কার্ড দেখার মতো অপরাধ ছিল না। আর পেনাল্টি ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এর বেশি কথা বললে আমি এক বছরের নিষেধাজ্ঞা পেতে পারি।’
রেফারিং নিয়ে বাজে অভিজ্ঞতার শিকার হওয়া অস্কার ব্রুজোনের জন্য নতুন কিছু নয়। গত আগস্টে বসুন্ধরা কিংসের হয়ে এই মালদ্বীপেই এএফসি কাপে সরব হতে হয়েছিল তাঁকে। বসুন্ধরা কিংসের ম্যাচটার সঙ্গে গতকালের ম্যাচটার মিলও প্রায় একই রকম। আঞ্চলিক সেমিফাইনাল খেলতে হলে সেই ম্যাচে জিততেই হতো বসুন্ধরাকে। প্রথমে এগিয়ে থেকেও রেফারির ‘বিতর্কিত’ সিদ্ধান্তে সুশান্ত ত্রিপুরার লাল কার্ডে শেষ পর্যন্ত ড্রয়ে পরের রাউন্ডে যাওয়া হয়নি বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের। কালও হলো তাই। সুমন রেজার গোলে এগিয়ে থেকেও জিকোর লাল কার্ড আর উজবেক রেফারির সিদ্ধান্তে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। দুই বিষয়টিকেই কাল চক্রান্ত বললেন বাংলাদেশ কোচ, ‘বাংলাদেশর ক্লাব বসুন্ধরা কিংস যেন ওপরে উঠতে না পারে সে জন্য এই সিদ্ধান্ত। জাতীয় দলের ক্ষেত্রেও তাই হলো।’
জাতীয় দলের খেলা দেখতে এসে এভাবে হৃদয় ভাঙার গল্পে কাল মাঠেই কাঁদতে দেখা গেছে দর্শকদের। আবেগের বাঁধ ভেঙেছে বাংলাদেশের ফুটবলারদের। মাঠেই কেঁদেছেন তপু বর্মণ-রাকিব হোসেনরা। ড্রেসিংরুমে গিয়েও সতীর্থদের সান্ত্বনা দেওয়ার শক্তিটা যেন ছিল না কারোরই। টিম স্টাফ মহসীনের মাঠে কান্নার ছবি ছুঁয়ে গেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনেও।
রেফারির ‘প্রশ্নবিদ্ধ’ এক সিদ্ধান্ত। তাতেই ভাঙল ১৬ বছর পর সাফের ফাইনাল খেলার স্বপ্ন। ৯ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যাওয়ার পরও নেপালের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে হৃদয় ভাঙার দায়টা উজবেক রেফারি রিসকুলায়েভ আখরোলের কাঁধেই চাপালেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজোন।
মালেতে গতকাল বাংলাদেশ-নেপাল ম্যাচের ৮৬ মিনিটের খেলা চলছিল তখন। তাজ তামাংয়ের ক্রসে হেড নিতে লাফিয়ে উঠেছিলেন নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। বাংলাদেশের সাদ উদ্দিন ও বিশ্বনাথ ঘোষের মাঝখান থেকে হেড নিতে গিয়ে বিস্তা পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান উজবেক রেফারি। ঠিক কিসের ভিত্তিতে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন তিনি সেটা পরিষ্কার ছিল না। টিভি রিপ্লেতে দেখা গেছে, হেডে লাফানোর সময় নিয়ন্ত্রণ ছিল না অঞ্জন বিস্তার। এমনকি বল লাগেনি হাতেও। বাজে রেফারিংয়ের প্রতিবাদ করে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বললেন, ‘রেফারি আমাদের প্রতি অবিচার করেছে। সে সঠিক সিদ্ধান্ত দেয়নি। এর আগে ভারত ম্যাচেও রেফারির সিদ্ধান্ত ঠিক ছিল না। আজও (গতকাল) সেটাই হলো।’
ভারত ম্যাচে ডি-বক্সের বাইরে লিস্টন কোলাকোকে ফাউল করায় লাল কার্ড দেখেছিলেন বিশ্বনাথ ঘোষ। অস্কারের দাবি ছিল, সেটা লাল কার্ড দেখার মতো ফাউল ছিল না। গতকাল ম্যাচের ৭৯ মিনিটে রাকিব হোসেনের এক ভুল পাসে ডি-বক্সের বাইরে হঠাৎ বল পেয়ে যান নায়ুগ শ্রেষ্ঠা। বিপদ বুঝতে পেরে বক্সের বাইরে এসে হ্যান্ডবল করে বল থ্রো-লাইনের বাইরে পাঠান বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বক্সের বাইরে এসে ফাউল করার দায়ে জিকোকে লাল কার্ড দেখান উজবেক রেফারি। জিকো লাল কার্ড দেখার মতো কোনো অপরাধ করেননি বলেও কাল দাবি করলেন অস্কার ব্রুজোন,
রেফারি আমাদের প্রতি অবিচার করেছে। সে সঠিক সিদ্ধান্ত দেয়নি। এর আগে ভারত ম্যাচেও রেফারির সিদ্ধান্ত ঠিক ছিল না।
অস্কার ব্রুজোন কোচ, বাংলাদেশ
‘বল আগে জিকোর পায়ে লেগেছে, পরে হাতে। এটা লাল কার্ড দেখার মতো অপরাধ ছিল না। আর পেনাল্টি ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এর বেশি কথা বললে আমি এক বছরের নিষেধাজ্ঞা পেতে পারি।’
রেফারিং নিয়ে বাজে অভিজ্ঞতার শিকার হওয়া অস্কার ব্রুজোনের জন্য নতুন কিছু নয়। গত আগস্টে বসুন্ধরা কিংসের হয়ে এই মালদ্বীপেই এএফসি কাপে সরব হতে হয়েছিল তাঁকে। বসুন্ধরা কিংসের ম্যাচটার সঙ্গে গতকালের ম্যাচটার মিলও প্রায় একই রকম। আঞ্চলিক সেমিফাইনাল খেলতে হলে সেই ম্যাচে জিততেই হতো বসুন্ধরাকে। প্রথমে এগিয়ে থেকেও রেফারির ‘বিতর্কিত’ সিদ্ধান্তে সুশান্ত ত্রিপুরার লাল কার্ডে শেষ পর্যন্ত ড্রয়ে পরের রাউন্ডে যাওয়া হয়নি বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের। কালও হলো তাই। সুমন রেজার গোলে এগিয়ে থেকেও জিকোর লাল কার্ড আর উজবেক রেফারির সিদ্ধান্তে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। দুই বিষয়টিকেই কাল চক্রান্ত বললেন বাংলাদেশ কোচ, ‘বাংলাদেশর ক্লাব বসুন্ধরা কিংস যেন ওপরে উঠতে না পারে সে জন্য এই সিদ্ধান্ত। জাতীয় দলের ক্ষেত্রেও তাই হলো।’
জাতীয় দলের খেলা দেখতে এসে এভাবে হৃদয় ভাঙার গল্পে কাল মাঠেই কাঁদতে দেখা গেছে দর্শকদের। আবেগের বাঁধ ভেঙেছে বাংলাদেশের ফুটবলারদের। মাঠেই কেঁদেছেন তপু বর্মণ-রাকিব হোসেনরা। ড্রেসিংরুমে গিয়েও সতীর্থদের সান্ত্বনা দেওয়ার শক্তিটা যেন ছিল না কারোরই। টিম স্টাফ মহসীনের মাঠে কান্নার ছবি ছুঁয়ে গেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনেও।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
১ মিনিট আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২২ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগে