ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল নায়ক হওয়ার সুযোগ ছিল ম্যানুয়েল নয়্যারের। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে বুঝতেই দিচ্ছিলেন না তাঁর ৩৮ বছর বয়সকে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ভুল করে খলনায়ক বনে গেছেন তিনি।
অথচ, বায়ার্নের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন নয়্যার। দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নিশ্চিত দুটি গোল অবিশ্বাস্যভাবে সেভ করে বায়ার্নকে ফাইনালের পথেই নিয়ে যাচ্ছিলেন তিনি। এ দুটি সেভের বাইরে ম্যাচে রিয়ালের আরও কিছু দুর্দান্ত আক্রমণও নসাৎ করেছেন তিনি।
বদলি নামা আলফানসো ডেভিসের করা গোলে এগিয়ে থেকে বায়ার্ন যখন ম্যাচ শেষের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই শিশুতোষ এক ভুল করে বসলেন নয়ার। ৮৮ মিনিটে করা তাঁর ভুলে সুযোগ পেয়েই কাজে লাগিয়ে রিয়ালের নায়ক বনে গেলেন হোসেলু। ভিনিসুয়ুসের শট বুকে নিতে গিয়ে হঠাৎ করে একটু ওপরে উঠে গেলে পাশে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড দ্রুতই নয়্যারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৩ মিনিট পর যোগ করা সময়ে গোল করে বায়ার্নের কাছ থেকে ম্যাচটাই ছিনিয়ে নিলেন সুপার সাব হোসেলু। হোসেলুর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতে ওয়েম্বলির ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনাল নিশ্চিত হওয়ায় ১৫ তম চ্যাম্পিয়নস লিগ জয়ের অপেক্ষায় এখন তারা। লন্ডনের ওয়েম্বলির ১ জুনের ফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ জার্মানির আরেক পরাশক্তি বরুসিয়া ডর্টমুন্ড।
আরেকটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি পাওয়ার সুযোগ পেয়ে যখন উচ্ছ্বসিত রিয়ালের খেলোয়াড়েরা তখন নিজের ভুলের ব্যাখ্যায় ভাষা হারিয়ে ফেলেছেন নয়্যার। ম্যাচ শেষে বায়ার্ন গোলরক্ষক বলেছেন, ‘এই মুহূর্তে আমার অনুভূতি এখন কেমন যারা ফুটবল খেলেছে তারা জানে। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। এটা (ভুলটা) এক তিক্ত অভিজ্ঞতা। আমরা লন্ডনে এক ধাপ এগিয়ে যাব, নিজেদের ফাইনালে দেখছি, কিন্তু এখন আমি ভাষা হারিয়ে ফেলছি।’
নয়্যারের ভুলটা যে অপ্রত্যাশিত তা মানছেন বায়ার্ন কোচ টমাস টুখেলও। তাই শিষ্যের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘মানু অবিশ্বাস্য ভালো করছিল। কিন্তু এরপরেই এমন একটি ভুল করল যা সে ১০০ বছরেও করত না।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল নায়ক হওয়ার সুযোগ ছিল ম্যানুয়েল নয়্যারের। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে বুঝতেই দিচ্ছিলেন না তাঁর ৩৮ বছর বয়সকে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ভুল করে খলনায়ক বনে গেছেন তিনি।
অথচ, বায়ার্নের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন নয়্যার। দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নিশ্চিত দুটি গোল অবিশ্বাস্যভাবে সেভ করে বায়ার্নকে ফাইনালের পথেই নিয়ে যাচ্ছিলেন তিনি। এ দুটি সেভের বাইরে ম্যাচে রিয়ালের আরও কিছু দুর্দান্ত আক্রমণও নসাৎ করেছেন তিনি।
বদলি নামা আলফানসো ডেভিসের করা গোলে এগিয়ে থেকে বায়ার্ন যখন ম্যাচ শেষের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই শিশুতোষ এক ভুল করে বসলেন নয়ার। ৮৮ মিনিটে করা তাঁর ভুলে সুযোগ পেয়েই কাজে লাগিয়ে রিয়ালের নায়ক বনে গেলেন হোসেলু। ভিনিসুয়ুসের শট বুকে নিতে গিয়ে হঠাৎ করে একটু ওপরে উঠে গেলে পাশে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড দ্রুতই নয়্যারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৩ মিনিট পর যোগ করা সময়ে গোল করে বায়ার্নের কাছ থেকে ম্যাচটাই ছিনিয়ে নিলেন সুপার সাব হোসেলু। হোসেলুর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতে ওয়েম্বলির ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনাল নিশ্চিত হওয়ায় ১৫ তম চ্যাম্পিয়নস লিগ জয়ের অপেক্ষায় এখন তারা। লন্ডনের ওয়েম্বলির ১ জুনের ফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ জার্মানির আরেক পরাশক্তি বরুসিয়া ডর্টমুন্ড।
আরেকটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি পাওয়ার সুযোগ পেয়ে যখন উচ্ছ্বসিত রিয়ালের খেলোয়াড়েরা তখন নিজের ভুলের ব্যাখ্যায় ভাষা হারিয়ে ফেলেছেন নয়্যার। ম্যাচ শেষে বায়ার্ন গোলরক্ষক বলেছেন, ‘এই মুহূর্তে আমার অনুভূতি এখন কেমন যারা ফুটবল খেলেছে তারা জানে। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। এটা (ভুলটা) এক তিক্ত অভিজ্ঞতা। আমরা লন্ডনে এক ধাপ এগিয়ে যাব, নিজেদের ফাইনালে দেখছি, কিন্তু এখন আমি ভাষা হারিয়ে ফেলছি।’
নয়্যারের ভুলটা যে অপ্রত্যাশিত তা মানছেন বায়ার্ন কোচ টমাস টুখেলও। তাই শিষ্যের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘মানু অবিশ্বাস্য ভালো করছিল। কিন্তু এরপরেই এমন একটি ভুল করল যা সে ১০০ বছরেও করত না।’
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
১ ঘণ্টা আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৩ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৩ ঘণ্টা আগে