Ajker Patrika

লুসাইলে আক্ষেপ ঘোচাতে পেরে খুশি ফরাসিরা

ক্রীড়া ডেস্ক    
রিয়ালের তিন ফরাসি তারকা এমবাপ্পে, চুয়ামেনি ও কামাভিঙ্গা। ছবি: এএফপি
রিয়ালের তিন ফরাসি তারকা এমবাপ্পে, চুয়ামেনি ও কামাভিঙ্গা। ছবি: এএফপি

কিলিয়ান এমবাপ্পের জন্য অন্যরকম রাত। কার্লো আনচেলত্তির জন্য নয় কী! কোচিং ক্যারিয়ারে কত শিরোপাই তো জিতেছেন। তবে এবারেরটি হয়তো একটু ব্যতিক্রম হয়েই থাকবে। রিয়াল মাদ্রিদের ১২২ বছরের ইতিহাসে তিনিই যে এখন সবচেয়ে বেশি ১৫ শিরোপা জয়ী কোচ!

১৮ ডিসেম্বর, ২০২২। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে কী করেননি এমবাপ্পে? মূল ম্যাচে তাঁর হ্যাটট্রিকে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানেও করলেন গোল। কিন্তু সেই রাতটি হয়ে থাকল লিওনেল মেসির আর্জেন্টিনার। ৩৬ বছর পর সোনালি শিরোপা হাতে লুসাইল রাঙল আকাশী-নীলে।

ঠিক দুই বছর পর একই ভেন্যুতে একটু হলেও আক্ষেপ ঘুচেছে এমবাপ্পের। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল। ফাইনালে ৩৭ মিনিটে লস ব্লাঙ্কোসদের প্রথম গোলটিও করেছেন ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট। নাটকীয়ভাবে রদ্রির কাছে হেরে ব্যালন ডি’অর হাতে না উঠলেও প্রথমবার ফিফা দ্য বেস্ট জেতার পর খেলতে নেমেই গোল ও অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

আন্তঃমহাদেশীয় এই কাপ জিতে আক্ষেপমুক্ত হয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনিও। এমবাপ্পের মতোন তাঁরও যে মন ভেঙেছিল দুই বছর আগে। এবার সেখানেই শিরোপা জিতে রিয়াল তারকার কথা, ‘বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিলাম এই মাঠে। এখন আমরা এখানে নতুন শিরোপা জিতলাম। এই শিরোপা ঘরে ফেরাতে পেরে আমরা খুশি।’

তবে সবচেয়ে খুশি রিয়ালে দুই মেয়াদে (২০১৩-১৫ ও ২০২১-) দায়িত্ব পালন করা ‘ডন’ আনচেলত্তিই। মিগুয়েল মুনোজকে (১৪) ছাড়িয়ে এখন তিনিই যে সান্তিয়াগো বার্নাব্যুর বেশি শিরোপা জয়ী কোচ। সঙ্গে বছর শেষের আগে আরেকটি শিরোপা জয়ের পর ইতালিয়ান কোচ বলেছেন, ‘এটা চমৎকার এক বছর। আমাদের বেশ কিছু সমস্যা ছিল এবং সেসব নিয়েই এগোতে হলো। তার মধ্যে আছে কোর্তোয়অ, মিলিতাও কারভাহালের চোট। দারুণভাবে বছরটি শেষ করলাম। ২০২৫ সালেও ভালো করার জন্য এটা আমাদের আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে।’

রিয়ালে আসার প্রথম মৌসুমে দুই শিরোপা—উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। এমবাপ্পেও আছেন সাম্প্রতিক খারাপ সময় কাটিয়ে পুরোনো ফর্মে ফেরার চেষ্টায়। লুসাইলে এবার হতাশ হতে না হওয়ায় বেশ খুশি তিনিও, ‘ইন্টারকন্টিনেন্টাল কাপ মাদ্রিদে ফিরেছে। এ মৌসুমের দ্বিতীয় শিরোপা। এবার লুসাইল স্টেডিয়ামে আমি জিতলাম।’

রিয়ালে খেলেন তিন ফরাসি—এমবাপ্পে, চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রথম একাদশে ছিলেন এই তিন জন। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তাঁরা। তবে লুসাইলে সেই হারের দুঃখ এবার ঘুচল তাঁদের।

রিয়ালের কোচ হিসেবে বেশি শিরোপা

কার্লো আনচেলত্তি (ইতালি) ১৫

মিগুয়েল মুনোজ (স্পেন) ১৪

জিনেদিন জিদান (ফ্রান্স) ১১

লুইস মোলোনি (স্পেন) ৮

ভিসেন্তে দেল বস্ক (স্পেন) ৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত