ক্রীড়া ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের জন্য অন্যরকম রাত। কার্লো আনচেলত্তির জন্য নয় কী! কোচিং ক্যারিয়ারে কত শিরোপাই তো জিতেছেন। তবে এবারেরটি হয়তো একটু ব্যতিক্রম হয়েই থাকবে। রিয়াল মাদ্রিদের ১২২ বছরের ইতিহাসে তিনিই যে এখন সবচেয়ে বেশি ১৫ শিরোপা জয়ী কোচ!
১৮ ডিসেম্বর, ২০২২। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে কী করেননি এমবাপ্পে? মূল ম্যাচে তাঁর হ্যাটট্রিকে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানেও করলেন গোল। কিন্তু সেই রাতটি হয়ে থাকল লিওনেল মেসির আর্জেন্টিনার। ৩৬ বছর পর সোনালি শিরোপা হাতে লুসাইল রাঙল আকাশী-নীলে।
ঠিক দুই বছর পর একই ভেন্যুতে একটু হলেও আক্ষেপ ঘুচেছে এমবাপ্পের। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল। ফাইনালে ৩৭ মিনিটে লস ব্লাঙ্কোসদের প্রথম গোলটিও করেছেন ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট। নাটকীয়ভাবে রদ্রির কাছে হেরে ব্যালন ডি’অর হাতে না উঠলেও প্রথমবার ফিফা দ্য বেস্ট জেতার পর খেলতে নেমেই গোল ও অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।
আন্তঃমহাদেশীয় এই কাপ জিতে আক্ষেপমুক্ত হয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনিও। এমবাপ্পের মতোন তাঁরও যে মন ভেঙেছিল দুই বছর আগে। এবার সেখানেই শিরোপা জিতে রিয়াল তারকার কথা, ‘বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিলাম এই মাঠে। এখন আমরা এখানে নতুন শিরোপা জিতলাম। এই শিরোপা ঘরে ফেরাতে পেরে আমরা খুশি।’
তবে সবচেয়ে খুশি রিয়ালে দুই মেয়াদে (২০১৩-১৫ ও ২০২১-) দায়িত্ব পালন করা ‘ডন’ আনচেলত্তিই। মিগুয়েল মুনোজকে (১৪) ছাড়িয়ে এখন তিনিই যে সান্তিয়াগো বার্নাব্যুর বেশি শিরোপা জয়ী কোচ। সঙ্গে বছর শেষের আগে আরেকটি শিরোপা জয়ের পর ইতালিয়ান কোচ বলেছেন, ‘এটা চমৎকার এক বছর। আমাদের বেশ কিছু সমস্যা ছিল এবং সেসব নিয়েই এগোতে হলো। তার মধ্যে আছে কোর্তোয়অ, মিলিতাও কারভাহালের চোট। দারুণভাবে বছরটি শেষ করলাম। ২০২৫ সালেও ভালো করার জন্য এটা আমাদের আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে।’
রিয়ালে আসার প্রথম মৌসুমে দুই শিরোপা—উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। এমবাপ্পেও আছেন সাম্প্রতিক খারাপ সময় কাটিয়ে পুরোনো ফর্মে ফেরার চেষ্টায়। লুসাইলে এবার হতাশ হতে না হওয়ায় বেশ খুশি তিনিও, ‘ইন্টারকন্টিনেন্টাল কাপ মাদ্রিদে ফিরেছে। এ মৌসুমের দ্বিতীয় শিরোপা। এবার লুসাইল স্টেডিয়ামে আমি জিতলাম।’
রিয়ালে খেলেন তিন ফরাসি—এমবাপ্পে, চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রথম একাদশে ছিলেন এই তিন জন। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তাঁরা। তবে লুসাইলে সেই হারের দুঃখ এবার ঘুচল তাঁদের।
রিয়ালের কোচ হিসেবে বেশি শিরোপা
কার্লো আনচেলত্তি (ইতালি) ১৫
মিগুয়েল মুনোজ (স্পেন) ১৪
জিনেদিন জিদান (ফ্রান্স) ১১
লুইস মোলোনি (স্পেন) ৮
ভিসেন্তে দেল বস্ক (স্পেন) ৭
কিলিয়ান এমবাপ্পের জন্য অন্যরকম রাত। কার্লো আনচেলত্তির জন্য নয় কী! কোচিং ক্যারিয়ারে কত শিরোপাই তো জিতেছেন। তবে এবারেরটি হয়তো একটু ব্যতিক্রম হয়েই থাকবে। রিয়াল মাদ্রিদের ১২২ বছরের ইতিহাসে তিনিই যে এখন সবচেয়ে বেশি ১৫ শিরোপা জয়ী কোচ!
১৮ ডিসেম্বর, ২০২২। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে কী করেননি এমবাপ্পে? মূল ম্যাচে তাঁর হ্যাটট্রিকে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানেও করলেন গোল। কিন্তু সেই রাতটি হয়ে থাকল লিওনেল মেসির আর্জেন্টিনার। ৩৬ বছর পর সোনালি শিরোপা হাতে লুসাইল রাঙল আকাশী-নীলে।
ঠিক দুই বছর পর একই ভেন্যুতে একটু হলেও আক্ষেপ ঘুচেছে এমবাপ্পের। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল। ফাইনালে ৩৭ মিনিটে লস ব্লাঙ্কোসদের প্রথম গোলটিও করেছেন ফরাসি ফরোয়ার্ড। সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট। নাটকীয়ভাবে রদ্রির কাছে হেরে ব্যালন ডি’অর হাতে না উঠলেও প্রথমবার ফিফা দ্য বেস্ট জেতার পর খেলতে নেমেই গোল ও অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।
আন্তঃমহাদেশীয় এই কাপ জিতে আক্ষেপমুক্ত হয়েছেন অরেলিয়েঁ চুয়ামেনিও। এমবাপ্পের মতোন তাঁরও যে মন ভেঙেছিল দুই বছর আগে। এবার সেখানেই শিরোপা জিতে রিয়াল তারকার কথা, ‘বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিলাম এই মাঠে। এখন আমরা এখানে নতুন শিরোপা জিতলাম। এই শিরোপা ঘরে ফেরাতে পেরে আমরা খুশি।’
তবে সবচেয়ে খুশি রিয়ালে দুই মেয়াদে (২০১৩-১৫ ও ২০২১-) দায়িত্ব পালন করা ‘ডন’ আনচেলত্তিই। মিগুয়েল মুনোজকে (১৪) ছাড়িয়ে এখন তিনিই যে সান্তিয়াগো বার্নাব্যুর বেশি শিরোপা জয়ী কোচ। সঙ্গে বছর শেষের আগে আরেকটি শিরোপা জয়ের পর ইতালিয়ান কোচ বলেছেন, ‘এটা চমৎকার এক বছর। আমাদের বেশ কিছু সমস্যা ছিল এবং সেসব নিয়েই এগোতে হলো। তার মধ্যে আছে কোর্তোয়অ, মিলিতাও কারভাহালের চোট। দারুণভাবে বছরটি শেষ করলাম। ২০২৫ সালেও ভালো করার জন্য এটা আমাদের আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে।’
রিয়ালে আসার প্রথম মৌসুমে দুই শিরোপা—উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। এমবাপ্পেও আছেন সাম্প্রতিক খারাপ সময় কাটিয়ে পুরোনো ফর্মে ফেরার চেষ্টায়। লুসাইলে এবার হতাশ হতে না হওয়ায় বেশ খুশি তিনিও, ‘ইন্টারকন্টিনেন্টাল কাপ মাদ্রিদে ফিরেছে। এ মৌসুমের দ্বিতীয় শিরোপা। এবার লুসাইল স্টেডিয়ামে আমি জিতলাম।’
রিয়ালে খেলেন তিন ফরাসি—এমবাপ্পে, চুয়ামেনি ও এদুয়ার্দো কামাভিঙ্গা। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রথম একাদশে ছিলেন এই তিন জন। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তাঁরা। তবে লুসাইলে সেই হারের দুঃখ এবার ঘুচল তাঁদের।
রিয়ালের কোচ হিসেবে বেশি শিরোপা
কার্লো আনচেলত্তি (ইতালি) ১৫
মিগুয়েল মুনোজ (স্পেন) ১৪
জিনেদিন জিদান (ফ্রান্স) ১১
লুইস মোলোনি (স্পেন) ৮
ভিসেন্তে দেল বস্ক (স্পেন) ৭
শিগগির স্ত্রী আনুশকা শর্মা ও দুই সন্তান ভামিকা এবং অকায়কে নিয়ে লন্ডনে চলেন যাবেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছেন ভারতীয় ব্যাটারের শৈশবের কোচ রাজকুমার শর্মা। অবশ্য এর বেশি কিছু জানাননি তিনি।
৩ ঘণ্টা আগে২৮৭ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে অলআউট মাত্র ৫৪ রানে! তাতেই রেকর্ড গড়া জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতে নিল আফগানিস্তান। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তারা সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ৫০ ওভারের ক্রিকেটে আফগানদের আগের সর্বোচ্চ রান ব্যবধানের জয়টি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শারজায় গত
৪ ঘণ্টা আগেঅবশেষে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন মিলল। যার সুবাদে হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। আজ এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
৫ ঘণ্টা আগেঢাকা না বরিশাল, কে প্লে অফে উঠবে সেটা নির্ভর করছিল খুলনা-রংপুর ম্যাচের ওপর। আরও স্পষ্ট করে বললে খুলনার হারের অপেক্ষায় ছিল ঢাকা ও বরিশাল। শেষ পর্যন্ত ঢাকা-বরিশালের প্লে অফে ওঠার ন্যুনতম সম্ভাবনা শেষ করে দেয় খুলনা।
৭ ঘণ্টা আগে