মেসি-সুয়ারেজকে ছাড়াই জয়ে ফিরল মায়ামি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

সফরে বেরিয়ে একের পর এক হার—সময়টা খুব খারাপ যাচ্ছিল ইন্টার মায়ামির। সৌদি সফরে তো গত শুক্রবার ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে ৬-০ গোলে উড়ে গেছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। তার আগে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের কাছে রোমাঞ্চ জাগিয়ে হেরেছিল ৪-৩ গোলে। 

এই দুই ম্যাচেই খেলেছেন মেসি-সুয়ারেজ। তবে আজ দুই বন্ধু মাঠে নামেননি। বেঞ্চে বসে দেখেছেন সতীর্থদের গোল উৎসব। অবশেষে তাদের ছাড়াই হংকং সফরে এসে জয়ের মুখ দেখল মায়ামি। হংকং একাদশকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটি। 

আল নাসরের বিপক্ষে ম্যাচের পরপরই হংকংয়ে উড়াল দেন মেসিরা। গতকাল অনুশীলনে তাদের দেখার জন্য ভিড় জমিয়েছিল দেশটির ফুটবল ভক্তরা। তবে চোটের কারণে এই প্রীতি ম্যাচে মেসির খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত মাঠে নামেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। খেলেননি সুয়ারেজও। তাঁদের সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতস ও জর্দি আলবাও প্রথম একাদশে ছিলেন না। তারপরও স্বাগতিকদের বিপক্ষে গোল উৎসব থামেনি মায়ামির। 

হংকং স্টেডিয়ামে ৪০ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন রবার্ট টেইলর। অবশ্য এর ৩ মিনিট পরই হংকং একাদশকে সমতায় ফেরান হেনরি আনিয়ের। বিরতির পর ৫০, ৫৬ ও ৮৫ মিনিটে তিন গোল দেয় মায়ামি। 

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ পর জয়ের মুখ দেখল জেরার্ডো মার্তিনোর দল। আর গত তিন প্রীতি ম্যাচের মধ্যে এটি তাদের প্রথম জয়। আগামী ৭ ফেব্রুয়ারি জাপানের ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া সফর শেষ করবে মায়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত