ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১০ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১৫ ঘণ্টা আগে