নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টসে একবার ভারতকে জয়ী ঘোষণার পর শেষ পর্যন্ত ভাগাভাগি করা হলো ট্রফি। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফে দুই দলকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে বেশ নারাজ ভারতের কোচ শুক্লা দত্ত। আজ টিম হোটেল ছাড়ার আগে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে গেলেন প্রকাশ্যেই।
‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল। টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে। এটা কি সম্ভব?’ —শুক্লা দত্ত গতকাল মিডিয়াকে বলে গেলেন, ‘তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে। করুক, তবে আমরা এতে খুশি নই।’
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় টুর্নামেন্টের নিয়ম মেনেই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের ২২ শটেও ফল না আসায় শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার সিলভা জয়াসুরিয়া ডিলন টুর্নামেন্টের বাইলজ ডিঙিয়ে টসে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেন। টসে জিতে ভারত। কিন্তু ভারতীয় দলের উল্লাস থামিয়ে আসে নতুন সিদ্ধান্ত—টাইব্রেকারের সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত আপত্তি জানিয়ে মাঠ থেকে উঠে যায় ভারত। শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাডেন ডেথ টাইব্রেক চালিয়ে যেতে না দিয়ে ভুলটা করেছেন ম্যাচ কমিশনার। বাফুফের সাবেক সাবেক রেফারি কনসালট্যান্ট ও ম্যাচ কমিশনার গৌতম কর বললেন, ‘ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ কমিশনার কিছুতেই হস্তক্ষেপ করতে পারেন না। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু আর আলোজনিত সমস্যা হলে রেফারিকে তিনি এই বিষয়ে বলতে পারেন যে, ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। ম্যাচ চলা অবস্থায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রেফারির হাতে থাকবে। তাকে ডেকে পাঠিয়ে কমিশনার যেটা করেছেন সেটা সম্পূর্ণ অনভিপ্রেত।’
টসে একবার ভারতকে জয়ী ঘোষণার পর শেষ পর্যন্ত ভাগাভাগি করা হলো ট্রফি। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফে দুই দলকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে বেশ নারাজ ভারতের কোচ শুক্লা দত্ত। আজ টিম হোটেল ছাড়ার আগে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে গেলেন প্রকাশ্যেই।
‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল। টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে। এটা কি সম্ভব?’ —শুক্লা দত্ত গতকাল মিডিয়াকে বলে গেলেন, ‘তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে। করুক, তবে আমরা এতে খুশি নই।’
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় টুর্নামেন্টের নিয়ম মেনেই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের ২২ শটেও ফল না আসায় শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার সিলভা জয়াসুরিয়া ডিলন টুর্নামেন্টের বাইলজ ডিঙিয়ে টসে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেন। টসে জিতে ভারত। কিন্তু ভারতীয় দলের উল্লাস থামিয়ে আসে নতুন সিদ্ধান্ত—টাইব্রেকারের সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত আপত্তি জানিয়ে মাঠ থেকে উঠে যায় ভারত। শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাডেন ডেথ টাইব্রেক চালিয়ে যেতে না দিয়ে ভুলটা করেছেন ম্যাচ কমিশনার। বাফুফের সাবেক সাবেক রেফারি কনসালট্যান্ট ও ম্যাচ কমিশনার গৌতম কর বললেন, ‘ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ কমিশনার কিছুতেই হস্তক্ষেপ করতে পারেন না। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু আর আলোজনিত সমস্যা হলে রেফারিকে তিনি এই বিষয়ে বলতে পারেন যে, ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। ম্যাচ চলা অবস্থায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রেফারির হাতে থাকবে। তাকে ডেকে পাঠিয়ে কমিশনার যেটা করেছেন সেটা সম্পূর্ণ অনভিপ্রেত।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে