Ajker Patrika

ট্রফি ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট ভারতের কোচ শুক্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রফি ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট ভারতের কোচ শুক্লা

টসে একবার ভারতকে জয়ী ঘোষণার পর শেষ পর্যন্ত ভাগাভাগি করা হলো ট্রফি। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফে দুই দলকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে বেশ নারাজ ভারতের কোচ শুক্লা দত্ত। আজ টিম হোটেল ছাড়ার আগে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে গেলেন প্রকাশ্যেই। 

 ‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল। টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে। এটা কি সম্ভব?’ —শুক্লা দত্ত গতকাল মিডিয়াকে বলে গেলেন, ‘তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে। করুক, তবে আমরা এতে খুশি নই।’ 

নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় টুর্নামেন্টের নিয়ম মেনেই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের ২২ শটেও ফল না আসায় শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার সিলভা জয়াসুরিয়া ডিলন টুর্নামেন্টের বাইলজ ডিঙিয়ে টসে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেন। টসে জিতে ভারত। কিন্তু ভারতীয় দলের উল্লাস থামিয়ে আসে নতুন সিদ্ধান্ত—টাইব্রেকারের সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত আপত্তি জানিয়ে মাঠ থেকে উঠে যায় ভারত। শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 

সাডেন ডেথ টাইব্রেক চালিয়ে যেতে না দিয়ে ভুলটা করেছেন ম্যাচ কমিশনার। বাফুফের সাবেক সাবেক রেফারি কনসালট্যান্ট ও ম্যাচ কমিশনার গৌতম কর বললেন, ‘ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ কমিশনার কিছুতেই হস্তক্ষেপ করতে পারেন না। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু আর আলোজনিত সমস্যা হলে রেফারিকে তিনি এই বিষয়ে বলতে পারেন যে, ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। ম্যাচ চলা অবস্থায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রেফারির হাতে থাকবে। তাকে ডেকে পাঠিয়ে কমিশনার যেটা করেছেন সেটা সম্পূর্ণ অনভিপ্রেত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত