নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টসে একবার ভারতকে জয়ী ঘোষণার পর শেষ পর্যন্ত ভাগাভাগি করা হলো ট্রফি। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফে দুই দলকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে বেশ নারাজ ভারতের কোচ শুক্লা দত্ত। আজ টিম হোটেল ছাড়ার আগে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে গেলেন প্রকাশ্যেই।
‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল। টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে। এটা কি সম্ভব?’ —শুক্লা দত্ত গতকাল মিডিয়াকে বলে গেলেন, ‘তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে। করুক, তবে আমরা এতে খুশি নই।’
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় টুর্নামেন্টের নিয়ম মেনেই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের ২২ শটেও ফল না আসায় শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার সিলভা জয়াসুরিয়া ডিলন টুর্নামেন্টের বাইলজ ডিঙিয়ে টসে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেন। টসে জিতে ভারত। কিন্তু ভারতীয় দলের উল্লাস থামিয়ে আসে নতুন সিদ্ধান্ত—টাইব্রেকারের সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত আপত্তি জানিয়ে মাঠ থেকে উঠে যায় ভারত। শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাডেন ডেথ টাইব্রেক চালিয়ে যেতে না দিয়ে ভুলটা করেছেন ম্যাচ কমিশনার। বাফুফের সাবেক সাবেক রেফারি কনসালট্যান্ট ও ম্যাচ কমিশনার গৌতম কর বললেন, ‘ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ কমিশনার কিছুতেই হস্তক্ষেপ করতে পারেন না। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু আর আলোজনিত সমস্যা হলে রেফারিকে তিনি এই বিষয়ে বলতে পারেন যে, ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। ম্যাচ চলা অবস্থায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রেফারির হাতে থাকবে। তাকে ডেকে পাঠিয়ে কমিশনার যেটা করেছেন সেটা সম্পূর্ণ অনভিপ্রেত।’
টসে একবার ভারতকে জয়ী ঘোষণার পর শেষ পর্যন্ত ভাগাভাগি করা হলো ট্রফি। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফে দুই দলকে চ্যাম্পিয়ন করার সিদ্ধান্তে বেশ নারাজ ভারতের কোচ শুক্লা দত্ত। আজ টিম হোটেল ছাড়ার আগে নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে গেলেন প্রকাশ্যেই।
‘তারা টস করে জয়ী ঘোষণা করতে চাইল। টস জয়ের পর বলছে আবার ৯০ মিনিটের ম্যাচ খেলতে। এটা কি সম্ভব?’ —শুক্লা দত্ত গতকাল মিডিয়াকে বলে গেলেন, ‘তারা যুগ্ম চ্যাম্পিয়ন করেছে। করুক, তবে আমরা এতে খুশি নই।’
নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় টুর্নামেন্টের নিয়ম মেনেই ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলের ২২ শটেও ফল না আসায় শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার সিলভা জয়াসুরিয়া ডিলন টুর্নামেন্টের বাইলজ ডিঙিয়ে টসে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেন। টসে জিতে ভারত। কিন্তু ভারতীয় দলের উল্লাস থামিয়ে আসে নতুন সিদ্ধান্ত—টাইব্রেকারের সাডেন ডেথ পুনরায় চালুর সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত আপত্তি জানিয়ে মাঠ থেকে উঠে যায় ভারত। শেষ পর্যন্ত দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সাডেন ডেথ টাইব্রেক চালিয়ে যেতে না দিয়ে ভুলটা করেছেন ম্যাচ কমিশনার। বাফুফের সাবেক সাবেক রেফারি কনসালট্যান্ট ও ম্যাচ কমিশনার গৌতম কর বললেন, ‘ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচ কমিশনার কিছুতেই হস্তক্ষেপ করতে পারেন না। কেবল মাত্র নিরাপত্তা ইস্যু আর আলোজনিত সমস্যা হলে রেফারিকে তিনি এই বিষয়ে বলতে পারেন যে, ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। ম্যাচ চলা অবস্থায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ রেফারির হাতে থাকবে। তাকে ডেকে পাঠিয়ে কমিশনার যেটা করেছেন সেটা সম্পূর্ণ অনভিপ্রেত।’
‘তিন পয়েন্ট নিতেই এখানে এসেছি আমরা’—জামাল ভূঁইয়ার কণ্ঠে আত্মবিশ্বাস বেশ জোরালোভাবেই ফুটে উঠেছে। কাগজ-কলম ও অতীত ইতিহাস বিবেচনায় অবশ্য ভারতকে ফেবারিটের কাতারে রাখতে হচ্ছে। খোদ বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও রাখছেন। ম্যাচ যে ভারতেরই মাঠে। তাই বলে নিজেদের পিছিয়ে রাখছে না বাংলাদেশ, রাখার সুযোগও নেই।
৩ ঘণ্টা আগেদুই বছর আগে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে এক দরিদ্র বাবার হার্টে রিং পরানোর দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। ভাগ্যের কী নির্মম পরিহাস—দুই বছর পর তিনি নিজেই হৃদ্রোগে আক্রান্ত। ৩৬ বছর বয়সে জীবন-মৃত্যুর সীমানায় পৌঁছে গিয়েছিলেন তামিম। তবে সময়মতো সঠিক চিকিৎসায় কাল বড় বিপদ কেটে
৫ ঘণ্টা আগেবিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
৬ ঘণ্টা আগে২০২৫ আইপিএল সামনে রেখে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল না পাওয়া এই ওয়ার্নারকেই ড্রাফট থেকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এ বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে তিনিই ছিলেন করাচির প্রথম পছন্দ। ফ্র্যাঞ্চাইজিটি এবার তাঁকে করেছে অধিনায়কও
৮ ঘণ্টা আগে