নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এমন দিন চাইলেও ভুলতে পারবে না ঢাকা আবাহনী। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিতুল মার্মা আর সুমন রেজার নৈপুণ্যে বসুন্ধরা কিংসকে যে ১- ০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা! যা কিনা এবারের প্রিমিয়ার লিগে কিংসের বিপক্ষে আবাহনীর প্রথম জয়।
২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লেখায় বসুন্ধরা কিংস। এরপর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দল আবাহনী টুর্নামেন্টে কিংসকে হারালেও, আগে কখনো লিগে হারাতে পারেনি। সেই হিসেবে দীর্ঘ ছয় মৌসুম পর আজ তাদের দুর্গে হানা দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। যে জয়ে লিগে চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আবাহনী। সমান ম্যাচে কিংস দ্বিতীয় হারে আগের ৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
সময়টা ভালো যাচ্ছে না কিংসের। নতুন কোচ ভ্যালেরিও তিতার অধীনে যাত্রাটা সুখকর হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেই হেরে বসল বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে একই মাঠে মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা। এবার হারল আবাহনীর কাছে। যদিও সুযোগ ছিল পয়েন্ট ভাগাভাগির। কিন্তু দলের অন্যতম গোলমেশিন মিগেল পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারেননি। শেষ পর্যন্ত হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাকিব-জনিদের।
এ দিন জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামা কিংসকে শুরুতেই ভড়কে দেন আবাহনীর সুমন। ম্যাচের দুই মিনিটেই তাঁর গোলে লিড নেয় আবাহনী। কিংসের রক্ষণ ভেঙে শাহরিয়ার ইমন দারুণভাবে বল ভাসিয়ে দেন পোস্টের সামনে, দৌড়ে এসে সুমন দুর্দান্ত এক হেডে গোলরক্ষককে পরাস্ত করেন। এরপর আর সমতায় ফিরতে পারেনি কিংস।
তবে পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল তারা। এ ক্ষেত্রে অবশ্য গোলপোস্টের সেনানী মিতুলের অবদানও মনে রাখবেন আবাহনীর সমর্থকেরা। শেষদিকেও তাঁর চোখ ফাঁকি দিতে পারেননি কিংসের মজিবুর রহমান জনি। ৮৫ মিনিটে জনির শট আটকে আবাহনীকে স্মরণীয় এক জয়ের পথে ভালোভাবেই এগিয়ে নেন ২১ বছর বয়সী এই গোলরক্ষক। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান।
এমন দিন চাইলেও ভুলতে পারবে না ঢাকা আবাহনী। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিতুল মার্মা আর সুমন রেজার নৈপুণ্যে বসুন্ধরা কিংসকে যে ১- ০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা! যা কিনা এবারের প্রিমিয়ার লিগে কিংসের বিপক্ষে আবাহনীর প্রথম জয়।
২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লেখায় বসুন্ধরা কিংস। এরপর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দল আবাহনী টুর্নামেন্টে কিংসকে হারালেও, আগে কখনো লিগে হারাতে পারেনি। সেই হিসেবে দীর্ঘ ছয় মৌসুম পর আজ তাদের দুর্গে হানা দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। যে জয়ে লিগে চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আবাহনী। সমান ম্যাচে কিংস দ্বিতীয় হারে আগের ৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
সময়টা ভালো যাচ্ছে না কিংসের। নতুন কোচ ভ্যালেরিও তিতার অধীনে যাত্রাটা সুখকর হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেই হেরে বসল বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে একই মাঠে মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা। এবার হারল আবাহনীর কাছে। যদিও সুযোগ ছিল পয়েন্ট ভাগাভাগির। কিন্তু দলের অন্যতম গোলমেশিন মিগেল পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারেননি। শেষ পর্যন্ত হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাকিব-জনিদের।
এ দিন জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামা কিংসকে শুরুতেই ভড়কে দেন আবাহনীর সুমন। ম্যাচের দুই মিনিটেই তাঁর গোলে লিড নেয় আবাহনী। কিংসের রক্ষণ ভেঙে শাহরিয়ার ইমন দারুণভাবে বল ভাসিয়ে দেন পোস্টের সামনে, দৌড়ে এসে সুমন দুর্দান্ত এক হেডে গোলরক্ষককে পরাস্ত করেন। এরপর আর সমতায় ফিরতে পারেনি কিংস।
তবে পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল তারা। এ ক্ষেত্রে অবশ্য গোলপোস্টের সেনানী মিতুলের অবদানও মনে রাখবেন আবাহনীর সমর্থকেরা। শেষদিকেও তাঁর চোখ ফাঁকি দিতে পারেননি কিংসের মজিবুর রহমান জনি। ৮৫ মিনিটে জনির শট আটকে আবাহনীকে স্মরণীয় এক জয়ের পথে ভালোভাবেই এগিয়ে নেন ২১ বছর বয়সী এই গোলরক্ষক। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান।
দুই সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশ আবারও ফাইনালে মুখোমুখি। দুবাইয়ের পর কুয়ালালামপুরের বেইউমাস ওভালও অপেক্ষা করে আছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট রোমাঞ্চ দেখতে। ৮ ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা।
১ ঘণ্টা আগেহেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
৩ ঘণ্টা আগেদুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়
৩ ঘণ্টা আগে