ক্রীড়া ডেস্ক
নতুন ক্লাবে মনে রাখার মতো এক শুরু করলেন মরিসিও পচেত্তিনো। কোচ পচেত্তিনোর অধীনে প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতল চেলসি।
চেলসি, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, ব্রাইটন, ফুলহাম, ব্রেন্টফোর্ড-ইংল্যান্ডের এই ৬ ক্লাব নিয়ে এবারই প্রথম শুরু প্রিমিয়ার লিগ সামার সিরিজ। টুর্নামেন্টের শেষ দিন ছিল গতকাল। মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে চেলসির প্রতিপক্ষ ছিল ফুলহাম। ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ২০ মিনিটে এগিয়ে যায় পচেত্তিনোর দল। বেন চিলওয়েলের অ্যাসিস্টে গোল করেন থিয়াগো সিলভা। এরপর ৪১ মিনিটে চেলসির দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার এনকুঙ্কু। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে চেলসি। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল ব্লুজরা। আর ফুলহামের লক্ষ্য বরাবর ৬ শট করে চেলসি। আর ৪৩ শতাংশ বল দখলে নিয়ে ফুলহাম প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১টি শট করেছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে চেলসি।
অপরাজিত থেকে প্রিমিয়ার লিগের সামার সিরিজের প্রথম মৌসুম শেষ করে চেলসি। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাইটনকে ৪-৩ গোলে হারায় চেলসি। এনকুঙ্কু, মিখাইলো মুদ্রিক, কনর গ্যালাঘার, নিকোলাস জ্যাকসন-ব্লুজদের হয়ে প্রত্যেকেই ১টি করে গোল করেন। এরপর নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। টুর্নামেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা, নিউক্যাসল দুই দলেরই সমান ৫ পয়েন্ট।
নতুন ক্লাবে মনে রাখার মতো এক শুরু করলেন মরিসিও পচেত্তিনো। কোচ পচেত্তিনোর অধীনে প্রিমিয়ার লিগ সামার সিরিজ জিতল চেলসি।
চেলসি, অ্যাস্টন ভিলা, নিউক্যাসল, ব্রাইটন, ফুলহাম, ব্রেন্টফোর্ড-ইংল্যান্ডের এই ৬ ক্লাব নিয়ে এবারই প্রথম শুরু প্রিমিয়ার লিগ সামার সিরিজ। টুর্নামেন্টের শেষ দিন ছিল গতকাল। মেরিল্যান্ডের ফেডএক্স ফিল্ডে চেলসির প্রতিপক্ষ ছিল ফুলহাম। ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ২০ মিনিটে এগিয়ে যায় পচেত্তিনোর দল। বেন চিলওয়েলের অ্যাসিস্টে গোল করেন থিয়াগো সিলভা। এরপর ৪১ মিনিটে চেলসির দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার এনকুঙ্কু। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে চেলসি। ৫৭ শতাংশ বল দখলে রেখেছিল ব্লুজরা। আর ফুলহামের লক্ষ্য বরাবর ৬ শট করে চেলসি। আর ৪৩ শতাংশ বল দখলে নিয়ে ফুলহাম প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১টি শট করেছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করে চেলসি।
অপরাজিত থেকে প্রিমিয়ার লিগের সামার সিরিজের প্রথম মৌসুম শেষ করে চেলসি। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাইটনকে ৪-৩ গোলে হারায় চেলসি। এনকুঙ্কু, মিখাইলো মুদ্রিক, কনর গ্যালাঘার, নিকোলাস জ্যাকসন-ব্লুজদের হয়ে প্রত্যেকেই ১টি করে গোল করেন। এরপর নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চেলসি। টুর্নামেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা, নিউক্যাসল দুই দলেরই সমান ৫ পয়েন্ট।
বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হতো রিয়াল মাদ্রিদকে। এক যুগের বেশি সময় ধরে রিয়ালের আতঙ্কই যেন ছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। সেটি এখন অতীত। কিন্তু হালের তারকা হুলিয়ান আলভারেজও...
৮ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
২ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
৩ ঘণ্টা আগে