ক্রীড়া ডেস্ক
মরণব্যাধি ক্যানসারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রায় দুই বছর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল তাঁর ‘ঘরবাড়ি’ হয়ে যাওয়ার কারণ এটাই। তবু এই লড়াইয়ে জেতা হলো না পেলের। ফুটবলের রাজা (৮২) গতকাল চলেই গেলেন পৃথিবী ছেড়ে। সোমবার সকালে তাঁর ‘ছাড়পত্র’ মিলছে হাসপাতাল থেকে। তবে জীবন্ত পেলের নয়, কিংবদন্তির শবদেহ বের হবে হাসপাতাল থেকে।
সোমবার পেলের শেষকৃত্য। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত স্থানীয় সময় সকাল ১০টায়, যেটি শেষ হবে পরদিন একই সময়ে। পেলের কফিন নিয়ে যাওয়া হবে সান্তোসে। তাঁর বাড়িতে নেওয়া হবে শবদেহ, যেখানে শয্যাশায়ী তাঁর ১০০ বছরের মা। এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। সান্তোসে পেলের একটি বাড়ি আছে, যেখানে তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে।
তাঁর স্মৃতিধন্য সান্তোস ফুটবল ক্লাব গতকাল এক বিবৃতিতে পেলের শেষকৃত্য নিয়ে জানিয়েছে, ‘সর্বকালের সেরা ফুটবলারের শেষকৃত্য হবে আরবানো কালদেইরা স্টেডিয়ামে, যেটি ভিলা বেলমিরো হিসেবে অধিক পরিচিত, যেখানে তিনি মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে।’
সান্তোসের এই স্টেডিয়ামেই ভক্তরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাবেন। চোখের জলে কিংবদন্তিকে জানাবেন বিদায়।
আরও পড়ুন:
মরণব্যাধি ক্যানসারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিলেন। প্রায় দুই বছর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল তাঁর ‘ঘরবাড়ি’ হয়ে যাওয়ার কারণ এটাই। তবু এই লড়াইয়ে জেতা হলো না পেলের। ফুটবলের রাজা (৮২) গতকাল চলেই গেলেন পৃথিবী ছেড়ে। সোমবার সকালে তাঁর ‘ছাড়পত্র’ মিলছে হাসপাতাল থেকে। তবে জীবন্ত পেলের নয়, কিংবদন্তির শবদেহ বের হবে হাসপাতাল থেকে।
সোমবার পেলের শেষকৃত্য। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত স্থানীয় সময় সকাল ১০টায়, যেটি শেষ হবে পরদিন একই সময়ে। পেলের কফিন নিয়ে যাওয়া হবে সান্তোসে। তাঁর বাড়িতে নেওয়া হবে শবদেহ, যেখানে শয্যাশায়ী তাঁর ১০০ বছরের মা। এরপর পেলেকে সমাধিস্থ করা হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। সান্তোসে পেলের একটি বাড়ি আছে, যেখানে তাঁর জীবনের অধিকাংশ সময় কেটেছে।
তাঁর স্মৃতিধন্য সান্তোস ফুটবল ক্লাব গতকাল এক বিবৃতিতে পেলের শেষকৃত্য নিয়ে জানিয়েছে, ‘সর্বকালের সেরা ফুটবলারের শেষকৃত্য হবে আরবানো কালদেইরা স্টেডিয়ামে, যেটি ভিলা বেলমিরো হিসেবে অধিক পরিচিত, যেখানে তিনি মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে।’
সান্তোসের এই স্টেডিয়ামেই ভক্তরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাবেন। চোখের জলে কিংবদন্তিকে জানাবেন বিদায়।
আরও পড়ুন:
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে