ব্রাজিলের রেফারিকে দেখে নেওয়ার ‘হুমকি’ মেসির

ক্রীড়া  ডেস্ক 
Thumbnail image
রেফারির সঙ্গে তর্কে জড়ান লিওনেল মেসি। ছবি: রয়টার্স

সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

মেসির সঙ্গে প্রথমার্ধেই রেফারির সঙ্গে ঝগড়া লেগে যায়। ম্যাচের ৩৩ মিনিটে বাজে ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই আলদেরেতে ৩৭ মিনিটে দ্বিতীয়বার ফাউল করেন। এবার তাঁর ফাউলের শিকার মেসি। তবে দ্বিতীয় দফায় হলুদ কার্ড বের করেননি রেফারি দারাঙ্কো। অথচ এই কার্ড দেখলেই দুই হলুদে এক লাল কার্ডে মাঠ ছাড়তে হতো আলদেরেতে। রেফারির এমন কাণ্ডে হতাশ মেসি প্রথমার্ধের বিরতির সময় মাঠেই রাগ-ক্ষোভ উগড়ে দিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আঙুল তুলে রেফারির উদ্দেশ্যে কিছু একটা বলতে দেখা যায় মেসিকে। অনেকটা সিনেমার কায়দায় যেন মেসি বলতে চাইলেন, ‘আমি তোকে দেখে নেব।’

দারাঙ্কোর প্রতি স্বাভাবিকভাবেই মেজাজ খারাপ হওয়ার কথা আর্জেন্টিনা ফুটবল দলের। কারণ বেঁচে যাওয়া আলদেরেতেই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন। ৪৭ মিনিটে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন প্যারাগুয়ের এই ডিফেন্ডার। ম্যাচটা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে প্যারাগুয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনির কাছে বিতর্কিত রেফারিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর্জেন্টাইন কোচ এই প্রশ্নের জবাবে বলেন, ‘অনেক কিছুই তো বলতে পারি। কিন্তু সেগুলো অজুহাত মনে হবে। তাই এসব না বলাই উচিত। আমরা দেখেছি, মাঠে কী ঘটেছে। ম্যাচের ফলের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই।’

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল-অক্টোবরের শেষ অংশ থেকে কোনো জায়গাতেই সময়টা ভালো যাচ্ছে না মেসির। মেজর লিগ সকারে (এমএলএস) তিন ম্যাচের প্লে অফ সিরিজ আটলান্টা ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হেরে ১০ নভেম্বর বিদায় নিতে হয় ইন্টার মায়ামিকে। আশ্চর্যজনকভাবে তিনটি ম্যাচেরই ফল ছিল ২-১। মেসি এই প্লে অফ সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন। করেছেন ১ গোল। অ্যাসিস্ট করেন ১ গোলে। এক সপ্তাহ না যেতেই আজ প্যারাগুয়ের কাছে ২-১ ব্যবধানেই হারল মেসির আর্জেন্টিনা। বাছাইপর্বের ম্যাচটিতে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি মেসি।

আরও পড়ুন:

ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত