Ajker Patrika

ঘরের মাঠে সাইড বেঞ্চে সিলেটের ঘরের ছেলেরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
ঘরের মাঠে সাইড বেঞ্চে সিলেটের ঘরের ছেলেরা

২০১৮ সালে সিলেটে বঙ্গবন্ধু গোল্ড কাপে লাওসের বিপক্ষে ম্যাচ জেতানো এক গোল করেছিলেন বিপলু আহমেদ। ম্যাচের পর সিলেট জেলা স্টেডিয়ামের পাশে বিপলুদের বাড়িতে সেদিন নেমেছিল স্থানীয় মানুষের ঢল। ঘরের ছেলের পায়ে আরেকটি ম্যাচ জেতানো মুহূর্ত দেখার জন্য যখন অধীর অপেক্ষা সিলেটবাসীর তখনই জানা গেল মঙ্গোলিয়ার বিপক্ষে একাদশে বিপলুকে খেলাচ্ছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। 

মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে বাংলাদেশকে ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছিলেন কাবরেরা। আজ মঙ্গোলিয়ার বিপক্ষে সেই ফরমেশন থেকে সরে এসে ৪-১-৪-১ ফরমেশন বেছে নিয়েছেন বাংলাদেশ কোচ। আর তাতেই কপাল পুড়েছে বিপলুর। 

প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার বিপলুকে বসিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে আতিকুর রহমান ফাহাদকে খেলাচ্ছেন কাবরেরা। শুধু বিপলুই নন, সাইডে বেঞ্চে বসতে হচ্ছে সিলেটেরই আরেক ফুটবলার মাসুক মিয়া জনিকে। পরিবর্তন আছে আরেকটি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের পরিবর্তে খেলবেন রিমন হোসেন। 

বিপলুর একাদশে না থাকাটা প্রভাব পড়েছে তাদের সুবিদ বাজারের বাড়িতেও। ঘরোয়া-আন্তর্জাতিক যেকোনো ম্যাচে বিপলুদের বাড়িটা পরিণত হয় উৎসবের বাড়িতে। সেই ঘরে নেই আজ কোনো উৎসব। একাদশে না থাকলেও সাইড বেঞ্চে থাকবেন বিপলু। বদলি নেমে ম্যাচের ফল বদলে দেওয়ার সুযোগ থাকছে বিপলু-জনিদের সামনে। হয়তো তখনই মুখে হাসি ফুটতে পারে সিলেটবাসীদের মুখে। 

বাংলাদেশ একাদশ: 

জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, সুমন রেজা, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, মো. ইব্রাহিম, সোহেল রানা ও রিমন হোসেন 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত