নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোট ছিল এতটাই গুরুতর যে শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতেই হয়েছে তপু বর্মণকে। শেষ হয়েছে অস্ত্রোপচারও। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুসংবাদ, অস্ত্রোপচারের পর এখন হাঁটতেও পারছেন জাতীয় দলের অভিজ্ঞ এই সেন্টারব্যাক।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে স্বাধীনতা কাপে সেমিফাইনালে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে ডান পায়ের লিগামেন্টে চোট পান বসুন্ধরা অধিনায়ক তপু। মাঠে তাঁকে কাতরাতে দেখেই বোঝা যাচ্ছিল, গুরুতর চোট পেয়েছেন অভিজ্ঞ এই সেন্টার ব্যাক।
চোট সারাতে ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গতকাল অস্ত্রোপচার হয়েছে তপুর। তাঁর অস্ত্রোপচার করেছেন ভারতের প্রখ্যাত স্পোর্টস অর্থোপেডিকস চিকিৎসক দিনস্ব প্রদিওয়ালা। প্রদিওয়ালা আইসিসির মেডিকেল কমিটির ভারত প্রতিনিধি। তাঁর অধীনে চিকিৎসা নিয়েছেন শচীন টেন্ডুলকার, লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটারেরা। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরাজ চোপড়ার মতো ভারতের অসংখ্য খেলোয়াড়েরও সফল অস্ত্রোপচার করেছেন প্রদিওয়ালা।
প্রদিওয়ালার সফল অস্ত্রোপচারে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তপু। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বসুন্ধরা কিংসের এই সেন্টারব্যাক। সেখানে দেখা যাচ্ছে ওয়াকারের সাহায্য ধীরে ধীরে হাঁটা শুরু করেছেন তিনি। ক্যাপশন লিখেছেন, ‘এক পা, এক পা করে শুরু সুস্থ হওয়ার লড়াই শুরু।’
অস্ত্রোপচার সফল হলেও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তপুর মাঠে ফিরতে সময় লেগে যেতে পারে ৭-৮ মাস। বসুন্ধরা কিংসের হয়ে এ মৌসুমে আর মাঠে নাও ফেরা হতে পারে তাঁর। খেলতে পারবেন না আগামী মে মাসে এএফসি কাপ ও বাংলাদেশের হয়ে এশিয়া কাপ বাছাইপর্বে।
তপুর মতো টার্ফের শিকার হয়েছেন আবাহনী ও জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা আছে তাঁরও।
চোট ছিল এতটাই গুরুতর যে শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতেই হয়েছে তপু বর্মণকে। শেষ হয়েছে অস্ত্রোপচারও। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুসংবাদ, অস্ত্রোপচারের পর এখন হাঁটতেও পারছেন জাতীয় দলের অভিজ্ঞ এই সেন্টারব্যাক।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে স্বাধীনতা কাপে সেমিফাইনালে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে ডান পায়ের লিগামেন্টে চোট পান বসুন্ধরা অধিনায়ক তপু। মাঠে তাঁকে কাতরাতে দেখেই বোঝা যাচ্ছিল, গুরুতর চোট পেয়েছেন অভিজ্ঞ এই সেন্টার ব্যাক।
চোট সারাতে ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গতকাল অস্ত্রোপচার হয়েছে তপুর। তাঁর অস্ত্রোপচার করেছেন ভারতের প্রখ্যাত স্পোর্টস অর্থোপেডিকস চিকিৎসক দিনস্ব প্রদিওয়ালা। প্রদিওয়ালা আইসিসির মেডিকেল কমিটির ভারত প্রতিনিধি। তাঁর অধীনে চিকিৎসা নিয়েছেন শচীন টেন্ডুলকার, লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটারেরা। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরাজ চোপড়ার মতো ভারতের অসংখ্য খেলোয়াড়েরও সফল অস্ত্রোপচার করেছেন প্রদিওয়ালা।
প্রদিওয়ালার সফল অস্ত্রোপচারে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তপু। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বসুন্ধরা কিংসের এই সেন্টারব্যাক। সেখানে দেখা যাচ্ছে ওয়াকারের সাহায্য ধীরে ধীরে হাঁটা শুরু করেছেন তিনি। ক্যাপশন লিখেছেন, ‘এক পা, এক পা করে শুরু সুস্থ হওয়ার লড়াই শুরু।’
অস্ত্রোপচার সফল হলেও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তপুর মাঠে ফিরতে সময় লেগে যেতে পারে ৭-৮ মাস। বসুন্ধরা কিংসের হয়ে এ মৌসুমে আর মাঠে নাও ফেরা হতে পারে তাঁর। খেলতে পারবেন না আগামী মে মাসে এএফসি কাপ ও বাংলাদেশের হয়ে এশিয়া কাপ বাছাইপর্বে।
তপুর মতো টার্ফের শিকার হয়েছেন আবাহনী ও জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা আছে তাঁরও।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৩ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে