ক্রীড়া ডেস্ক
বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। আরও একবার অলিম্পিক ফাইনালে উঠে শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হলো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে নারী অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর ফাইনালের টিকিট কাটা ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধেরও। সেটা আর সম্ভব হয়নি। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে নারী অলিম্পিকে পঞ্চম স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ব্রাজিলের মেয়েরা তিনবার ফাইনালে উঠে প্রতিবারই রৌপ্য পদক নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ২০০৪, ২০০৮, ২০২৪—তিনবার অলিম্পিক ফাইনালে ব্রাজিলের হারের সাক্ষী হয়েছেন মার্তা।
২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ হবে ব্রাজিলে। ঘরের মাঠে বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন মার্তা—ফুটবলপ্রেমীদের অনেকে হয়তো এমন স্বপ্ন দেখছেন। তবে পার্ক দে প্রিন্সেসে গত রাতে ব্রাজিলের তারকা ফুটবলার অবসরের আভাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর মার্তা বলেন, ‘আমি মনে করি না যে আপনারা বিশ্বকাপে আবারও দেখতে পাবেন। কী হবে তা জানি না। জাতীয় দলের পরিকল্পনাও আমার জানা নেই। তবে দলকে যেকোনোভাবে সাহায্য করা আমার পরিকল্পনা। কারণ এটা আমার জীবন।’
নাইজেরিয়াকে হারিয়ে এবারের অলিম্পিক নারী ফুটবলে শুভসূচনা করেছিল ব্রাজিল। তবে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কা তৈরি হয় মার্তাদের। সব সমীকরণ মিলিয়ে নকআউট পর্বে ওঠে ব্রাজিল। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় মার্তা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে খেলতে পারেননি। মার্তাকে ছাড়া ব্রাজিল সেমিফাইনালে স্পেনের বিপক্ষে নিয়েছে গ্রুপ পর্বের প্রতিশোধ। স্বর্ণপদক না জিততে পারলেও আক্ষেপ নেই মার্তার, ‘এই প্রতিযোগিতায় যা করেছি সেজন্য দলকে নিয়ে গর্বিত। এটা খুবই কঠিন এক টুর্নামেন্ট। প্রতি দুই দিনে একটি করে ম্যাচ ছিল। পাশাপাশি ছিল চোটও। তবে আমরা ফাইনালে উঠে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পেরেছি। একটা পদক নেওয়ার লক্ষ্য ছিল আমাদের।’
অবসরের ইঙ্গিত দিলেও ব্রাজিল নারী ফুটবলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্তা। ব্রাজিলের মেয়েরা ভবিষ্যতে মেজর কোনো টুর্নামেন্ট জিতবে বলে আশা করছেন এই কিংবদন্তি, ‘ফুটবল থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছি না। এই প্রজন্মের প্রতি অবদান রাখার চেষ্টা করছি আমি। তারা খুবই প্রতিভাবান দল। আমরা কী অর্জন করতে পারি, সেই ব্যাপারে তাদের ধারণা রয়েছে।’
বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। আরও একবার অলিম্পিক ফাইনালে উঠে শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হলো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে নারী অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর ফাইনালের টিকিট কাটা ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধেরও। সেটা আর সম্ভব হয়নি। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে নারী অলিম্পিকে পঞ্চম স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ব্রাজিলের মেয়েরা তিনবার ফাইনালে উঠে প্রতিবারই রৌপ্য পদক নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ২০০৪, ২০০৮, ২০২৪—তিনবার অলিম্পিক ফাইনালে ব্রাজিলের হারের সাক্ষী হয়েছেন মার্তা।
২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ হবে ব্রাজিলে। ঘরের মাঠে বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন মার্তা—ফুটবলপ্রেমীদের অনেকে হয়তো এমন স্বপ্ন দেখছেন। তবে পার্ক দে প্রিন্সেসে গত রাতে ব্রাজিলের তারকা ফুটবলার অবসরের আভাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর মার্তা বলেন, ‘আমি মনে করি না যে আপনারা বিশ্বকাপে আবারও দেখতে পাবেন। কী হবে তা জানি না। জাতীয় দলের পরিকল্পনাও আমার জানা নেই। তবে দলকে যেকোনোভাবে সাহায্য করা আমার পরিকল্পনা। কারণ এটা আমার জীবন।’
নাইজেরিয়াকে হারিয়ে এবারের অলিম্পিক নারী ফুটবলে শুভসূচনা করেছিল ব্রাজিল। তবে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কা তৈরি হয় মার্তাদের। সব সমীকরণ মিলিয়ে নকআউট পর্বে ওঠে ব্রাজিল। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় মার্তা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে খেলতে পারেননি। মার্তাকে ছাড়া ব্রাজিল সেমিফাইনালে স্পেনের বিপক্ষে নিয়েছে গ্রুপ পর্বের প্রতিশোধ। স্বর্ণপদক না জিততে পারলেও আক্ষেপ নেই মার্তার, ‘এই প্রতিযোগিতায় যা করেছি সেজন্য দলকে নিয়ে গর্বিত। এটা খুবই কঠিন এক টুর্নামেন্ট। প্রতি দুই দিনে একটি করে ম্যাচ ছিল। পাশাপাশি ছিল চোটও। তবে আমরা ফাইনালে উঠে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পেরেছি। একটা পদক নেওয়ার লক্ষ্য ছিল আমাদের।’
অবসরের ইঙ্গিত দিলেও ব্রাজিল নারী ফুটবলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্তা। ব্রাজিলের মেয়েরা ভবিষ্যতে মেজর কোনো টুর্নামেন্ট জিতবে বলে আশা করছেন এই কিংবদন্তি, ‘ফুটবল থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছি না। এই প্রজন্মের প্রতি অবদান রাখার চেষ্টা করছি আমি। তারা খুবই প্রতিভাবান দল। আমরা কী অর্জন করতে পারি, সেই ব্যাপারে তাদের ধারণা রয়েছে।’
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
২৪ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৪ ঘণ্টা আগে