ক্রীড়া ডেস্ক
মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
মাঠে সেই আগের মতোই আক্রমণাত্মক লুইস সুয়ারেস। কখনো দেখা গেল ক্ষোভ ঝাড়তে। আর বিচক্ষণ-বুদ্ধিমত্তার লিওনেল মেসি তো আছেনই। সঙ্গে মাঝমাঠে সের্হিও বুসকেতস ও রক্ষণে জর্দি আলবা—এই চারজনকে দেখে যে কারও হয়তো মনে হতে পারে বার্সেলোনার ম্যাচ চলছে। বছর কয়েক আগেও ক্যাম্প ন্যুয়ে এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।
তবে এদিক-ওদিক ঘুরে এই চার বন্ধু আবারও একত্রিত হয়েছেন। যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে। সেই মায়ামি এখন মধ্যপ্রাচ্য সফরে। প্রথম প্রীতি ম্যাচে গতকাল সৌদি আরবের রিয়াদে মেসি-সুয়ারেসরা মাঠে নেমেছিলেন সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে। যে ম্যাচে খেলেন মেসির সাবেক বার্সা ও পিএসজি সতীর্থ নেইমার। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন না এই ম্যাচেও।
প্রীতি হলেও সেই ম্যাচে ছড়াল রোমাঞ্চ। শেষ পর্যন্ত ৭ গোলের ম্যাচটিতে ৪-৩ গোলে হারল মায়ামি। রিয়াদের কিংডম অ্যারেনায় প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় আল হিলাল। ১০ মিনিটে আলেক্সান্দর মিত্রোভিচের গোলে লিড নেয় তারা। ৩ মিনিট পর ব্যবধানটা বাড়ান আবদুল্লাহ আল-হামদান। ৩৪ মিনিটে ব্যবধানটা কমান সুয়ারেস। রেফারি ভিএআর দেখে গোল দেন মায়ামিকে।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে আবারও গোল হজম করে বসেন মেসিরা। এবার আল হিলালের ব্যবধানটা বাড়ান মাইকেল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সেই ২ গোল শোধ দেয় মায়ামি। ৫২ মিনিটে ভিএআর দেখে তাদের পেনাল্টি উপহার দেন রেফারি। দুই মিনিট পর স্পটকিকে জাল খুঁজে নেন মেসি। পরের মিনিটে আবারও গোল উদ্যাপনে মেতে ওঠে জেরার্ডো মার্টিনোর দল। মেসির পাস থেকে দলকে সমতায় ফেরান ডেভিড রুইজ। তবে সেই হাসি মায়ামির মিইয়ে যায় শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আল হিলালকে জয়সূচক গোল এনে দেন ম্যালকম। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচে জয় নেই মায়ামির, যার মধ্যে হেরেছে ৭ ম্যাচ।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে