ক্রীড়া ডেস্ক
গত মৌসুম শিরোপাবিহীন কেটেছে বার্সেলোনার। সেই খরা কাটাতে এবার রবার্ট লেভানডোভস্কি-রাফিনহাদের মতো তারকাদের ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা। কোচ জাভির অধীনে এবার শিরোপা জয়ে ফিরতে চায় তারা। লেভাও বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন, এই মৌসুমে ক্লাবের শিরোপা জয়ের ব্যাপারে।
সময়টা অর্থনৈতিক মন্দার ভেতর কাটলেও ক্যাম্প ন্যুয়ে তারকার হাট বসিয়েছে শিরোপা স্বপ্নে বিভোর কাতালোনিয়ানরা। বায়ার্ন মিউনিখ থেকে এই গ্রীষ্মের দল-বদলে বার্সার সঙ্গে চুক্তি করেছেন লেভা। স্প্যানিশ ক্লাবটির আগ্রহ দেখে জার্মানি ছেড়ে এসেছেন তিনি। পোলিশ স্ট্রাইকার লা লিগা ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি খবর পেলাম বার্সেলোনা আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী, শুরুতেই আমি বুঝতে পারি, এটাই সঠিক সময় ক্লাবটিতে যোগ দেওয়ার।’
কেন লা লিগায় এসেছেন সে ব্যাপারে লেভার উত্তর, ‘আমি চাইনি পুরো ক্যারিয়ার একটি লিগে কাটাতে। বুন্দেসলিগায় আমার চমৎকার সময় কাটছিল। তবে আমি বুঝেছিলাম, এটাই সঠিক সময় লা লিগায় আসার এবং আমার ক্যারিয়ারের পরের পদক্ষেপটি নিলাম। লা লিগায় খেলা আমার কাছে সব সময়ের স্বপ্ন ছিল। বার্সেলোনায় এসে আমি খুশি।’
চলতি মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি বার্সার। নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জাভির শিষ্যরা। লিগে গোলের খাতা খুলতে না পারলেও এই মৌসুম বার্সার জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে মনে করেন লেভা, ‘আমি নিশ্চিত যে, এই মৌসুম আমাদের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে। এটা এমন এক মৌসুম হতে যাচ্ছে, বার্সেলোনার সমর্থকেরা শেষ পর্যন্ত আনন্দিতই হবে। আমি মনে করি, দীর্ঘ সময় শিরোপাশূন্য থাকা বার্সার এই মোক্ষম মুহূর্ত শিরোপা জয়ের। আমি নিশ্চিত যে, এটা আমরা করতে পারব।’
গত মৌসুম শিরোপাবিহীন কেটেছে বার্সেলোনার। সেই খরা কাটাতে এবার রবার্ট লেভানডোভস্কি-রাফিনহাদের মতো তারকাদের ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা। কোচ জাভির অধীনে এবার শিরোপা জয়ে ফিরতে চায় তারা। লেভাও বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন, এই মৌসুমে ক্লাবের শিরোপা জয়ের ব্যাপারে।
সময়টা অর্থনৈতিক মন্দার ভেতর কাটলেও ক্যাম্প ন্যুয়ে তারকার হাট বসিয়েছে শিরোপা স্বপ্নে বিভোর কাতালোনিয়ানরা। বায়ার্ন মিউনিখ থেকে এই গ্রীষ্মের দল-বদলে বার্সার সঙ্গে চুক্তি করেছেন লেভা। স্প্যানিশ ক্লাবটির আগ্রহ দেখে জার্মানি ছেড়ে এসেছেন তিনি। পোলিশ স্ট্রাইকার লা লিগা ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আমি খবর পেলাম বার্সেলোনা আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী, শুরুতেই আমি বুঝতে পারি, এটাই সঠিক সময় ক্লাবটিতে যোগ দেওয়ার।’
কেন লা লিগায় এসেছেন সে ব্যাপারে লেভার উত্তর, ‘আমি চাইনি পুরো ক্যারিয়ার একটি লিগে কাটাতে। বুন্দেসলিগায় আমার চমৎকার সময় কাটছিল। তবে আমি বুঝেছিলাম, এটাই সঠিক সময় লা লিগায় আসার এবং আমার ক্যারিয়ারের পরের পদক্ষেপটি নিলাম। লা লিগায় খেলা আমার কাছে সব সময়ের স্বপ্ন ছিল। বার্সেলোনায় এসে আমি খুশি।’
চলতি মৌসুমের শুরুটা অবশ্য ভালো হয়নি বার্সার। নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জাভির শিষ্যরা। লিগে গোলের খাতা খুলতে না পারলেও এই মৌসুম বার্সার জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে মনে করেন লেভা, ‘আমি নিশ্চিত যে, এই মৌসুম আমাদের জন্য বেশ উত্তেজনাপূর্ণ হবে। এটা এমন এক মৌসুম হতে যাচ্ছে, বার্সেলোনার সমর্থকেরা শেষ পর্যন্ত আনন্দিতই হবে। আমি মনে করি, দীর্ঘ সময় শিরোপাশূন্য থাকা বার্সার এই মোক্ষম মুহূর্ত শিরোপা জয়ের। আমি নিশ্চিত যে, এটা আমরা করতে পারব।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে