বেনজেমার হ্যাটট্রিকে এগিয়ে গিয়েও রাগান্বিত ছিলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৩: ৫৮
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৪: ০৭

আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতে নিজেদের সর্বশেষ বিপর্যয় থেকে মুক্তি পেলেও খুশি নন কার্লো আনচেলত্তি। নিজেদের মাঠে জয় পেলেও গোল হজম করায় তিনি বিরক্ত। রক্ষণভাগের এমন বাজে পারফরম্যান্সে গতকাল ড্রেসিংরুমে রেগে গিয়েছিলেন বলে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন ইতালিয়ান কোচ।

ম্যাচ শুরুর ৫ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। প্রথম গোলের পরে আরও ২ গোল করে বিরতির আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন করিম বেনজেমা। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ১ গোল হজম করেন লস ব্ল্যাংকোসরা। এই গোল হজম করা নিয়েই ড্রেসিংরুমে রাগান্বিত হন আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘দলের রক্ষণভাগের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানি। তবে আমি বুঝতে পারছি না কেন আমরা দুই ম্যাচে ৬ গোল হজম করেছি। কী হয়েছিল আমাদের? আজ (গতকাল) স্বচ্ছন্দে খেললেও রক্ষণে মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। বল হারানোর পরও প্রতিপক্ষকে আমরা ভালো চাপ দিয়েছিলাম, যার ফল হিসেবে ৩-০তে এগিয়ে ছিলাম।’

এর পরেই রাগের ব্যাখ্যা দেন আনচেলত্তি, ‘কিছু সময়ের জন্য একাগ্রতা হারালে ১ গোল হজম করি। পরে ড্রেসিংরুমে রাগান্বিত হলে ৪-১ ব্যবধানে এগিয়ে যাই। কিন্তু আবার মনোযোগ হারিয়ে দ্বিতীয় গোল হজম করে বসি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ২ গোল হজম করা আমাদের জন্য খুব ভালো সংকেত নয়। আশা করি আগামী ম্যাচগুলোয় এমনটা হবে না।’

গতকালের ৪-২ গোলের জয়টা আরও বড় হতে পারত রিয়ালের। তবে গোলের সুযোগ হাতছাড়া ও ভাগ্য পাশে না থাকায় তা আর হয়নি। বেনজেমার হ্যাটট্রিকের সঙ্গে অন্য গোলটি করেছেন রদ্রিগো। আর আলমেরিয়ার হয়ে গোল ২টি করে ব্যবধান কমান লাজারো ও লুকাস রবার্তোনে।

ঘরের মাঠের হ্যাটট্রিক নিয়ে এ মাসে ৩টি হ্যাটট্রিক করলেন বেনজেমা। গতকালের আগে বার্সেলোনা ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ২টি করেছিলেন সাবেক ফরাসি স্ট্রাইকার। এই হ্যাটট্রিকে একটি মাইলফলকও ছুঁয়েছেন রিয়াল তারকা।

লা লিগায় চতুর্থ সর্বোচ্চ গোলদাতার কীর্তি গড়েছেন বেনজেমা। ২৩৬ গোলে পেছনে ফেলেছেন ক্লাবের পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের হয়ে ২৩৪ গোল করেছেন সাবেক মেক্সিকান ফরোয়ার্ড। পূর্বসূরিকে পেছনে ফেললেও চূড়ায় উঠতে অনেক পথ পাড়ি দিতে হবে তাঁকে। ৪৭৪ গোল নিয়ে শীর্ষে আছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত