ক্রীড়া ডেস্ক
বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৩ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৬ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৬ ঘণ্টা আগে