ক্রীড়া ডেস্ক, ঢাকা
শেষ মুহূর্তে নাটকীয়তার চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন দলবদল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না করা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। দুই দিন আগে এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
একবার ব্যর্থ হলেও পিছু হটার পাত্র নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে ঘিরে যে স্বপ্ন পেরেজ বুনছেন সেটা পূরণ করতে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছেন পিএসজির কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, এটাকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে ধরা হচ্ছে। আজই এমবাপ্পেকে আলোচনার শেষ দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো বেশি অর্থাৎ ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে। বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন তিনি। মার্কার কথা মানলে, সেটা আজই হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে এবার রাজি হতে পারে পিএসজি। সব ঠিক থাকলে আজ শুক্রবারের মধ্যেই পিএসজি-এমবাপ্পে-রিয়াল রহস্যের জট খুলে যাবে।
এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিল পিএসজি। যদিও স্প্যানিশ ক্লাবটি বিশ্বাস করে তাদের প্রস্তাব সম্পূর্ণ আইনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তাদের দাবি, যেহেতু এমবাপ্পে নিজেই রিয়ালে আসতে চান, দল বদলের বাকি ব্যাপারটা এখন তাদের হাতে। এদিকে ফরাসি সংবাদমাধ্যমও তখন বলেছিল, এমবাপ্পের দাম আরেকটু বাড়ালে পিএসজি তাঁকে ছেড়ে দেবে।
দরটা আরেকটু বাড়িয়েই এবার প্রস্তাব দিয়েছে পিএসজি। বল এখন পিএসজির কোর্টে!
শেষ মুহূর্তে নাটকীয়তার চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন দলবদল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না করা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। দুই দিন আগে এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
একবার ব্যর্থ হলেও পিছু হটার পাত্র নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে ঘিরে যে স্বপ্ন পেরেজ বুনছেন সেটা পূরণ করতে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছেন পিএসজির কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, এটাকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে ধরা হচ্ছে। আজই এমবাপ্পেকে আলোচনার শেষ দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো বেশি অর্থাৎ ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে। বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন তিনি। মার্কার কথা মানলে, সেটা আজই হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে এবার রাজি হতে পারে পিএসজি। সব ঠিক থাকলে আজ শুক্রবারের মধ্যেই পিএসজি-এমবাপ্পে-রিয়াল রহস্যের জট খুলে যাবে।
এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিল পিএসজি। যদিও স্প্যানিশ ক্লাবটি বিশ্বাস করে তাদের প্রস্তাব সম্পূর্ণ আইনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তাদের দাবি, যেহেতু এমবাপ্পে নিজেই রিয়ালে আসতে চান, দল বদলের বাকি ব্যাপারটা এখন তাদের হাতে। এদিকে ফরাসি সংবাদমাধ্যমও তখন বলেছিল, এমবাপ্পের দাম আরেকটু বাড়ালে পিএসজি তাঁকে ছেড়ে দেবে।
দরটা আরেকটু বাড়িয়েই এবার প্রস্তাব দিয়েছে পিএসজি। বল এখন পিএসজির কোর্টে!
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১৩ ঘণ্টা আগে