ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগের লড়াইটা বেশ ভালোই জমেছেন এবারের মৌসুমে। শীর্ষস্থান নিয়ে লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। সেই ধারাবাহিকতায় আজ লুটনকে বিধ্বস্ত করে আবারও লিগের শীর্ষে উঠছে সিটিজেনরা।
নিজেদের মাঠ ইতিহাদে আজে লুটনকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। দুই দলের মুখোমুখি সর্বশেষ এফএ কাপের ম্যাচে ৬-২ গোলের জয় পেয়েছিল সিটি। আজও শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখানো শুরু করেন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেদের আসনে দর্শকেরা ঠিকঠাক মতো বসার আগেই গোল উৎসব শুরু করেন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনারা।
ম্যাচের ২ মিনিটে যে লিড নেয় ম্যানসিটি। প্রতিপক্ষের ডিফেন্ডার ডাইকি হাশিওকার আত্মঘাতী গোলে। গোলটা অবশ্য পাওয়ার কথা ছিল হালান্ডের। লুটনের গোলরক্ষকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। এগিয়ে এসে গোলরক্ষক থমাস কামিনিস্ক প্রতিহত করে দলকে কিছু মুহূর্তের জন্য বাঁচিয়ে দিলেও ফিরতি আক্রমণে ঠিক গোল হজম করে বসে তারা। দ্বিতীয়বার যখন হালান্ড সুযোগ পেলেন তখন গোলমুখে শট নিলে ডিফেন্ডার হাশিওকার মুখে লেগে জালে জড়ায় বল।
পরে অবশ্য পেনাল্টি থেকে ঠিকই গোল পেয়েছেন হালান্ড। এর জন্য অবশ্য জেরেমি ডকু ধন্যবাদ প্রাপ্য। তিনিই তো পেনাল্টিটা এনে দিয়েছেন ৭৬ মিনিটে। তা থেকেই গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাজে খেলার জন্য সমালোচিত হওয়া হালান্ড। নওরেজিয়ান স্ট্রাইকারের গোলের আগে অবশ্য দলকে দ্বিতীয় গোল এনে দেন মাতেও কোভাচিচ। ৬৪ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার।
৩-০ গোল পিছিয়ে পড়ে একটি গোল শোধ দেয় লুটন। তবে ব্যবধান কমানোর পরেই যেন আরও বিপদ ঢেকে আনে অতিথিরা। ৮১ মিনিটে রস বার্কলির ব্যবধান কমানোর গোলের পর আরও দুটি গোল করে ম্যানসিটি। ৮৭ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দলের চতুর্থ গোল করেন ডকু। আর ম্যাচের যোগ করা সময়ে গোল করেন জসকো গাভার্দিওল।
এতে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ায় শীর্ষেও উঠেছে স্বাগতিকেরা। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৩। অবশ্য শীর্ষে হয়তো বেশি সময় থাকতে পারবে না তারা। আগামীকালই যে আবার নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে দুই ও তিনে থাকা আর্সেনাল এবং লিভারপুল। দুই দলই সমান ৩১ ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে ৭১।
প্রিমিয়ার লিগের লড়াইটা বেশ ভালোই জমেছেন এবারের মৌসুমে। শীর্ষস্থান নিয়ে লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। সেই ধারাবাহিকতায় আজ লুটনকে বিধ্বস্ত করে আবারও লিগের শীর্ষে উঠছে সিটিজেনরা।
নিজেদের মাঠ ইতিহাদে আজে লুটনকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। দুই দলের মুখোমুখি সর্বশেষ এফএ কাপের ম্যাচে ৬-২ গোলের জয় পেয়েছিল সিটি। আজও শুরু থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখানো শুরু করেন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। নিজেদের আসনে দর্শকেরা ঠিকঠাক মতো বসার আগেই গোল উৎসব শুরু করেন আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনারা।
ম্যাচের ২ মিনিটে যে লিড নেয় ম্যানসিটি। প্রতিপক্ষের ডিফেন্ডার ডাইকি হাশিওকার আত্মঘাতী গোলে। গোলটা অবশ্য পাওয়ার কথা ছিল হালান্ডের। লুটনের গোলরক্ষকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। এগিয়ে এসে গোলরক্ষক থমাস কামিনিস্ক প্রতিহত করে দলকে কিছু মুহূর্তের জন্য বাঁচিয়ে দিলেও ফিরতি আক্রমণে ঠিক গোল হজম করে বসে তারা। দ্বিতীয়বার যখন হালান্ড সুযোগ পেলেন তখন গোলমুখে শট নিলে ডিফেন্ডার হাশিওকার মুখে লেগে জালে জড়ায় বল।
পরে অবশ্য পেনাল্টি থেকে ঠিকই গোল পেয়েছেন হালান্ড। এর জন্য অবশ্য জেরেমি ডকু ধন্যবাদ প্রাপ্য। তিনিই তো পেনাল্টিটা এনে দিয়েছেন ৭৬ মিনিটে। তা থেকেই গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাজে খেলার জন্য সমালোচিত হওয়া হালান্ড। নওরেজিয়ান স্ট্রাইকারের গোলের আগে অবশ্য দলকে দ্বিতীয় গোল এনে দেন মাতেও কোভাচিচ। ৬৪ মিনিটে গোল করেন এই মিডফিল্ডার।
৩-০ গোল পিছিয়ে পড়ে একটি গোল শোধ দেয় লুটন। তবে ব্যবধান কমানোর পরেই যেন আরও বিপদ ঢেকে আনে অতিথিরা। ৮১ মিনিটে রস বার্কলির ব্যবধান কমানোর গোলের পর আরও দুটি গোল করে ম্যানসিটি। ৮৭ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দলের চতুর্থ গোল করেন ডকু। আর ম্যাচের যোগ করা সময়ে গোল করেন জসকো গাভার্দিওল।
এতে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ায় শীর্ষেও উঠেছে স্বাগতিকেরা। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৩। অবশ্য শীর্ষে হয়তো বেশি সময় থাকতে পারবে না তারা। আগামীকালই যে আবার নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে দুই ও তিনে থাকা আর্সেনাল এবং লিভারপুল। দুই দলই সমান ৩১ ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে ৭১।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৫ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৭ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৭ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৮ ঘণ্টা আগে