ক্রীড়া ডেস্ক
প্রথম কোনো কিছু জয়ের আনন্দ স্বাভাবিকভাবেই একটু বেশি। নারী ফুটবল বিশ্বকাপ জয়ের পর গতকাল স্পেন দলের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিশেষ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালসের।
স্পেন, ইংল্যান্ড—দুই দলই নারী ফুটবলে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় গতকাল মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দ উদ্যাপনে মেতে ওঠেন স্প্যানিশ ফুটবলাররা। জয়ের আতিশয্যেই কি না হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি দুজনের চুম্বন দৃশ্যের সংবাদটি প্রকাশ হয়েছিল স্প্যানিশ গণমাধ্যমগুলোতেও।
রুবিয়ালসের কাছে তা (চুমু নিয়ে সংবাদ) প্রকাশ মনে হচ্ছে বাড়াবাড়ি। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান স্পেনের সংবাদমাধ্যম এল পার্টিডাজো ডি কোপকে বলেন, ‘এটা (চুমু) ছিল কোনো কিছু উদ্যাপনের পরের মুহূর্ত। আমরা এসব হাবিজাবি জিনিসের (চুমু নিয়ে সংবাদ) জন্য এখানে আসিনি। আমার কাছে এটা অনেক ফালতু মনে হচ্ছে। এটা বাদ দিন।’
ঘটনার পর হারমোসোকে জিজ্ঞেস করা হলে তখন বিরক্তি প্রকাশ করেছিলেন। নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ তবে এখন তিনি রুবিয়ালসের পক্ষে কথা বলেছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের আনন্দে স্বতঃস্ফূর্তভাবেই এটা (চুম্বন) হয়েছে।’
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের পুরুষ ও নারী—দুই দলের বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি করেছে স্পেন। ২০১০ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্পেনের ছেলেদের ফুটবল দল।
প্রথম কোনো কিছু জয়ের আনন্দ স্বাভাবিকভাবেই একটু বেশি। নারী ফুটবল বিশ্বকাপ জয়ের পর গতকাল স্পেন দলের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিশেষ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালসের।
স্পেন, ইংল্যান্ড—দুই দলই নারী ফুটবলে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় গতকাল মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দ উদ্যাপনে মেতে ওঠেন স্প্যানিশ ফুটবলাররা। জয়ের আতিশয্যেই কি না হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি দুজনের চুম্বন দৃশ্যের সংবাদটি প্রকাশ হয়েছিল স্প্যানিশ গণমাধ্যমগুলোতেও।
রুবিয়ালসের কাছে তা (চুমু নিয়ে সংবাদ) প্রকাশ মনে হচ্ছে বাড়াবাড়ি। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান স্পেনের সংবাদমাধ্যম এল পার্টিডাজো ডি কোপকে বলেন, ‘এটা (চুমু) ছিল কোনো কিছু উদ্যাপনের পরের মুহূর্ত। আমরা এসব হাবিজাবি জিনিসের (চুমু নিয়ে সংবাদ) জন্য এখানে আসিনি। আমার কাছে এটা অনেক ফালতু মনে হচ্ছে। এটা বাদ দিন।’
ঘটনার পর হারমোসোকে জিজ্ঞেস করা হলে তখন বিরক্তি প্রকাশ করেছিলেন। নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ তবে এখন তিনি রুবিয়ালসের পক্ষে কথা বলেছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের আনন্দে স্বতঃস্ফূর্তভাবেই এটা (চুম্বন) হয়েছে।’
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের পুরুষ ও নারী—দুই দলের বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি করেছে স্পেন। ২০১০ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্পেনের ছেলেদের ফুটবল দল।
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে পা হড়কানো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন কিছু নয়। চাপ সামলাতে না পারায় লাহোরে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়ারা ৫০ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালে বিদায়ঘণ্টা...
২১ মিনিট আগেআচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১১ ঘণ্টা আগে