মেসির কথায় রাগ পুষে রাখেননি মিনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২১, ২১: ০০

কোপা আমেরিকার সেমিফাইনালের পেনাল্টি শুটআউট। কলম্বিয়ান ডিফেন্ডার ইয়েরি মিনার পেনাল্টি শট আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের হাতে আটকে যেতেই মিনার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ঘটনার ১০ দিনের বেশি সময় পার হওয়ার পর কলম্বিয়ান ডিফেন্ডার বলছেন, সাবেক বার্সা সতীর্থের কথায় কিছু মনে করেননি তিনি।

১-১ গোলে সমতায় থাকা ম্যাচে কলম্বিয়াকে পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কলম্বিয়ার হয়ে শেষ শটটি নিয়েছিলেন মিনা। তাঁর শট আটকে যেতেই ‘ড্যান্সিং ডিফেন্ডার’খ্যাত মিনার দিকে চিৎকার করে মেসি বলেছিলেন, ‘কই, এখন তোমার নাচ কই?’ মেসির এই বক্তব্য পরে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাবেক ক্লাব সতীর্থের কথায় ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন মিনা। কলম্বিয়ান শহর গুয়াশেনে এক দাতব্য অনুষ্ঠানে এভারটন তারকা সাংবাদিকদের বলেছেন, ‘লিওর সঙ্গে আমার যেটা ঘটনাটা হয়েছে সেটা হতেই পারে। এটাই ফুটবল। জীবন একটা চক্রে আবর্তিত। আপনি কোনো না কোনো সময় প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবেনই। তবে নিজেকে শান্ত রেখেছি। জানি, লিও অসাধারণ একজন মানুষ।’

বার্সায় থাকতে মেসির কাছ থেকে যথেষ্ট সহায়তাও পেয়েছেন বলে জানিয়েছেন মিনা, ‘বার্সেলোনাতে তাঁর সঙ্গে আমার দেখা হতো, সে আমাকে যেভাবে সহায়তা করেছে, তাকে সব সময় শ্রদ্ধা করব। মেসি যা অর্জন করেছে তার প্রশংসা করতেই হবে। আমরা দুজনেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করি। প্রয়োজনে জাতীয় দলের জন্য জীবন দেব। মাঠে যেটা হয়েছে সেটা মাঠেই রেখে এসেছি। এ নিয়ে বেশি কিছু বলার নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত