ক্রীড়া ডেস্ক, ঢাকা
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিওনেল মেসির অভিষেকের অপেক্ষা এখনো শেষ হয়নি। মেসি যোগ দেওয়ার পর এর মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। আজ লিগে রেঁসের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা। তবে আজই মেসির অভিষেক হচ্ছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এবারের গ্রীষ্মকালীন দলবদলের নাটকীয়তায় বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন মেসি। প্যারিসে পাড়ি জমানোর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। দলের সঙ্গে অনুশীলন করে সময় কাটছে তাঁর। চারদিকে শুধু এখন একটাই প্রশ্ন, কখন মাঠে নামবেন মেসি? এই প্রশ্নের উত্তরটা হয়তো আজ মিলতে পারে। রেঁসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে!
১১ জুলাই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি মেসির। প্রাক মৌসুমের প্রস্তুতিও নেওয়া হয়ে ওঠেনি সেভাবে। গত দুই সপ্তাহ দলের সঙ্গে অনুশীলনই শেষ ভরসা মেসির। এ জন্যই মেসিকে মাঠে নামাতে সময় নিচ্ছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যম বলছে, পুরো ম্যাচে না হলেও আজ বদলি হিসেবে নামতে পারেন মেসি। অন্তত ৩০ মিনিটের জন্য পিএসজির জার্সি গায়ে মেসির খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।
তবে মেসির অভিষেক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি পচেত্তিনো। রেঁসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির স্বদেশি কোচ বলেছেন, ‘আমরা এখনো স্কোয়াড ঘোষণা করিনি।’ পরক্ষণে অবশ্য তিন তারকা নেইমার, এমবাপ্পে আর মেসিকে আজকের স্কোয়াডে রাখার ইঙ্গিত দিয়েছেন, ‘তারা তিনজনই খুব সম্ভবত স্কোয়াডে থাকছে। আমরা দেখব তারা ম্যাচের শুরু থেকে খেলতে পারে কি না!’
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিওনেল মেসির অভিষেকের অপেক্ষা এখনো শেষ হয়নি। মেসি যোগ দেওয়ার পর এর মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। আজ লিগে রেঁসের বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্টরা। তবে আজই মেসির অভিষেক হচ্ছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এবারের গ্রীষ্মকালীন দলবদলের নাটকীয়তায় বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন মেসি। প্যারিসে পাড়ি জমানোর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। দলের সঙ্গে অনুশীলন করে সময় কাটছে তাঁর। চারদিকে শুধু এখন একটাই প্রশ্ন, কখন মাঠে নামবেন মেসি? এই প্রশ্নের উত্তরটা হয়তো আজ মিলতে পারে। রেঁসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে!
১১ জুলাই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি মেসির। প্রাক মৌসুমের প্রস্তুতিও নেওয়া হয়ে ওঠেনি সেভাবে। গত দুই সপ্তাহ দলের সঙ্গে অনুশীলনই শেষ ভরসা মেসির। এ জন্যই মেসিকে মাঠে নামাতে সময় নিচ্ছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যম বলছে, পুরো ম্যাচে না হলেও আজ বদলি হিসেবে নামতে পারেন মেসি। অন্তত ৩০ মিনিটের জন্য পিএসজির জার্সি গায়ে মেসির খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।
তবে মেসির অভিষেক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি পচেত্তিনো। রেঁসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির স্বদেশি কোচ বলেছেন, ‘আমরা এখনো স্কোয়াড ঘোষণা করিনি।’ পরক্ষণে অবশ্য তিন তারকা নেইমার, এমবাপ্পে আর মেসিকে আজকের স্কোয়াডে রাখার ইঙ্গিত দিয়েছেন, ‘তারা তিনজনই খুব সম্ভবত স্কোয়াডে থাকছে। আমরা দেখব তারা ম্যাচের শুরু থেকে খেলতে পারে কি না!’
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
২ মিনিট আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৩ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৩ ঘণ্টা আগে