ক্রীড়া ডেস্ক
ঢাকা: জাভি হার্নান্দেজের বার্সেলোনা কোচ হওয়ার গুঞ্জন নতুন নয়। গত কয়েক মৌসুমে এটা প্রায় নিয়মিত হয়ে আসছে, মৌসুম শেষ হয় আর জাভির কোচ হওয়ার গুঞ্জন ওঠে। এবারও কথা উঠছিল, বার্সার কোচ হয়ে আসছেন জাভি। এর মধ্যে রোনাল্ড কোমানের আরও এক মৌসুম মেসিদের কোচ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরই এক সাক্ষাৎকারে বার্সার কোচ হওয়ার প্রস্তাবের কথা স্বীকার করেছেন জাভি।
বার্সেলোনার পক্ষ থেকে দুইবার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন জাভি। কিন্তু এই মুহূর্তে নিজেকে কাতালান ক্লাবটির কোচের উপযুক্ত মনে করেন না এই বার্সা কিংবদন্তি। কোচ হিসেবে নিজেকে আরও তৈরি করে আসতে চান জাভি।
গত কয়েক মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। জাভিকে কোচ হওয়ার প্রস্তাব এবারই প্রথম নয় কাতালান ক্লাবটির। এর আগেও কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বার্সার সোনালি প্রজন্মের এই ফুটবলার। স্প্যানিশ সংবাদমাধ্যমকে জাভি বলেছেন, ‘সৌভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত আমি বার্সাকে দুইবার না করেছি। কয়েকটা কারণে এটা করেছি। কোচ হিসেবে নিজেকে আরও তৈরি করতে চাই, এই মুহূর্তে পরিবারকে আরও বেশি সময় দিতে চাই, আর অবশ্যই পেশাদার দৃষ্টিকোণ থেকে আমি এখনো একটা দলের (আল সাদ) কোচ আছি।’
শৈশবের ক্লাবকে বারবার না করার বিষয়টি একদমই সহজ ছিল না জাভির জন্য। সাবেক এই বার্সা মিডফিল্ডার বলেছেন, ‘এটা খুবই কঠিন ছিল, আমি নিজেই বড় বার্সা ভক্ত। কিন্তু এটা আসলে সঠিক সময় না। এখনই তাড়াহুড়ো করতে চাই না।’
কদিন আগে জাভি আলোনসো জানিয়েছিলেন তিনি তাঁর নিজস্ব ধরনে কোচ হতে চান। জাভি এটার সঙ্গে একমত, ‘আমি বার্সেলোনায় এলেই সবাই এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করে। আমি এলেই সবাই বার্তা পাঠায়। কিন্তু তাদের একজন কোচ আছে, তাঁকে সম্মান করা উচিত। আমার এত তাড়াহুড়ো নেই।’
ঢাকা: জাভি হার্নান্দেজের বার্সেলোনা কোচ হওয়ার গুঞ্জন নতুন নয়। গত কয়েক মৌসুমে এটা প্রায় নিয়মিত হয়ে আসছে, মৌসুম শেষ হয় আর জাভির কোচ হওয়ার গুঞ্জন ওঠে। এবারও কথা উঠছিল, বার্সার কোচ হয়ে আসছেন জাভি। এর মধ্যে রোনাল্ড কোমানের আরও এক মৌসুম মেসিদের কোচ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরই এক সাক্ষাৎকারে বার্সার কোচ হওয়ার প্রস্তাবের কথা স্বীকার করেছেন জাভি।
বার্সেলোনার পক্ষ থেকে দুইবার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন জাভি। কিন্তু এই মুহূর্তে নিজেকে কাতালান ক্লাবটির কোচের উপযুক্ত মনে করেন না এই বার্সা কিংবদন্তি। কোচ হিসেবে নিজেকে আরও তৈরি করে আসতে চান জাভি।
গত কয়েক মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। জাভিকে কোচ হওয়ার প্রস্তাব এবারই প্রথম নয় কাতালান ক্লাবটির। এর আগেও কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বার্সার সোনালি প্রজন্মের এই ফুটবলার। স্প্যানিশ সংবাদমাধ্যমকে জাভি বলেছেন, ‘সৌভাগ্যবশত কিংবা দুর্ভাগ্যবশত আমি বার্সাকে দুইবার না করেছি। কয়েকটা কারণে এটা করেছি। কোচ হিসেবে নিজেকে আরও তৈরি করতে চাই, এই মুহূর্তে পরিবারকে আরও বেশি সময় দিতে চাই, আর অবশ্যই পেশাদার দৃষ্টিকোণ থেকে আমি এখনো একটা দলের (আল সাদ) কোচ আছি।’
শৈশবের ক্লাবকে বারবার না করার বিষয়টি একদমই সহজ ছিল না জাভির জন্য। সাবেক এই বার্সা মিডফিল্ডার বলেছেন, ‘এটা খুবই কঠিন ছিল, আমি নিজেই বড় বার্সা ভক্ত। কিন্তু এটা আসলে সঠিক সময় না। এখনই তাড়াহুড়ো করতে চাই না।’
কদিন আগে জাভি আলোনসো জানিয়েছিলেন তিনি তাঁর নিজস্ব ধরনে কোচ হতে চান। জাভি এটার সঙ্গে একমত, ‘আমি বার্সেলোনায় এলেই সবাই এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করে। আমি এলেই সবাই বার্তা পাঠায়। কিন্তু তাদের একজন কোচ আছে, তাঁকে সম্মান করা উচিত। আমার এত তাড়াহুড়ো নেই।’
পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
১৪ মিনিট আগেটানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে