ক্রীড়া ডেস্ক
হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
প্যারাগুয়ের কাছে হারের এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় লা বম্বনেরায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচ। পেরুর বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো-এই দুই আর্জেন্টাইন ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, তাঁদের দুজনের স্ক্যান করতে হবে। রোমেরোর ব্যথা ডান পায়ে। আর তাগলিয়াফিকো এক মাস ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন।
দেলচাকো স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত প্যারাগুয়ের বিপক্ষে রোমেরো, তাগলিয়াফিকো দুজনেই শুরুর একাদশে ছিলেন। তাগলিয়াফিকো পুরো ৯০ মিনিট খেলেছেন। রোমেরো খেলতে পেরেছেন ৪৬ মিনিট। ম্যাচে ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। ১৯ ও ৪৭ মিনিটে প্যারাগুয়ের গোল দুটি করেছেন আন্তোনিও সানাব্রিও এবং ওমর আলদেরেতে। ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ লিওনেল মেসিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেছে।
প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের পরও বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট এখন আলবিসেলেস্তেদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে পরশু মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।
আরও পড়ুন:
ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক
হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
প্যারাগুয়ের কাছে হারের এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় লা বম্বনেরায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-পেরু ম্যাচ। পেরুর বিপক্ষে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো-এই দুই আর্জেন্টাইন ফুটবলারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, তাঁদের দুজনের স্ক্যান করতে হবে। রোমেরোর ব্যথা ডান পায়ে। আর তাগলিয়াফিকো এক মাস ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন।
দেলচাকো স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত প্যারাগুয়ের বিপক্ষে রোমেরো, তাগলিয়াফিকো দুজনেই শুরুর একাদশে ছিলেন। তাগলিয়াফিকো পুরো ৯০ মিনিট খেলেছেন। রোমেরো খেলতে পেরেছেন ৪৬ মিনিট। ম্যাচে ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। ১৯ ও ৪৭ মিনিটে প্যারাগুয়ের গোল দুটি করেছেন আন্তোনিও সানাব্রিও এবং ওমর আলদেরেতে। ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ লিওনেল মেসিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা গেছে।
প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের পরও বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট এখন আলবিসেলেস্তেদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে পরশু মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।
আরও পড়ুন:
ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক
সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
২৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা...
৪১ মিনিট আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
২ ঘণ্টা আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষ ভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
২ ঘণ্টা আগে