ক্রীড়া ডেস্ক
ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’
করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।
ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।
গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’
ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?
ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’
করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।
ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।
গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’
ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে